Which of the following sentences is grammatically correct?
A
One should take care of his health.
B
Ten kilometers are too far to walk.
C
The furniture in the living room needs to be cleaned regularly.
D
Every students are present at today.
উত্তরের বিবরণ
সঠিক বাক্য হলো The furniture in the living room needs to be cleaned regularly. কারণ furniture একটি uncountable noun, তাই এর Plural form নেই এবং এটি Singular verb গ্রহণ করে।
-
উল্লিখিত অন্যান্য ব্যাখ্যা:
-
(ক) his এর পরিবর্তে one's ব্যবহার করা হয়, কারণ One এর Possessive case হলো one's।
-
(খ) একক সমষ্টি বুঝাতে যেমন সময়, দূরত্ব, অর্থ—যদি Plural দেখায় তবুও Singular verb ব্যবহার হয়। উদাহরণ: Ten kilometers is a long distance.
-
(ঘ) Every + Singular Noun একত্রিত হলে এটি একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।
-
0
Updated: 1 month ago
A corrupt man cannot win the respect of others. [complex]
Created: 1 month ago
A
A man who is corrupt cannot respect others.
B
A man does not respect others who are corrupt.
C
A man who is corrupt cannot win the respect of others.
D
A man who can win the respect of others cannot be corrupt.
Simple sentence যেটি Adjective + Noun দিয়ে গঠিত, সেটিকে Complex sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Article বসাতে হবে।
-
Adjective-এর পরের noun রাখতে হবে।
-
Relative pronoun (who, which, that) ব্যবহার করতে হবে।
-
Tense অনুযায়ী verb বসাতে হবে।
-
Adjective রাখতে হবে।
-
প্রদত্ত noun-এর পর থেকে বাক্যের বাকী অংশ বসাতে হবে।
Structure:
Article + noun + relative pronoun + verb + adjective + remaining part of sentence
উদাহরণ:
Simple: A corrupt man cannot win the respect of others.
Complex: A man who is corrupt cannot win the respect of others.
Simple:
0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 2 months ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago
What is the synonym of the word “Irascible”?
Created: 1 month ago
A
Calm
B
Patient
C
Short-tempered
D
Joyful
সঠিক উত্তর হলো গ) Short-tempered। শব্দটি একটি adjective। Irascible মানে হলো কোপনস্বভাব, ক্রোধিষ্ট বা খিটখিটে; এমন ব্যক্তি যার রাগ সহজেই উন্মাদিত হয়।
-
Bangla Meaning: কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
English Meaning: marked by hot temper and easily provoked anger; made angry easily
উদাহরণ বাক্য:
-
An irascible and difficult man.
-
He's a difficult, irascible person.
0
Updated: 1 month ago