The Verb form of 'Ease' is -
A
Easy
B
Ease
C
Easily
D
None of these
উত্তরের বিবরণ
The Verb form of 'Ease' is – Ease. শব্দটি Noun এবং Verb উভয়ভাবেই ব্যবহৃত হয়। এর অর্থ ও ব্যবহার নিচে দেওয়া হলো।
-
Ease (Noun & Verb)
-
English Meaning:
-
(Noun) The state of being comfortable.
-
(Verb) To free from something that pains, disquiets, or burdens.
-
-
Bangla Meaning:
-
আরাম, শান্তি, বিশ্রাম, আয়াসহীনতা, সহজসাধ্যতা, স্বাচ্ছন্দ্য, উদ্বেগহীনতা।
-
আরাম দেওয়া, স্বস্তি বিধান করা, যন্ত্রণা বা উদ্বেগ দূর করা।
-
-
-
উল্লিখিত অন্যান্য রূপগুলো
-
Easy (Adjective) – অনায়াস, সহজ, স্বচ্ছন্দ, অবাধ।
-
Easily (Adverb) – সহজে, আয়াসহীনভাবে।
-
0
Updated: 1 month ago
Identify the correct spelling:
Created: 1 month ago
A
reconaissance
B
reconnaisance
C
reconnaissance
D
reconaisance
সঠিক উত্তর হলো গ) reconnaissance। Reconnaissance হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শত্রুপক্ষের অবস্থান, শক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়, সাধারণত ছোট দল বা বিমান ব্যবহার করে। এটি কেবল সামরিক কাজে নয়, বিভিন্ন প্রকল্প বা অভিযানে পূর্বাভাস এবং তথ্য সংগ্রহের জন্যও ব্যবহৃত হয়।
-
Reconnaissance (noun)
-
English Meaning: the process of getting information about enemy forces or positions by sending out small groups of soldiers or by using aircraft, etc.
-
Bangla Meaning: শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান।
-
-
Example Sentences:
-
The military conducted a reconnaissance mission to gather information about enemy positions.
-
Before starting the construction project, engineers conducted a reconnaissance of the site to assess its suitability.
-
Aerial reconnaissance of the enemy position showed they were ready to attack.
-
-
Additional Note: Reconnaissance missions are crucial for planning, safety, and making informed decisions, whether in military operations, construction, or environmental surveys.
0
Updated: 1 month ago
Fill in the gap: Let the sentence be _____ through.
Created: 1 month ago
A
pen
B
penned
C
with pen
D
penning
এই বাক্যটি passive imperative sentence হিসেবে রচনা করার নিয়ম নিয়ে ব্যাখ্যা নিম্নরূপ: বাক্যটি নির্দেশমূলক এবং passive voice এ আছে, যা বোঝায় যে কাজটি কাউকে করাতে বলা হচ্ছে। Passive imperative গঠন করতে আমরা ব্যবহার করি let + object + be + past participle। প্রদত্ত বাক্যে pen ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এর past participle হবে penned। সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে penned।
-
বাক্যটি passive imperative।
-
গঠন: let + object + be + past participle।
-
প্রদত্ত ক্রিয়া: pen।
-
Pen এর past participle: penned।
-
সঠিক উত্তর: penned।
0
Updated: 1 month ago
Which word is an antonym of "tangential"?
Created: 1 month ago
A
Artful
B
Relevant
C
Secondary
D
Flamboyant
Tangential এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো বিষয়কে সামান্য স্পর্শ করা বা প্রান্তিকভাবে সম্পর্কিত থাকা। এটি মূল প্রসঙ্গের সাথে সরাসরি যুক্ত নয়, বরং গৌণ বা আনুষঙ্গিকভাবে সম্পর্কিত।
-
Tangential (Adjective)
English Meaning: Hardly touching a matter
Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত -
Correct Answer: Relevant
-
Synonyms: Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক), Secondary (অমুখ্য; গৌণ), Peripheral (প্রান্তিক), Inapplicable (অপ্রযোজ্য)
-
Antonyms: Relevant (প্রাসঙ্গিক), Pointed (স্পষ্ট), Suitable (উপযুক্ত), Central (কেন্দ্রীয়), Apposite (উপযোগী)
-
Other Forms:
-
Tangent (noun): স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরলরেখা; (জ্যামিতি) স্পর্শক; (লাক্ষণিক) হঠাৎ মূল কর্মপন্থা বা চিন্তাধারা থেকে সরে যাওয়া
-
Tangent force (noun): স্পর্শিনী-বল
-
Tangential velocity (noun): স্পর্শিনী বেগ
-
-
Other Options:
-
Artful: ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা
-
Flamboyant: উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য
-
-
Example Sentences:
-
Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
-
Their romance is tangential to the book's main plot.
-
-
Source:
0
Updated: 1 month ago