She maintained a cheerful attitude despite the difficulties.
Here, the underlined word is a/ an -
A
Noun
B
Verb
C
Adjective
D
Preposition
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো, এখানে দাগ দেওয়া শব্দটি হলো Adjective। উদাহরণ বাক্যে আমরা পাই “cheerful attitude”, যার অর্থ ‘আনন্দময় মনোভাব’। বিস্তারিতভাবে বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো।
-
attitude শব্দটি এখানে Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
Adjective সবসময় Noun বা Pronoun-এর আগে বসে এবং এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা অবস্থা নির্দেশ করে।
-
বাক্যে attitude শব্দটিকে modify করেছে cheerful।
-
cheerful এর মাধ্যমে আমরা আনন্দময়তা, হাসিখুশি মনোভাব এবং ইতিবাচক মানসিকতার ধারণা পাই।
-
তাই এখানে cheerful হলো Adjective।
-
Cheerful (Adjective)
-
English Meaning: Happy, and showing it by the way that you behave.
-
Bangla Meaning: আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম।
-
0
Updated: 1 month ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 2 months ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago
Which one is the correct sentence?
Created: 2 months ago
A
The doctor found my pulse.
B
The doctor took my pulse.
C
The doctor examined my pulse.
D
The doctor saw my pulse.
Take someone’s pulse / Check someone’s pulse
অর্থ: কারো কব্জি ধরে হার্টবিট পরীক্ষা করা।
বিস্তারিত: কারো কব্জির ধমনিতে হাত রেখে এক মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা গণনা করা। এটি সাধারণত শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়।
বাংলা অর্থ: হাতের কবজিতে ধমনির স্পন্দন মাপা।
উৎস: Cambridge Dictionary
0
Updated: 2 months ago
The antonym of the word "Recalcitrant" is -
Created: 1 month ago
A
Amenable
B
Intractable
C
Rebellious
D
Prolific
Recalcitrant (Adjective) হলো এমন শব্দ যা বোঝায় যে কেউ যা করা বা মেনে চলার জন্য বলা হচ্ছে, তা করতে অনিচ্ছুক বা অবাধ্য।
-
English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
-
Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী
-
উদাহরণ: a recalcitrant child / attitude
-
-
Synonyms:
-
Uncooperative – অসহযোগী
-
Intractable – সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন
-
Unmanageable – নিয়ন্ত্রণের অযোগ্য
-
Rebellious – অবাধ্য
-
Unruly – অশান্ত
-
-
Antonyms:
-
Amenable – অনুগত
-
Docile – বাধ্য
-
Compliant – অন্যের ইচ্ছাপূরণে সম্মত
-
Biddable – কর্তব্যপরায়ণ
-
Ruly – বাধ্য
-
-
উল্লিখিত অপশনগুলো:
-
Amenable – অনুগত
-
Intractable – সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন
-
Rebellious – অবাধ্য
-
Prolific – প্রচুর পরিমাণে উৎপাদনশীল
-
-
Other Forms:
-
Recalcitrance (Noun, Uncountable) – অবাধ্যতা; অবশ্যতা
-
-
Example Sentences:
-
He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.
-
The manager worried that the recalcitrant employee would try to undermine his authority.
-
0
Updated: 1 month ago