অপারেশন সার্চলাইট শুরু হয় কোথায়?
A
ঢাকা
B
রাজশাহী
C
চট্টগ্রাম
D
খুলনা
উত্তরের বিবরণ
অপারেশন সার্চলাইট (Operation Searchlight) ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি পরিকল্পিত সামরিক অভিযান, যা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় শুরু হয় এবং পূর্ব পাকিস্তানে বাঙালিদের স্বাধীনতা ও জাতীয়তাবাদী আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরিচালিত হয়।
-
অভিযানের মূল লক্ষ্য ছিল বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলন ও মুক্তির আকাঙ্ক্ষাকে দমন করা।
-
২৫ মার্চ মধ্যরাতে বাঙালির ওপর চালানো এই নৃশংস হিংসাত্মক অভিযান ‘কালরাত্রি’ নামে পরিচিত।
-
পাকিস্তান সেনাবাহিনী সেই সময় নিরস্ত্র, নিরীহ ও স্বাধীনতাকামী সাধারণ জনগণের ওপর গণহত্যা চালায়, যা ইতিহাসের অন্যতম নির্মম অধ্যায়।
-
১৮ মার্চ ১৯৭১ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীলনকশা বা পরিকল্পনা তৈরি করেন।

0
Updated: 23 hours ago
অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরে কে নেতৃত্ব দেন?
Created: 1 month ago
A
জেনারেল খাদিম হোসেন রাজা
B
জেনারেল রাও ফরমান আলী
C
জেনারেল টিক্কা খান
D
জেনারেল নিয়াজি
অপারেশন সার্চলাইট (Operation Searchlight)
-
নির্দেশনায়: জেনারেল রাও ফরমান আলী ঢাকায় নেতৃত্ব দেন; ঢাকা শহরের বাইরে নেতৃত্ব দেন জেনারেল খাদিম হোসেন রাজা।
-
তারিখ: ২৫ মার্চ ১৯৭১, রাত সাড়ে ১১টা থেকে মধ্য মে পর্যন্ত
-
উদ্দেশ্য: পাকিস্তান সামরিক বাহিনী বাঙালিদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আন্দোলন দমন করতে চেয়েছিল।
-
মূল ঘটনা:
-
স্বাধীনতা আন্দোলন দমন করার জন্য পাকিস্তান সেনা বড় শহরগুলোতে অভিযান চালায়।
-
মূল অভিযানের সূচি ছিল ২৬ মার্চ রাত ১টা; তবে সিদ্ধান্ত হয় ঢাকায় ২৫ মার্চ রাত ১টায় অভিযান শুরু হবে।
-
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
অপারেশন সার্চলাইট এর বর্বরতা বিশ্ববাসীর নিকট তুলে ধরেন কে?
Created: 1 week ago
A
লিওন ব্রোরা
B
সাইমন কিং
C
ডাব্লিউ এ এস ওডারল্যান্ড
D
সাইমন ড্রিং
অপারেশন সার্চলাইট এবং অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধের সময় সংঘটিত দুটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান।
অপারেশন সার্চলাইট:
-
সময়: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত
-
পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত, ইতিহাসের এক বর্বরতম গণহত্যা।
-
ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করে জীবনের ঝুঁকি নিয়ে এই ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
-
৩০ মার্চ ১৯৭১, তিনি ডেইলি টেলিগ্রাফে ‘Tanks Crush Revolt in Pakistan’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন, যা পাকবাহিনীর বর্বরতা বহির্বিশ্বে জানায়।
-
সাইমন ড্রিং ২০২১ সালের ১৬ জুলাই মৃত্যুবরণ করেন।
অপারেশন জ্যাকপট:
-
সময়: ১৯৭১ সালের ১৫ আগস্ট
-
স্থান: ১০ নং সেক্টর, নৌবাহিনী পরিচালিত প্রথম অভিযান।
-
নৌ-কমান্ডোরা রাতের অভিযান চালিয়ে পাকবাহিনীর ২৬টি জাহাজ ও গানবোট ডুবিয়ে দেন।

0
Updated: 1 week ago
ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে?
Created: 1 week ago
A
টিক্কা খান
B
খাদিম হোসেন রাজা
C
ইয়াহিয়া খান
D
রাও ফরমান আলী
অপারেশন সার্চলাইট ছিল পাকিস্তানি সেনাদের একটি ভয়াবহ সামরিক পরিকল্পনা, যার মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানো হয়। এই অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নে পাকিস্তানি সেনাদের উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন।
-
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানে গণহত্যামূলক অভিযান চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট।
-
পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি এ অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেন।
-
১৭ মার্চ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খান নির্দেশ দেন এবং এর পরদিন জেনারেল রাজা ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে পরিকল্পনা চূড়ান্ত করেন।
-
এই পরিকল্পনা অনুযায়ী ঢাকায় গণহত্যার মূল দায়িত্ব পান জেনারেল রাও ফরমান আলী।
-
ঢাকার বাইরে এ অভিযানের দায়িত্ব দেওয়া হয় জেনারেল খাদিম হোসেন রাজাকে।
-
পুরো অপারেশনের সার্বিক তত্ত্বাবধান এবং সর্বোচ্চ দায়িত্বে ছিলেন জেনারেল টিক্কা খান।

0
Updated: 1 week ago