বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কবে?

A

দ্বাদশ শতকের শুরুতে

B

ত্রয়োদশ শতকের শুরুতে

C

চতুর্দশ শতকের শুরুতে

D

একাদশ শতকের শেষে

উত্তরের বিবরণ

img

বাংলায় মুসলমান শাসনের সূচনা ঘটে ত্রয়োদশ শতকের শুরুতে, যখন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি সেন শাসনের অবসান ঘটিয়ে বাংলার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।

  • ১১৯৫ খ্রিষ্টাব্দে জীবিকার অন্বেষণে বখতিয়ার খলজি গজনি আসেন।

  • সেখানকার শাসনকর্তা মালিক হিজবরউদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিয়োগ দেন।

  • অল্পসংখ্যক সৈন্য নিয়ে তিনি পার্শ্ববর্তী ক্ষুদ্র রাজ্যগুলোতে আক্রমণ শুরু করেন।

  • তার সামরিক সাফল্যের খ্যাতি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে বহু ভাগ্যান্বেষী মুসলমান তার সেনাদলে যোগ দেয় এবং তার সৈন্যসংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়

  • ধারাবাহিক আক্রমণের মাধ্যমে তিনি দক্ষিণ বিহারের এক প্রাচীরঘেরা দুর্গ দখল করেন।

  • বিহার দখলের পর বিপুল ধনরত্ন লাভ করে তিনি দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের সঙ্গে সাক্ষাৎ করেন।

  • পরবর্তীতে নদীয়ায় আক্রমণ চালিয়ে লক্ষণ সেনকে পরাজিত করেন এবং এর মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে।

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? 

Created: 2 months ago

A

আলী মর্দান খলজী 

B

তুঘরিল খান 

C

শামসুদ্দিন ফিরোজ শাহ 

D

ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী

Unfavorite

0

Updated: 2 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD