Who is the author of "Animal Farm"?
A
J. K. Rowling
B
George Orwell
C
Charles Dickens
D
William Shakespeare
উত্তরের বিবরণ
The author of "Animal Farm" is George Orwell. এই উপন্যাসটি Allegorical form-এ লেখা। Allegory হলো এমন একটি সাহিত্যিক রূপ যেখানে একটি গল্পের আড়ালে অন্য গল্পের মাধ্যমে অর্থ প্রকাশ করা হয়। অ্যানিমেল ফার্ম উপন্যাসে সার্বভৌমত্ব, আদর্শের বিকৃতি এবং ভাষার শক্তি গভীরভাবে অন্বেষণ করা হয়েছে।
-
উপন্যাসের চরিত্র সমূহ:
-
মানুষ: Mr. Frederick, Mr. Jones, Mr. Whymper
-
পশু: Napoleon, Snowball, Squealer, Boxer, Benjamin, Old Major, Clover, Moses, Muriel
-
-
George Orwell
-
Modern Period-এর একজন সুপরিচিত লেখক
-
English novelist, essayist, এবং critic
-
প্রকৃত নাম: Eric Arthur Blair
-
বিশেষভাবে পরিচিত Animal Farm এবং Nineteen Eighty-four উপন্যাসের জন্য
-
-
Notable Works:
-
A Clergyman’s Daughter
-
Animal Farm
-
Burmese Days
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
-
Nineteen Eighty-four
-

0
Updated: 23 hours ago
What is the synonym of the word “Irascible”?
Created: 1 day ago
A
Calm
B
Patient
C
Short-tempered
D
Joyful
সঠিক উত্তর হলো গ) Short-tempered। শব্দটি একটি adjective। Irascible মানে হলো কোপনস্বভাব, ক্রোধিষ্ট বা খিটখিটে; এমন ব্যক্তি যার রাগ সহজেই উন্মাদিত হয়।
-
Bangla Meaning: কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
English Meaning: marked by hot temper and easily provoked anger; made angry easily
উদাহরণ বাক্য:
-
An irascible and difficult man.
-
He's a difficult, irascible person.

0
Updated: 1 day ago
Which word is an antonym of "grandiloquent"?
Created: 1 week ago
A
Concise
B
Vacillating
C
Pretentious
D
Magniloquent
Grandiloquent একটি adjective, যা বোঝায় ভাষা বা বক্তৃতার ক্ষেত্রে অত্যধিক জটিল বা আড়ম্বরপূর্ণ স্টাইল, যা প্রাধান্য বা প্রশংসা আকর্ষণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত বড় বড় কথা বলা বা বাগাড়ম্বরপূর্ণ আচরণ নির্দেশ করে।
-
Grandiloquent (adjective)
English Meaning: A style or way of using language that is complicated to attract admiration and attention, especially to make someone or something seem important
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ -
Correct Answer (Antonym): Concise (সংক্ষিপ্ত)
-
Synonyms: Bombastic (আড়ম্বরপূর্ণ), Magniloquent ((শব্দ/বক্তৃতার ক্ষেত্রে) বাগাড়ম্বরপূর্ণ; (ব্যক্তির ক্ষেত্রে) বড় বড় কথা বলা), Pretentious (আত্মাভিমানী; আত্মশ্লাঘা)
-
Antonyms: Unpretentious (নিরহঙ্কার), Concise (সংক্ষিপ্ত)
-
Other Forms:
-
Grandiloquence (noun)
-
-
Other Option: Vacillating (দ্বিধা; দ্বিধান্বিত; আন্দোলিত)
-
Example Sentences:
-
Stop being so grandiloquent—tell me in simple words what happened!
-
The CEO's grandiloquent announcement about 'revolutionizing the industry' lacked concrete plans, leaving investors unimpressed.
-
-
Source:

0
Updated: 1 week ago
Choose the best alternative for the underlined part.
The teacher called upon the student to answer the question.
Created: 2 weeks ago
A
Asked
B
Punished
C
Encouraged
D
gr
সঠিক উত্তর: ক) Asked
Call on/upon sb
-
ইংরেজিতে অর্থ: To ask formally for someone to do something.
-
বাংলায় অর্থ: কাউকে কোনো কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান করা বা অনুরোধ করা।
Example:
-
If you're ever called upon at work to give a talk, the very prospect of 'getting up there in front of all those people' can be intimidating.
-
I should now like to call upon the finance director to take you through the results.
অপশন বিশ্লেষণ:
-
খ) Punished: শাস্তি দেওয়া।
-
গ) Encouraged: উৎসাহিত করা।
-
ঘ) Excused: মাফ দেওয়া।

0
Updated: 2 weeks ago