She seldom misses a meeting, _________?
A
does she
B
doesn't she
C
do she
D
don't she
উত্তরের বিবরণ
Tag Question ব্যবহার করা হয় কোনো উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য। সাধারণ নিয়ম হলো:
-
Statement positive হলে tag question negative হয়।
-
Subject এবং Tense অনুসারে auxiliary verb দিয়ে tag question গঠিত হয়।
Special Rule:
-
যদি Statement-এ No one, Nobody, Nothing, Scarcely, Barely, Hardly, Seldom ইত্যাদি শব্দ থাকে, তাহলে সেটি negative statement হিসেবে ধরা হয়।
-
যেহেতু এগুলো negative অর্থ প্রকাশ করে, তাই tag question-এ not ব্যবহার করা হয় না।
-
সরাসরি interrogative tag বসানো হয়।
Complete Sentence: She seldom misses a meeting, does she?
0
Updated: 1 month ago
A retired officer lives next door. Here, the underlined word is used as a/an:
Created: 2 months ago
A
Gerund
B
adverb
C
preposition
D
participle
সঠিক উত্তরঃ Participle
উদাহরণ: A retired officer lives next door.
-
এখানে retired শব্দটি officer শব্দটিকে modify করছে। তাই এটি adjective-এর মতো কাজ করছে। কিন্তু মূলত এটি একটি verb-এর অংশ, কারণ এটি officer-এর অবস্থা (অবসরপ্রাপ্ত) প্রকাশ করছে।
-
অর্থাৎ participle হলো এমন একটি verb যা একই সাথে adjective-এর কাজও করতে পারে।
Participle কী?
-
Participle হলো verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
Participle noun modify করতে পারে, অর্থাৎ adjective-এর মতো ব্যবহার হয়।
Participle-এর প্রধান তিন ধরন:
-
Present Participle: Verb-এর সঙ্গে -ing যুক্ত হয়।
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
এখানে sleeping শব্দটি dog-এর অবস্থা বোঝাচ্ছে।
-
-
Past Participle: Verb-এর সঙ্গে সাধারণত -ed যুক্ত হয়। কিন্তু সব ক্ষেত্রে নয়।
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
এখানে written বইটি modify করছে।
-
-
Perfect Participle: Having + past participle দিয়ে গঠিত হয়।
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
এখানে ক্রিয়াকলাপের ক্রম বোঝানো হয়েছে।
-
নোট:
-
সাধারণ Verb-এর সাথে -ed যুক্ত হয়ে past participle হয়। যেমন: work → worked
-
তবে অনেক ক্ষেত্রে -ed ছাড়া past participle গঠিত হতে পারে, যেমন: write → written, eat → eaten।
উৎস: Murphy, R. (2019). English Grammar in Use. Cambridge University Press.
0
Updated: 2 months ago
She hardly comes here, ____?
Created: 2 months ago
A
does she?
B
doesn’t she?
C
did she?
D
didn’t she?
Correct Answer: ক) does she?
ব্যাখ্যা:
-
“Hardly” মানে প্রায় কখনো না, যা নেগেটিভ অর্থ বহন করে। সেক্ষেত্রে tag question হবে positive → does she?
Tag Question করার নিয়মসমূহ:
-
Tag question সাধারণত ব্যবহৃত হয় মূল বক্তব্যটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
-
Tag question-এর subject সর্বদা মূল sentence-এর subject-এর pronoun হয়।
-
Tag question গঠনের জন্য auxiliary verb ব্যবহার করা হয়, এবং সাধারণত এর সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়।
-
যদি মূল বাক্য positive হয়, তাহলে tag question হবে negative।
-
যদি মূল বাক্য negative হয়, তাহলে tag question হবে positive।
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
0
Updated: 2 months ago
Which is the opposite of “rustic”?
Created: 2 months ago
A
Cosmopolitan
B
Backwoods
C
Rave
D
Uncultivated
The opposite of “rustic” is Cosmopolitan.
Rustic
-
Bangla Meaning: গ্রামীণ; সাদাসিধা; কৃত্রিমতাবিহীন; অকপট।
-
English Meaning: of, relating to, or suitable for the country; rural.
Correct Answer: ক) Cosmopolitan
-
Bangla Meaning: বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত।
-
English Meaning: having wide international sophistication; worldly.
Other options:
খ) Backwoods
-
Bangla Meaning: গ্রামের প্রান্তস্থিত বন।
-
English Meaning: a remote or culturally backward area.
গ) Rave
-
Bangla Meaning: খেপার মতো; ক্রোধোন্মত্তভাবে কথা বলা।
-
English Meaning: to talk irrationally in or as if in delirium.
ঘ) Uncultivated
-
Bangla Meaning: অকর্ষিত; অনাবাদি; অমার্জিত; অননুশীলিত।
-
English Meaning: not put under cultivation; not tilled.
0
Updated: 2 months ago