He entered _____ the school through the gate.
A
at
B
with
C
to
D
No preposition
উত্তরের বিবরণ
Transitive Verb-এর পরে সাধারণত কোনো Preposition বসে না; এর সঙ্গে সরাসরি Object বসে।
-
কিছু সাধারণ Transitive Verbs: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।
Correct Sentence: He entered the school through the gate.

0
Updated: 23 hours ago
She seems to work harder when she's in ____ bad temper.
Created: 3 days ago
A
a
B
an
C
the
D
No article
বাক্য "She seems to work harder when she's in a bad temper" এর অর্থ হলো যখন তার মেজাজ খারাপ থাকে, তখন সে আরও বেশি পরিশ্রম করে বলে মনে হয়।
-
be in a bad, foul, etc. temper: ইংরেজিতে অর্থ হলো to be feeling angry। বাংলায় অর্থ রাগ অনুভব করা বা মেজাজ খারাপ থাকা।
-
কিছু কিছু phrase-এ article হিসেবে a/an ব্যবহার করা হয়, যেমন: in a hurry, in a nutshell, in a fix, in a bad temper ইত্যাদি।

0
Updated: 1 day ago
What does "Mendacious" mean?
Created: 1 month ago
A
Honest
B
Lying
C
Generous
D
Funny
Correct Answer: খ) Lying
Mendacious (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদী
-
English Meaning: given to or characterized by deception or falsehood
Lying (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদিতা
-
English Meaning: marked by or containing untrue statements; false
Other Options:
-
Honest – সত্যবাদী; free from fraud or deception
-
Generous – উদার; liberal in giving; openhanded
-
Funny – মজার; affording light mirth and laughter; amusing
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Find out the active form of the sentence: "By whom can our country be saved?"
Created: 1 week ago
A
Who can save our country?
B
Our country has been saved by who?
C
Who save our country?
D
Who will save our country?
Passive voice-এ By whom ব্যবহৃত হলে তাকে active voice-এ রূপান্তর করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ধাপে ধাপে নিয়মগুলো হলো—
-
Subject হিসেবে Who বসবে।
-
যদি modal auxiliary থাকে, তবে তা who এর পরে বসবে। এখানে can ব্যবহৃত হয়েছে।
-
be বাদ যাবে।
-
বাদ যাওয়া be verb যে form-এ ছিল, মূল verb সেই form-এ বসবে। এখানে be verb base form-এ ছিল, তাই মূল verb-ও base form (save) আকারে বসবে।
-
Passive voice-এর subject object হয়ে যাবে। এখানে সেটা Our country।
এই নিয়মগুলো অনুসারে সঠিক উত্তর হবে Who can save our country?

0
Updated: 1 week ago