Reading helps improve your vocabulary.
Here, "Reading" is a -
A
Participle
B
Gerund
C
Infinitive
D
Conjunction
উত্তরের বিবরণ
Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun-এর মতো কাজ করে। অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।
-
Gerund-এর ব্যবহার:
-
Subject হিসেবে
-
Object হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Verb-এর Complement হিসেবে
-
-
প্রদত্ত বাক্যে ‘Read’ Verb-এর সাথে -ing যুক্ত হয়ে Noun হিসেবে কাজ করেছে, অর্থাৎ verb ও noun এর কাজ একসাথে করেছে।
-
সহজভাবে বলা যায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun।
Correct Answer: Reading helps improve your vocabulary. এখানে "Reading" হলো Gerund।
-
উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
-
Participle:
-
Verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
Participle Noun বর্ণনা করতে Adjective-এর মতো কাজ করে।
-
উদাহরণ: We saw a burning house. ("burning" describes "house")
-
-
Infinitive:
-
Verb-এর present form-এর আগে to বসিয়ে গঠিত হয়।
-
উদাহরণ: The mayor promised to rebuild the damaged areas.
-
-
Conjunction:
-
Part of speech যা দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
-
0
Updated: 1 month ago
She left early because she was tired.
Here, the underlined clause is a/ an -
Created: 2 months ago
A
Noun Clause
B
Adverbial Clause
C
Adjective Clause
D
Verbal Clause
Adverbial Clause of Reason
-
এটি Principal clause-এর কাজ সম্পাদিত হওয়া বা না হওয়ার কারণ বোঝায়।
-
Adverbial Clause of Reason সবসময় Conjunction দিয়ে শুরু হয়। যেমন: as, since, for, because, that ইত্যাদি।
-
যদি conjunction বাক্যের শুরুতে থাকে, তবে কমা পর্যন্ত অংশ Adverbial clause এবং পরের অংশ Principal clause হয়।
-
Because he was tired, he went to bed early.
-
-
যদি conjunction মাঝখানে থাকে, তবে conjunction থেকে বাক্যের শেষ পর্যন্ত Adverbial clause হয়।
-
He went to bed early because he was tired.
-
-
এটি Principal clause-এর আগে বা পরে বসতে পারে। আগে থাকলে শেষে কমা বসবে, পরে থাকলে কমা বসবে না।
Correct Answer:
She left early because she was tired.
এখানে because she was tired হলো Adverbial Clause of Reason।
Note:
-
Since এবং As এর পরিবর্তে Seeing that ব্যবহার করা যায়, যখন “in view of the fact” অর্থ বোঝায়।
-
Seeing that the room is already full, the meeting may begin now.
-
-
So যোগ করে একটি Adverbial Clause of Reason যুক্ত Complex sentence-কে দুটি Principal clause-এ প্রকাশ করা যায়।
-
Since it was too dark to go on, we camped there.
-
It was too dark to go on, so we camped there.
-
0
Updated: 2 months ago
The synonym of 'Dilapidated'-
Created: 1 month ago
A
Smart
B
Agitated
C
Shabby
D
Fortified
Dilapidated শব্দটির অর্থ ও সমার্থক বোঝার জন্য আমরা এর সংজ্ঞা ও প্রাসঙ্গিক অপশনগুলো বিশ্লেষণ করি।
-
Dilapidated (adjective)
-
ইংরেজি অর্থ: old and in poor condition; (esp. of a structure) in bad condition and needing repair
-
বাংলা অর্থ: জীর্ণ; ধ্বংসপ্রাপ্ত; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
দেওয়া অপশনগুলো:
-
ক) Smart - চটপটে; ছিমছাম
-
খ) Agitated - উত্তেজিত; বিক্ষুব্ধ
-
গ) Shabby - জীর্ণ; হীন; নিকৃষ্ট
-
ঘ) Fortified - সুরক্ষিত; সমর্থন করা; উত্কর্ষবৃদ্ধি করা
-
-
অপশনগুলোর অর্থ অনুযায়ী, Dilapidated এর সমার্থক শব্দ হলো Shabby।
0
Updated: 1 month ago
What does “Tedious” mean?
Created: 2 months ago
A
Boring
B
Funny
C
Easy
D
Pleasant
Correct Answer: ক) Boring
Tedious (Adj)
-
Bangla Meaning: ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর
-
English Meaning: tiresome because of length or dullness; boring
Boring (Adj)
-
Bangla Meaning: একঘেয়ে; চিত্তাকর্ষক বা মজাদার নয়
-
English Meaning: causing weariness and restlessness through lack of interest; tiresome
Other Options:
-
Funny – মজার; amusing; affording light mirth and laughter
-
Easy – অনায়াস; causing or involving little difficulty or discomfort
-
Pleasant – সুখাবহ; agreeable; having qualities that give pleasure
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago