She seldom misses a meeting, _________?
A
does she
B
doesn't she
C
do she
D
don't she
উত্তরের বিবরণ
Tag Question ব্যবহার করা হয় কোনো উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য। সাধারণ নিয়ম হলো:
-
Statement positive হলে tag question negative হয়।
-
Subject এবং Tense অনুসারে auxiliary verb দিয়ে tag question গঠিত হয়।
Special Rule:
-
যদি Statement-এ No one, Nobody, Nothing, Scarcely, Barely, Hardly, Seldom ইত্যাদি শব্দ থাকে, তাহলে সেটি negative statement হিসেবে ধরা হয়।
-
যেহেতু এগুলো negative অর্থ প্রকাশ করে, তাই tag question-এ not ব্যবহার করা হয় না।
-
সরাসরি interrogative tag বসানো হয়।
Complete Sentence: She seldom misses a meeting, does she?

0
Updated: 23 hours ago
They wanted to make lemonade, but ________.
Created: 1 month ago
A
they didn’t have much sugar
B
they hadn’t many sugar
C
there was not too many sugar
D
there was not a great amount of sugar
Complete Sentence:
They wanted to make lemonade, but they didn’t have much sugar.
Bangla Translation:
তারা লেমনেড বানাতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে বেশি চিনি ছিল না।
বিকল্পগুলোর ভুল কারণ:
-
they hadn’t many sugar
-
‘hadn’t many’ শুধুমাত্র countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
Sugar হলো uncountable noun, তাই এটি ভুল।
-
-
there was not too many sugar
-
“too many” countable noun-এর জন্য ব্যবহৃত হয়, sugar uncountable।
-
এছাড়া, “there was” singular, কিন্তু “many sugar” countable-এর সঙ্গে মেলেনি।
-
-
there was not a great amount of sugar
-
“great amount” সাধারণত বড় পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ছোট পরিমাণের জন্য নয়।
-
এই ক্ষেত্রে এটি উপযুক্ত নয়।
-
সঠিক ব্যবহার: much + uncountable noun → much sugar

0
Updated: 1 month ago
He is smart ___ to move from the place.
Created: 1 month ago
A
about
B
too
C
enough
D
so that
Correct Option: গ) enough
Full Sentence: He is smart enough to move from the place.
English Meaning: He has sufficient intelligence or cleverness to move from the place.
Bangla Meaning: সে জায়গা ছেড়ে যাওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান।
Grammar Note: এখানে structure হলো “adjective + enough + to-infinitive”। এটি কোনো ব্যক্তির কোনো কিছু করার যোগ্যতা বা সক্ষমতা প্রকাশ করে।
-
এখানে “smart” হলো adjective
-
আর “enough” বোঝাচ্ছে তার বুদ্ধিমত্তা যথেষ্ট, যাতে সে সেই কাজটি করতে পারে।
Other Options:
ক) about
-
Meaning: concerning or relating to (সম্পর্কে)
-
এই প্রেক্ষাপটে grammatically fit করে না।
-
Example: He is worried about his exams.
খ) too
-
Meaning: more than necessary or acceptable (অত্যধিক)
-
“Too” সাধারণত "to + verb" এর আগে আসে কিন্তু এর মানে negative হয়।
-
Example: He is too smart to be fooled.
-
এখানে positive অর্থ দরকার, তাই enough সঠিক।
ঘ) so that
-
Meaning: in order to (যাতে)
-
এটি সবসময় subject + verb clause চায়, infinitive না।
-
Example: He is smart so that he can solve any problem.
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Choose the feminine gender:
Created: 2 days ago
A
Earl
B
Doe
C
Stag
D
Boar
Feminine gender of Doe: Doe
-
Doe (feminine gender)
-
English meaning: A female deer
-
Bangla meaning: হরিণী
-
-
Masculine gender: Buck বা Stag (পুরুষ হরিণ)
Other examples of gender forms:
-
Earl (noun)
-
English meaning: (the title of) a British man of high social rank, between a marquis and a viscount
-
Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যাক্তির পদবি
-
Feminine form: Countess (আর্লের স্ত্রী; আর্লের দায়িত্বপ্রাপ্ত নারী)
-
-
Boar (masculine)
-
English meaning: an uncastrated male swine
-
Bangla meaning: শূকর
-
Feminine form: Sow
-
Source:

0
Updated: 2 days ago