মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
A
মন্ত্রী
B
সচিব
C
যুগ্ম-সচিব
D
সহকারী সচিব
উত্তরের বিবরণ
বাংলাদেশে মন্ত্রণালয়গুলোকে সাধারণত সচিবালয় বলা হয় এবং প্রতিটি মন্ত্রণালয়ের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো নির্ধারিত। মন্ত্রণালয়গুলোতে প্রশাসনিক দায়িত্ব ও কর্তৃত্বের ধারা নিম্নরূপ:
-
মন্ত্রী: মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান। প্রত্যেক মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
-
সচিব: মন্ত্রণালয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সচিব হলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা এবং মূখ্য হিসাব নিরীক্ষক।
-
অতিরিক্ত সচিব: মন্ত্রণালয়ের উপ-বিভাগের প্রধান।
-
যুগ্ম সচিব: উপ-বিভাগের প্রধান, অতিরিক্ত সচিবের অধীনে কাজ করে।
-
উপসচিব: একাধিক শাখার প্রধান এবং দায়িত্বশীল প্রশাসক।
-
সিনিয়র বা জেষ্ঠ সহকারী সচিব: শাখা বা সেকশনের প্রধান।
-
সহকারী সচিব: শাখা বা সেকশনের প্রধান এবং প্রশাসনিক কার্যক্রম সম্পাদনায় সহায়তা প্রদান।

0
Updated: 1 day ago
মন্ত্রণালয়ের মূখ্য হিসাব নিরীক্ষক কে?
Created: 3 weeks ago
A
মন্ত্রী
B
সচিব
C
অতিরিক্ত সচিব
D
উপসচিব
বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো:
-
মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়।
১. মন্ত্রী – মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান; দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী মন্ত্রণালয় পরিচালনা করেন।
২. সচিব – প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও মূখ্য হিসাব নিরীক্ষক।
৩. অতিরিক্ত সচিব – উপ-বিভাগের প্রধান।
৪. যুগ্ম সচিব – উপ-বিভাগের প্রধান।
৫. উপসচিব – একাধিক শাখার প্রধান।
৬. সিনিয়র/জেষ্ঠ সহকারী সচিব – শাখা বা সেকশন প্রধান।
৭. সহকারী সচিব – শাখা বা সেকশন প্রধান।
সূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোজাম্মেল হক।

0
Updated: 3 weeks ago