He joined the navy to serve his country bravely.
Here, the word navy is a/ an -
A
Collective noun
B
Proper Noun
C
Common Noun
D
Abstract Noun
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Collective Noun। এখানে প্রদত্ত উদাহরণে "Navy" শব্দটি নৌ-সেনাদলকে বোঝাচ্ছে, যা একটি অবিভক্ত সমষ্টি। তাই এটি Collective Noun হিসেবে ব্যবহৃত হয়েছে। বিস্তারিতভাবে বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো।
-
Noun
-
Noun বা বিশেষ্য হলো এমন শব্দ যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা বা ধারণাকে প্রকাশ করে।
-
-
Collective Noun
-
যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।
-
উদাহরণে Navy পুরো নৌ-সেনাদলকে বোঝাচ্ছে।
-
তাই Navy হলো Collective Noun।
-
-
উল্লিখিত অন্যান্য অপশনগুলো
-
Proper Noun: যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুকে প্রকাশ করে। এর প্রথম অক্ষর সবসময় Capital Letter হয়।
-
Example: Karim, Dhaka
-
-
Common Noun: যে Noun কোনো শ্রেণীর প্রতিটি ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়।
-
Example: Boy, City
-
-
Abstract Noun: যে Noun অবস্তুগত অনুভূতি, ধারণা, গুণ বা অবস্থাকে প্রকাশ করে।
-
Example: Honesty, Justice
-
-

0
Updated: 1 day ago
The 'climax' of a plot is what happens-
Created: 1 month ago
A
in the beginning
B
at the end
C
at the height
D
in the confrontation
The 'climax' of a plot is what happens at height.
• Climax
- Climax is the highest point of tension in a narrative’s plot.
- It’s the most exciting moment.
- The rising action leads up to the climax, and then ( after the climax) follows the falling action.
- অর্থাৎ, এটি হচ্ছে কোন নাটকের বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়।
- সুতরাং, Climax happens at the height of a plot.
• For example:
- Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs and he roars.' The climax is at the end of the sentence.
Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

0
Updated: 1 month ago
They left early to catch the train. (complex)
Created: 1 month ago
A
They left early so that they could catch the train.
B
They left early to may catch the train.
C
They left early so that they catch the train.
D
They left early in order catch the train.
The correct answer is - ক) They left early so that they could catch the train.
Simple Sentence-এ যদি to + verb দ্বারা কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ পায়, তাহলে তাকে Complex Sentence-এ রূপান্তর করার নিয়ম:
Simple Sentence এর to উঠে যাবে, এর জায়গায় in order that + NP + can/may অথবা so that + NP + can/may বসাতে হবে।
Example:
Simple: They left early to catch the train.
Complex: They left early so that they may catch the train.
• More Example:
Simple: We eat to live. (আমরা বাঁচার জন্য খাই। বাঁচা = to live এখানে 'উদ্দেশ্য' বুঝাচ্ছে।)
Complex: We eat in order that we may live (আমরা খাই এই উদ্দেশ্যে যে যেন আমরা বাঁচতে পারি।)
or, We eat so that we may live.
Simple: We hired a boat to go there.
Complex: We hired a boat in order that we might go there.
or, We hired a boat so that we might go there.
Simple: We live in houses to be comfortable.
Complex: We live in houses so that we may be comfortable.
or, We live in houses in order that we may be comfortable.
Other options
খ) They left early to may catch the train.
"to may catch" — এখানে "may" এর সঠিক ব্যবহার হয়নি, "to" + infinitive verb মিলছে না।
গ) They left early so that they catch the train.
- "they catch" (present tense) না হয়ে উচিত "they could catch" (past/future সম্ভাবনা বোঝাতে)।
ঘ) They left early in order catch the train.
- "in order" এর পর "to" থাকতে হয়: "in order to catch"।

0
Updated: 1 month ago
Identify the correct passive form: ‘Do not close the door.’
Created: 1 week ago
A
Let not the door close.
B
Let not the door be closed.
C
Let not the door close.
D
Let not door closed.
Imperative Sentence কে Passive Voice রূপান্তর করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এসব নিয়ম মেনে চললে বাক্যটি সঠিকভাবে Passive Voice এ রূপান্তরিত হয়।
-
বাক্যের শুরুতে Let বসে।
-
যদি Active Voice এ Do not থাকে, তাহলে Passive Voice এ শুধু not বসে।
-
Active Voice এর Object, Passive Voice এ গিয়ে Subject এর স্থানে বসে।
-
ক্রিয়ার আগে be যোগ হয়।
-
মূল Verb এর Past Participle ব্যবহার করা হয়।

0
Updated: 1 week ago