Three-fifths of the voters ______ the new law.
A
opposes
B
oppose
C
opposed
D
opposing
উত্তরের বিবরণ
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম অংশ যদি One এর বেশি হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় (যেমন: Two-thirds)। তবে প্রথম অংশ যদি One হয়, তাহলে দ্বিতীয় অংশের সঙ্গে ‘s’ যোগ করা হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর Subject যদি singular হয়, তাহলে Verb singular হবে।
-
Subject যদি plural হয়, তাহলে Verb plural হবে।
Correct Sentence: Three-fifths of the voters oppose the new law.
0
Updated: 1 month ago
Antonym of 'Prodigal' -
Created: 1 month ago
A
Parsimonious
B
Spendthrift
C
Wasteful
D
None of these
Prodigal (adjective) শব্দের অর্থ হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যা অতিব্যয়ী বা সম্পদকে অযথাযথভাবে, অপ্রয়োজনীয়ভাবে খরচ করে। বাংলায় এর অর্থ হতে পারে অতিব্যয়ী, অপব্যয়ী, অপচেতা, বজ্রপদ, অকৃপণ, মুক্তহন্ত – যেমন: a prodigal administration; prodigal habits।
সমার্থক শব্দসমূহ: Wasteful (অপচয়ী), Extravagant (অপচয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
বিপরীতার্থক শব্দসমূহ: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ, কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপণ), Tight-fisted (ব্যয়কুণ্ঠ)।
উদাহরণ বাক্য:
-
সেই চিনির চাষীদের কঠোর ব্যবস্থা নিন, অথবা বলতে পারেন, সেই অপব্যয়ী ফেডারেল সরকারের ওপর কঠোর ব্যবস্থা নিন।
-
মিলিয়ন ডলারের লটারির বিজয়ী এতটা অপব্যয়ী ছিল যে তার সম্পদ মাত্র কয়েক বছরের মধ্যে শেষ হয়ে গেল।
উৎস:
0
Updated: 1 month ago
Reading helps improve your vocabulary.
Here, "Reading" is a -
Created: 1 month ago
A
Participle
B
Gerund
C
Infinitive
D
Conjunction
Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun-এর মতো কাজ করে। অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।
-
Gerund-এর ব্যবহার:
-
Subject হিসেবে
-
Object হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Verb-এর Complement হিসেবে
-
-
প্রদত্ত বাক্যে ‘Read’ Verb-এর সাথে -ing যুক্ত হয়ে Noun হিসেবে কাজ করেছে, অর্থাৎ verb ও noun এর কাজ একসাথে করেছে।
-
সহজভাবে বলা যায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun।
Correct Answer: Reading helps improve your vocabulary. এখানে "Reading" হলো Gerund।
-
উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
-
Participle:
-
Verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
Participle Noun বর্ণনা করতে Adjective-এর মতো কাজ করে।
-
উদাহরণ: We saw a burning house. ("burning" describes "house")
-
-
Infinitive:
-
Verb-এর present form-এর আগে to বসিয়ে গঠিত হয়।
-
উদাহরণ: The mayor promised to rebuild the damaged areas.
-
-
Conjunction:
-
Part of speech যা দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence?
Created: 5 days ago
A
One of my friends are a lawyer.
B
One of my friends are a lawyer.
C
One of my friend is a lawyer.
D
One of my friends is a lawyer.
“One of my friends is a lawyer.”
• এখানে “One of my friends” অর্থ “আমার বন্ধুদের মধ্যে একজন”।
• যেহেতু বিষয়বস্তুর সংখ্যা এক, তাই ক্রিয়া “is” ব্যবহার করা হয়।
• যদি বলা হতো “All of my friends”, তখন ক্রিয়া “are” হতো, কারণ বিষয়বস্তু বহুবচন।
• “One of my friend is a lawyer” ভুল কারণ “friend” একবচন হলেও এখানে “one of my friends” হল বহুবচনের অংশ থেকে একজনকে বোঝায়, তাই friends-কে বহুবচন লিখতে হবে।
• বাক্যটি ব্যাকরণগত ও ধ্বনিগতভাবে সঠিক এবং সহজবোধ্য।
সুতরাং, “One of my friends is a lawyer.” একমাত্র সঠিক বাক্য।
0
Updated: 5 days ago