বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 'বাংলা ব্লকেড' কর্মসূচি শুরু হয় কবে?
A
০৬ জুলাই ২০২৪
B
০২ জুলাই ২০২৪
C
০৭ জুলাই ২০২৪
D
০৪ জুলাই ২০২৪
উত্তরের বিবরণ
বাংলা ব্লকেড ২০২৪ সালে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের একটি সমন্বিত প্রতিবাদমূলক কর্মসূচি ছিল, যা ক্লাস বর্জন ও সড়ক-মহাসড়ক অবরোধের মাধ্যমে দেশের শিক্ষাঙ্গন ও যান চলাচলে প্রভাব ফেলেছিল।
-
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতো বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।
-
আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন, ছাত্রধর্মঘট এবং সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ডাক দেন।
-
এই কর্মসূচির নামকরণ করা হয় ‘বাংলা ব্লকেড’।
-
বাংলা ব্লকেড কার্যক্রম মূলত ০৭ জুলাই ২০২৪, শনিবার পালন করা হয়।
0
Updated: 1 month ago
জুলাই ঘোষণাপত্র কত তারিখে প্রণয়ন করা হয়েছে?
Created: 2 months ago
A
৩ আগস্ট, ২০২৫
B
৫ আগস্ট, ২০২৫
C
৬ আগস্ট, ২০২৫
D
৮ আগস্ট, ২০২৫
জুলাই ঘোষণাপত্র
-
সংজ্ঞা ও প্রেক্ষাপট:
-
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে স্বীকৃতি প্রদানের জন্য প্রণীত একটি দলিল।
-
এটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করে।
-
‘জুলাই জাতীয় সনদ’ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের একটি রাজনৈতিক দলিল।
-
-
ঘোষণাপত্র পাঠ ও উদ্যোগ:
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট ২০২৫ তারিখে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।
-
-
বিষয়বস্তু:
-
এই ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
২৮ দফা অনুযায়ী, জনগণ ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবিতে একমত।
-
ঘোষণাপত্র পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশিত হবে।
-
উৎস: প্রথম আলো
0
Updated: 2 months ago
গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৮৩২ জন
B
৮৩৬ জন
C
৮৩৮ জন
D
৮৪২ জন
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেট সংক্রান্ত তথ্য:
-
গেজেট প্রকাশ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪-এর শহীদদের তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে।
-
শহীদ সংখ্যা: সরকারি গেজেট অনুযায়ী ৮৩৬ জন
-
গেজেটের তথ্য: মেডিকেল কেস আইডি, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত।
-
গেজেটে স্বাক্ষরকারী: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর
নারী শহীদ সংক্রান্ত তথ্য:
-
মোট নারী শহীদ: ১০ জন
-
স্থান অনুসারে নিহত:
-
ঢাকায়: ৭ জন
-
নারায়ণগঞ্জে: ২ জন
-
সাভারে: ১ জন
-
-
ঘটনার স্থান:
-
৭ জন নারী গুলিবিদ্ধ হন নিজ বাসার বারান্দা ও ছাদে
-
৩ জন গুলিবিদ্ধ হন সড়কে
-
উল্লেখযোগ্য ঘটনা:
-
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রথম নারী হলেন নাঈমা সুলতানা।
-
তার মৃত্যু: ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টা নাগাদ রাজধানীর উত্তরা এলাকার বাসার বারান্দায় শুকাতে দেওয়া কাপড় আনতে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
-
এই গেজেট শহীদদের পরিচয় ও তাদের বীরত্বের নথি হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান করে।
-
সরকারি তথ্য অনুযায়ী, শহীদদের স্থানীয় ও স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে পরিবারের সদস্যরা সহজে শনাক্ত করতে পারেন।
0
Updated: 1 month ago
কত জন নারীকে 'জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়?
Created: 1 month ago
A
২১ জন
B
৩০ জন
C
৬০ জন
D
১০০ জন
জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫ হলো একটি সম্মাননা, যা জুলাই গণ–অভ্যুত্থান ও শহীদদের অবদানকে স্মরণ করে এবং নারী শক্তি ও নেতৃত্বের উদযাপন হিসেবে প্রদান করা হয়।
-
উদযাপন তারিখ ও স্থান: ৮ আগস্ট ২০২৫, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন
-
আয়োজক: জুলাই কন্যা ফাউন্ডেশন
-
সভাপতি: জান্নাতুন নাঈম প্রমী, জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি
-
সম্মানিত ব্যক্তি: জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী ও শহীদ পরিবারের সদস্যরা
-
প্রদত্ত সম্মাননা: "জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫" ক্রেস্ট
-
উদ্দেশ্য:
-
নারীদের জীবন ও কর্মভিত্তিক সাফল্যের গল্প উপস্থাপন করে অনুপ্রেরণা দেওয়া
-
নারী নেতৃত্ব ও সাহসিকতা প্রচার
-
শহীদদের স্মরণ ও গণ–অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ
-
-
এই অ্যাওয়ার্ডের মাধ্যমে নারীদের সামাজিক ও জনকল্যাণমূলক অবদানকে স্বীকৃতি দেওয়া হয়
-
অনুষ্ঠানটি নারীদের ক্ষমতায়ন ও উদ্দীপনা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে
-
নির্বাচিত নারীরা তাদের ব্যক্তিগত ও সামাজিক সাফল্যের গল্প উপস্থাপন করে, যা অন্যান্য নারীদের অনুপ্রাণিত করে
0
Updated: 1 month ago