Though she has a busy schedule, she finds time to exercise. (Make it simple)
A
Despite of her having a busy schedule, she finds time to exercise.
B
In spite of her being a busy schedule, she finds time to exercise.
C
In spite of her having a busy schedule, she finds time to exercise.
D
Because of her having a busy schedule, she finds time to exercise.
উত্তরের বিবরণ
Though / Although Clause যেখানে has / have / had থাকে, তা Complex Sentence থেকে Simple Sentence-এ রূপান্তর করার নিয়ম হলো:
-
Though / Although এর পরিবর্তে Despite / In spite of ব্যবহার করা হয়।
-
Subject অনুসারে Possessive form বসানো হয়।
-
has / have / had এর পরিবর্তে having ব্যবহার করা হয়।
-
বাক্যটির বাকি অংশ অপরিবর্তিত থাকে।
Example:
-
Complex Sentence: Though she has a busy schedule, she finds time to exercise.
-
Simple Sentence: In spite of her having a busy schedule, she finds time to exercise.
0
Updated: 1 month ago
Fill in the gap: Let the sentence be _____ through.
Created: 1 month ago
A
pen
B
penned
C
with pen
D
penning
এই বাক্যটি passive imperative sentence হিসেবে রচনা করার নিয়ম নিয়ে ব্যাখ্যা নিম্নরূপ: বাক্যটি নির্দেশমূলক এবং passive voice এ আছে, যা বোঝায় যে কাজটি কাউকে করাতে বলা হচ্ছে। Passive imperative গঠন করতে আমরা ব্যবহার করি let + object + be + past participle। প্রদত্ত বাক্যে pen ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এর past participle হবে penned। সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে penned।
-
বাক্যটি passive imperative।
-
গঠন: let + object + be + past participle।
-
প্রদত্ত ক্রিয়া: pen।
-
Pen এর past participle: penned।
-
সঠিক উত্তর: penned।
0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 2 months ago
A
Franchaise
B
Franchise
C
Frenchise
D
Frencheise
✦ Word: Franchise (noun)
Meaning
-
English: a right to sell a company's products in a particular area using the company's name
-
Bangla: কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত বিশেষ অধিকার
Example Sentence
-
McDonald's is a global franchise known for its consistent quality and branding.
Source
-
Oxford Dictionary / Business English references
0
Updated: 2 months ago
Which of the following words can be used as a verb?
Created: 2 months ago
A
Mister
B
Master
C
Mistress
D
Mastery
Word: Master
কিছু ইংরেজি শব্দ noun এবং verb উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে “Master” হলো এমন একটি শব্দ।
Noun হিসেবে Master
-
English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
-
Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
-
Example Sentence: He acceded to his master's wishes.
-
উদ্দেশ্য: এখানে Master হলো একজন ব্যক্তি যিনি অন্যদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন।
Verb হিসেবে Master
-
English Meaning: Gain control of; overcome.
-
Bangla Meaning: আয়ত্ত করা, কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; নিয়ন্ত্রণে আনা।
-
Example Sentence: I managed to master my fears.
-
উদ্দেশ্য: এখানে Master হলো কোনো দক্ষতা বা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করার ক্রিয়া।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ
-
Mistress (noun): গৃহকর্ত্রী বা কোনো নারীর নিয়ন্ত্রণকারী।
-
Mister (noun): জনাব; কোনো পুরুষের সম্মানসূচক খেতাব।
-
Mastery (noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দক্ষতা; ওস্তাদি।
Sources: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, Collins Dictionary, Cambridge Dictionary.
0
Updated: 2 months ago