পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে কী বলে?
A
অন্তর্হতি
B
অপিনিহিতি
C
সম্প্রকর্ষ
D
অভিশ্রতি
উত্তরের বিবরণ
অপিনিহিতি হলো সেই প্রক্রিয়া যেখানে পরে উচ্চারিত হওয়া ‘ই’ বা ‘উ’ ধ্বনি আগে উচ্চারিত হয়ে আসে।
-
উদাহরণ:
-
চারি → চাইর
-
মারি → মাইর
-
0
Updated: 1 month ago
নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
Created: 2 months ago
A
কবিতায়
B
গানে
C
ছোটগল্পে
D
নাটকে
বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসারণ করে চলে এমন পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।
0
Updated: 2 months ago
'লিখিতেছিলন' শব্দটির চলিত রুপ কোনটি?
Created: 18 hours ago
A
লিখতেছিলেন
B
লিখছিলেন
C
লিখেছিলেন
D
লিখছিলাম
সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।যেমনঃ খাইতেছিলাম,যাইতেছিলাম,লিখতেছিলেন ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।যেমনঃ খাচ্ছিলাম, যাচ্ছিলাম, লিখছিলেন ইত্যাদি।
0
Updated: 18 hours ago
'জ্বর' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
Created: 2 months ago
A
সামান্য
B
আধিক্য
C
আতিশয্য
D
অনুরূপ
দ্বিরুক্ত শব্দ
-
সংজ্ঞা: কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, তা দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত বা বিশেষ অর্থ প্রকাশ করে। এইভাবে পরপর দুইবার ব্যবহৃত শব্দকে দ্বিরুক্ত বলা হয়।
উদাহরণ:
-
'জ্বর' → জ্বর জ্বর (সামান্য অর্থ প্রকাশ পায়)
বিশেষ্য পদের দ্বিরুক্তির অর্থ:
-
আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, থোকা থোকা জাম
-
সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি
-
পরম্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে: সে ধীরে ধীরে যায়
-
অনুরূপ বোঝাতে: তার সঙ্গী-সাথী কেউ নেই
-
আগ্রহ বোঝাতে: সে মা মা বলে কাঁদছে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago