He writes __ Bengali like __ Bengalis.
A
the, the
B
No article, the
C
the, no article
D
a, the
উত্তরের বিবরণ
Article হলো এমন একটি শব্দ যা Noun বা Pronoun-এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতাকে প্রকাশ করে। এটি মূলত দুই প্রকার।
-
Indefinite Articles: a, an
-
Definite Article: the
Article ব্যবহারের নিয়ম অনুসারে
-
কোনো ভাষার নামের আগে সাধারণত Article ব্যবহার করা হয় না।
-
কিন্তু জাতির নামের আগে the ব্যবহৃত হয়।
-
তাই বাক্যে writes-এর পর the বসবে না।
Complete Sentence: He writes Bengali like the Bengalis.

0
Updated: 1 day ago
Choose the correct sentence:
Created: 2 days ago
A
My wife reminded me to go my appointment.
B
My wife reminded me of my appointment.
C
My wife reminded me to my appointment.
D
My wife reminded me my appointment.
Correct sentence: My wife reminded me of my appointment.
Remind someone of something/someone (phrasal verb)
-
English Meaning: To be similar to, and make someone think of, something or someone else
-
Bangla Meaning: স্মরণ/মনে করিয়ে দেওয়া
Examples:
-
This song reminds me of our wedding day.
-
Your hair and eyes remind me of your mother.
উৎস:

0
Updated: 2 days ago
Find the odd-one-out -
Created: 1 month ago
A
The Bluest Eye
B
Sula
C
As I Lay Dying
D
A Mercy
প্রশ্ন: উল্লিখিত অপশনগুলোর মধ্যে “Odd one” কোনটি?
-
উত্তর: As I Lay Dying
ব্যাখ্যা:
-
অন্য তিনটি সাহিত্যকর্ম—The Bluest Eye, Sula, এবং A Mercy—রচয়িতা আমেরিকান লেখিকা Toni Morrison।
-
As I Lay Dying একটি উপন্যাস, যা লিখেছেন William Faulkner এবং প্রকাশিত হয়েছে ১৯৩০ সালে।
As I Lay Dying সংক্ষেপে:
-
উপন্যাসটির ঘটনা ঘটে কল্পিত Yoknapatawpha কাউন্টি, Mississippi, USA-তে।
-
গল্পটি বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে ভাগাভাগি এবং ইন্টারকাটেড ন্যারেশনের মাধ্যমে বলা হয়েছে।
-
মূল চরিত্ররা:
-
Addie Bundren (প্রধান চরিত্র)
-
Anse (Addie-এর স্বামী)
-
Cash, Darl, Vardaman (ছেলেরা)
-
Dewey Dell (মেয়ে)
-
Jewel (Addie-এর অবৈধ সন্তান)
-
-
গল্পের মূল থিম: Addie-এর মৃত্যুর পর তার পরিবার তার ইচ্ছামতো তাকে জন্মস্থান কবরস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং পথের মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যের ভাগ্য তুলে ধরা হয়।
লেখক সম্পর্কে তথ্য:
-
William Cuthbert Faulkner ছিলেন আমেরিকান সাহিত্যিক।
-
জন্ম: ১৮৯৭, New Albany, Mississippi, USA
-
১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য উপন্যাস:
-
The Sound and the Fury
-
As I Lay Dying (১৯৩০)
-
Light in August
-
Absalom, Absalom!
উৎস: Britannica

0
Updated: 1 month ago
Though he was weak, he went to school.
Make it simple-
Created: 1 month ago
A
He was weak and he went to school.
B
He went to school though he was weak.
C
Despite his weakness, he went to school.
D
He was weak but he went to school.
Complex Sentence:
-
Though he was weak, he went to school.
Rule for Simplification (verb “to be” present in clause):
-
Though / Although → In spite of / Despite
-
Subject → possessive form (his, her, their…)
-
Verb “to be” → being
-
বাক্যবিন্যাসের বাকী অংশ অপরিবর্তিত রাখুন
-
Optionally, adjective → noun করে সরাসরি ব্যবহার করা যায় (being এর প্রয়োজন হয় না)
Simple Sentence:
-
Despite / In spite of + his + being weak, he went to school.
-
Despite / In spite of + his + weakness, he went to school. ✅ (preferred)
Correct Answer: গ) Despite his weakness, he went to school.

0
Updated: 1 month ago