Who is known as the "Bard of Avon"?
A
John Donne
B
Ben Jonson
C
William Shakespeare
D
Christopher Marlowe
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো William Shakespeare। তিনি ইংল্যান্ডের একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও অভিনেতা। তাঁর সংক্ষিপ্ত জীবনবৃত্ত ও কীর্তি নিচে দেওয়া হলো।
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
বিভিন্ন বানান: Shakespeare, Shakspere
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
ইংরেজি জাতীয় কবি হিসেবে প্রায়শই পরিচিত এবং অনেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার মনে করেন
-
মোট নাটক রচনা করেছেন: ৩৭টি
উল্লেখযোগ্য রচনা:
-
Tragedy:
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet -
Tragi-comedy:
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure -
Comedy:
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor -
Historical Play:
Julius Caesar (Tragedy + Historical), Henry IV Part I & II, Henry V, Henry VI Part I, II & III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago
Which of the following is closest in meaning to "hoax"?
Created: 2 months ago
A
Authenticity
B
Deception
C
Reality
D
Integrity
• The closest in meaning to 'Hoax' is - Deception.
• Hoax (noun)
English Meaning: a humorous or malicious trick; something intended to deceive.
Bangla Meaning: প্রতারণা; ছল।
অপশন আলোচনা:
- Authenticity - প্রামাণিকতা; সত্যতা।
- Deception - প্রতারণা; ছল।
- Reality - বাস্তবতা; সত্যতা।
- Integrity - সততা; অখণ্ডতা।
Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago
"I am constant as the northern star." - This famous line is taken from -
Created: 2 months ago
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com
0
Updated: 2 months ago
Change into an interrogative sentence:
They had seen the place before.
Created: 2 months ago
A
Had they seen the place before?
B
Did they see the place before?
C
Have they seen the place before?
D
Do they see the place before?
Correct Answer: ক) Had they seen the place before?
ব্যাখ্যা:
-
মূল বাক্য: They had seen the place before.
-
এটি past perfect tense-এ লেখা।
-
Past perfect interrogative গঠনের নিয়ম: had কে subject-এর আগে বসানো হয়।
-
তাই: They had → Had they
-
সঠিক interrogative sentence:
Had they seen the place before?
Other Options:
-
Did they see the place before? – ভুল, কারণ এটি past simple tense, মূল tense পরিবর্তন করে।
-
Have they seen the place before? – ভুল, কারণ এটি present perfect tense, অর্থ পরিবর্তন হয়।
-
Do they see the place before? – ভুল, কারণ এটি present simple tense, অর্থ ও সময়ভিত্তিক ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain
0
Updated: 2 months ago