Which of the following sentences is grammatically correct?
A
One should take care of his health.
B
Ten kilometers are too far to walk.
C
The furniture in the living room needs to be cleaned regularly.
D
Every students are present at today.
উত্তরের বিবরণ
সঠিক বাক্য হলো The furniture in the living room needs to be cleaned regularly. কারণ furniture একটি uncountable noun, তাই এর Plural form নেই এবং এটি Singular verb গ্রহণ করে।
-
উল্লিখিত অন্যান্য ব্যাখ্যা:
-
(ক) his এর পরিবর্তে one's ব্যবহার করা হয়, কারণ One এর Possessive case হলো one's।
-
(খ) একক সমষ্টি বুঝাতে যেমন সময়, দূরত্ব, অর্থ—যদি Plural দেখায় তবুও Singular verb ব্যবহার হয়। উদাহরণ: Ten kilometers is a long distance.
-
(ঘ) Every + Singular Noun একত্রিত হলে এটি একটি Singular Subject তৈরি করে, তাই Verb ও Singular হয়।
-

0
Updated: 1 day ago
Choose the right form of the verb:
I cannot help _____ at his jokes.
Created: 2 weeks ago
A
to laugh
B
laughing
C
laugh
D
laughed
• Complete sentence: I cannot help laughing at his jokes.
- Bangla meaning: আমি তার কৌতুকে না হেসে পারলাম না।
• Cannot help/ Cannot but
- কেউ কোনো কিছু না করে পারে না অর্থে Cannot help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot help -এরপর gerund (verb+ing) বসে।
- Cannot but -এরপর verb -এর base form বসে।
• যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই শূন্যস্থানে laughing বসবে।
• More examples:
- I cannot help going there.
- She cannot but go there.
অপশন বিশ্লেষণ
ক) to laugh → ভুল। ‘cannot help’ এর সাথে infinitive ব্যবহার হয় না।
গ) laugh → ভুল। Base form চলে না।
ঘ) laughed → ভুল। Past tense এখানে ব্যবহার হয় না।

0
Updated: 2 weeks ago
What does Rescind mean?
Created: 1 month ago
A
To make something legally valid
B
To revoke something legally
C
To implement a decision
D
To enforce a rule

0
Updated: 1 month ago
No sooner had he entered the room _____.
Created: 1 month ago
A
and the lights went out.
B
when the lights went out.
C
than the lights went out.
D
then the lights went out.
• সঠিক বাক্য: No sooner had he entered the room than the lights went out.
-
অনুবাদ: সে ঘরে ঢুকতেই বাতি নিভে গেল।
-
"No sooner" একটি Formal ইংরেজি গঠন, যা বোঝায় - এক কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য কাজ ঘটেছে।
-
এই ধরনের বাক্যে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়:
👉 No sooner + had + subject + past participle + than + বাক্যের দ্বিতীয় অংশ।
যেমন:
-
No sooner had I sat down than the phone rang.
-
No sooner had he arrived than it started raining.
• Other options:
ক) and the lights went out
-
"No sooner... and" ❌ ভুল গঠন।
-
"No sooner" এর সঙ্গে "and" ব্যবহার হয় না।
খ) when the lights went out
-
"No sooner... when" ❌ ব্যাকরণগতভাবে ভুল।
-
এর সঠিক জোড়া হলো "No sooner... than"।
ঘ) then the lights went out
-
"then" ❌ ভুল, কারণ "No sooner" এর পর "than" বসে, "then" নয়।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago