'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় কোন COP সম্মেলনে?
A
COP-25
B
COP-26
C
COP-27
D
COP-28
উত্তরের বিবরণ
Loss and Damage Fund হলো একটি আন্তর্জাতিক তহবিল যা জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করে। এই তহবিলের প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP-27)-এ।
মূল তথ্যসমূহ:
-
এই তহবিলের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা।
-
বিশ্বের উন্নত দেশগুলো সবচেয়ে বেশি দায়ী জলবায়ু পরিবর্তনের জন্য।
-
২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
-
Loss and Damage Fund-এর চূড়ান্ত চুক্তি ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখে COP-27 শীর্ষ সম্মেলনে গৃহীত হয়।
-
তহবিলের লক্ষ্য হলো উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

0
Updated: 1 day ago
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
ঢাকা
B
কাঠমাণ্ডু
C
থিম্পু
D
মালে
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
২০১০ সালে ভুটানের থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সার্ক (SAARC)
-
সার্কের পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation।
-
এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার একটি ফোরাম।
-
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায়।
-
সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ৭টি দেশ।
-
বর্তমানে মোট ৮টি দেশ সদস্য।
-
সদস্য দেশগুলো হল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
-
আফগানিস্তান সর্বশেষ ২০০৭ সালের ৩ এপ্রিল সদস্য হয়।
সম্মেলন:
-
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে হয়েছিল।
-
সর্বশেষ ১৮তম সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।
উৎস: সার্কের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
Created: 1 week ago
A
ডেনমার্ক
B
কেনিয়া
C
মেক্সিকো
D
জেনেভা
নারী সম্মেলন হলো জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত বিশ্বব্যাপী নারী সম্পর্কিত সম্মেলনসমূহ।
-
প্রথম বিশ্ব নারী সম্মেলন:
-
স্থান: মেক্সিকো সিটি
-
তারিখ: ১৯ জুন – ২ জুলাই, ১৯৭৫
-
-
জাতিসংঘের চারটি বিশ্ব নারী সম্মেলন:
১. প্রথম সম্মেলন: ১৯৭৫, মেক্সিকো সিটি
২. দ্বিতীয় সম্মেলন: ১৯৮০, কোপেনহেগেন, ডেনমার্ক
৩. তৃতীয় সম্মেলন: ১৯৮৫, নাইরোবি, কেনিয়া
৪. চতুর্থ সম্মেলন: ১৯৯৫, বেইজিং, চীন

0
Updated: 1 week ago
রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন'-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
Created: 4 months ago
A
১৫০
B
১৫৬
C
১৭৮
D
১৭৯
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথমবারের মতো জাতিসংঘ আয়োজিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ‘রিও সামিট’, ‘রিও কনফারেন্স’ কিংবা ‘ধরিত্রী সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি গৃহীত হয়, যা পরবর্তীতে ‘কিয়োটো প্রোটোকল’ নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এই চুক্তির অন্যতম মূলনীতি ছিল ‘Polluter Pays Principle’ বা ‘দূষণকারীই খরচ বহন করবে’ নীতি।
সম্মেলনের উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে রয়েছে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা এবং এজেন্ডা ২১, যা টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত।
বিশ্বের ১৭৯টি দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

0
Updated: 4 months ago