পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে কী বলে?
A
অন্তর্হতি
B
অপিনিহিতি
C
সম্প্রকর্ষ
D
অভিশ্রতি
উত্তরের বিবরণ
অপিনিহিতি হলো সেই প্রক্রিয়া যেখানে পরে উচ্চারিত হওয়া ‘ই’ বা ‘উ’ ধ্বনি আগে উচ্চারিত হয়ে আসে।
-
উদাহরণ:
-
চারি → চাইর
-
মারি → মাইর
-

0
Updated: 23 hours ago
'সংজ্ঞা' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 3 weeks ago
A
সম্ + √জ্ঞা + অ + আ
B
সম্ + √জ্ঞা + অ
C
সম্ + √জ্ঞা + আ + অ
D
সন্ + √জ্ঞা + অ + আ
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-
- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
-√ব্যথ্ + অ + আ = ব্যথা,
-√কৃপ্ + অ + আ = কৃপা,
- সম্ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 weeks ago
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ কী?
Created: 1 week ago
A
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
D
প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ হলো লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন।
-
মাছি মেরে হাত কালো করা: সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
-
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ: শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া
-
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত: প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
উৎস:

0
Updated: 1 week ago
কোনটি বস্তু-বিশেষ্য?
Created: 23 hours ago
A
বই
B
ফুল
C
গরু
D
ইত্তেফাক
বস্তু-বিশেষ্য হলো সেই শব্দ যা কোনো দ্রব্য বা বস্তুর নাম প্রকাশ করে।
-
উদাহরণ: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি
-
অন্যান্য প্রকার:
-
নাম-বিশেষ্য: ইত্তেফাক
-
জাতি-বিশেষ্য: গরু, ফুল
-

0
Updated: 23 hours ago