The antonym of the word "Recalcitrant" is -
A
Amenable
B
Intractable
C
Rebellious
D
Prolific
উত্তরের বিবরণ
Recalcitrant (Adjective) হলো এমন শব্দ যা বোঝায় যে কেউ যা করা বা মেনে চলার জন্য বলা হচ্ছে, তা করতে অনিচ্ছুক বা অবাধ্য।
-
English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
-
Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী
-
উদাহরণ: a recalcitrant child / attitude
-
-
Synonyms:
-
Uncooperative – অসহযোগী
-
Intractable – সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন
-
Unmanageable – নিয়ন্ত্রণের অযোগ্য
-
Rebellious – অবাধ্য
-
Unruly – অশান্ত
-
-
Antonyms:
-
Amenable – অনুগত
-
Docile – বাধ্য
-
Compliant – অন্যের ইচ্ছাপূরণে সম্মত
-
Biddable – কর্তব্যপরায়ণ
-
Ruly – বাধ্য
-
-
উল্লিখিত অপশনগুলো:
-
Amenable – অনুগত
-
Intractable – সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন
-
Rebellious – অবাধ্য
-
Prolific – প্রচুর পরিমাণে উৎপাদনশীল
-
-
Other Forms:
-
Recalcitrance (Noun, Uncountable) – অবাধ্যতা; অবশ্যতা
-
-
Example Sentences:
-
He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.
-
The manager worried that the recalcitrant employee would try to undermine his authority.
-
0
Updated: 1 month ago
Change the voice : 'Who is calling me?'
Created: 2 months ago
A
By whom am I called?
B
By whom I am called?
C
By whom am I being called?
D
Whom am I called by?
Active: Who is calling me?
Passive: By whom am I being called?
• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- এরপর Tense ও Person অনুযায়ী modal auxiliary Verb বসাতে হয়।
- Object টি Subject হয়
- Tense অনুযায়ী কর্তার পরে be/being/been বসাতে হয়।
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
• Present Continuous Tense passive voice করার structure নিম্ন রূপ:
- Active form এর object + am/is/are + being + verb এর past participle + Active form এর Subject এর Objective form + extension.
0
Updated: 2 months ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 3 months ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।
0
Updated: 3 months ago
(Qs. 26-30) Choose the word opposite/ similar in meaning to the given word.
Veracious (Opposite)
Created: 1 month ago
A
Truthful
B
Honest
C
Deceitful
D
Sincere
Veracious (Adjective)
-
English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
-
Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদী
Synonyms (সমার্থক):
-
Exact → যথাযথ
-
Literal → আক্ষরিক
-
Faithful → বিশ্বস্ত
-
Honest → সৎ
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
Antonyms (বিপরীতার্থক):
-
Untrue → অসত্য
-
Dishonest → অসৎ
-
Improper → অনুপযুক্ত
-
Fraudulent → প্রতারণামূলক
-
Mendacious → দুষ্টু
Related Options:
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
-
Honest → সৎ
-
Deceitful → প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট
-
Sincere → আন্তরিক; অকৃত্রিম
Other Forms:
-
Veraciously (adverb) → সত্যনিষ্ঠভাবে
-
Veracity [ভ্যার্যাসাটি] (noun, uncountable) → সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
Example Sentences:
-
We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
-
It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.
Source:
0
Updated: 1 month ago