Pollution is highly detrimental ______ the environment.
A
at
B
to
C
with
D
in
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Pollution is highly detrimental to the environment. এখানে detrimental শব্দটি Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। এর অর্থ ও ব্যবহার নিচে দেওয়া হলো।
-
Detrimental (Adjective)
-
English Meaning: Causing or capable of causing harm.
-
Bangla Meaning: ক্ষতিকর।
-
-
Detrimental এর পরে preposition হিসেবে সবসময় to বসে।
-
Example Sentences
-
Excessive screen time can be detrimental to children's eyesight.
-
Laziness is detrimental to success.
-

0
Updated: 1 day ago
A close political meeting is known as -
Created: 17 hours ago
A
Drove
B
Caucus
C
Caravan
D
Horde
A close political meeting is called a Caucus, যা মূলত কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বা গোপন বৈঠককে বোঝায়। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Caucus
-
English Meaning: A closed meeting of members of a political party or group, especially to select candidates or decide policy.
-
Bangla Meaning: কোনো রাজনৈতিক দলের গোপন বা অভ্যন্তরীণ বৈঠক, যেখানে প্রার্থিতা বা নীতিমালা নির্ধারণ করা হয়।
-
-
Other options:
-
ক) Drove – একটি পশুর দল (যেমন গবাদি পশু); রাজনৈতিক বৈঠকের সাথে সম্পর্ক নেই।
-
গ) Caravan – যাত্রী বা যানবাহনের একটি দল; রাজনীতির সাথে সম্পর্ক নেই।
-
ঘ) Horde – বড় এবং প্রায়ই অগোছালো মানুষের দল; অগোছালো, সংগঠিত বৈঠকের বোঝায় না।
-

0
Updated: 17 hours ago
'My brother is an elderly person.' Here 'elderly' is a/an-
Created: 4 days ago
A
adverb
B
noun
C
adjective
D
conjunction
In the sentence 'My brother is an elderly person.', elderly is an adjective because it describes the noun person, giving information about age or status. Words that describe nouns are called adjectives.
-
elderly [adjective]
-
English meaning: (of people) a polite term for ‘old’.
-
Bangla meaning: বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।
-
-
Example sentences:
-
an elderly man/woman/lady
-
an elderly couple
-
They were reunited at last with their elderly relatives.
-

0
Updated: 1 day ago
Choose the correct sentence using "died in":
Created: 1 week ago
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:

0
Updated: 1 week ago