______ can influence our mood and feelings.
A
Sceneries
B
A scenery
C
The sceneries
D
Scenery
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Scenery can influence our mood and feelings. Scenery শব্দটি সাধারণত কোনো এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বা নৈসর্গিক শোভা বোঝাতে ব্যবহৃত হয়। নিচে এর ব্যাখ্যা দেওয়া হলো।
-
Scenery (Noun)
-
English Meaning: The natural features of an area, such as mountains, valleys, rivers and forests, when you are thinking about them being attractive to look at.
-
Bangla Meaning: কোনো এলাকার সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্য, দৃশ্য, নৈসর্গিক শোভা।
-
-
Scenery শব্দটি Uncountable Noun
-
এর আগে article (a, an) বসানো যায় না এবং এর Plural form হয় না।
-
নির্দিষ্ট কোনো দৃশ্য বোঝাতে article the ব্যবহার করা হয়।
-
এটিকে countable noun করার জন্য a piece of scenery ব্যবহার করা হয়।
-

0
Updated: 1 day ago
Choose the correct sentence.
Created: 3 weeks ago
A
You had better take an umbrella with you.
B
You had better to take an umbrella with you.
C
You had better took an umbrella with you.
D
You had better taken an umbrella with you.
✦ Topic: Had Better
Meaning
-
Had better = তবুও ভালো / বরং ভালো।
-
এটি past tense form হলেও আসলে present বা future অর্থ প্রকাশ করে।
-
মূলত advice বা suggestion বোঝাতে ব্যবহৃত হয়।
Grammar Rule
-
Had better + base form of verb
-
এখানে infinitive (to) বসে না।
Structure
-
Subject + had better / would better / had rather + base form of verb
Examples
-
I had better meet him now.
-
You had better stay today.
-
Correct: You had better take an umbrella with you.

0
Updated: 3 weeks ago
"Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air."
Who of the following wrote these lines?
Created: 3 days ago
A
Lord Byron
B
Thomas Gray
C
Alexander pope
D
P. B. Shelley
“Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air.”
-
এই পঙক্তি লিখেছেন Thomas Gray তাঁর Elegy Written in a Country Churchyard-এ।
-
ভাবার্থ:
-
কবি বলছেন, অনেক সুন্দর ও মূল্যবান জিনিস জন্ম নেয়, কিন্তু তা কারও দৃষ্টিগোচর হয় না বা কেউ তার গুণের প্রশংসা করে না।
-
ফলে সেই সৌন্দর্য বা গুণ নির্জন স্থানে অপচয় হয়ে যায়, কারণ তা কেউ দেখে না বা উপভোগ করে না।
-
-
Elegy Written in a Country Churchyard:
-
প্রকাশিত: ১৭৫১
-
ধরণ: ধ্যানমূলক এলেজি (Meditative Elegy)
-
বিষয়: গ্রামের সাধারণ মানুষের জীবনে প্রতিভা থাকলেও দারিদ্র্য ও অজ্ঞতার কারণে তা বিকশিত হয়নি
-
-
Thomas Gray (1716–1771):
-
The Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
-
ইংরেজ কবি, পন্ডিত এবং অধ্যাপক
-
আবেগময় এবং প্রতিফলিত কবিতার জন্য পরিচিত
-
খ্যাতি: Graveyard poet
-
An Elegy Written in a Country Churchyard ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এলেজি
-
-
Famous Quotations:
-
"Where ignorance is bliss, it is folly to be wise."
-
"Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air."
-
"The paths of glory lead but to the grave."
-
"Sorrow never comes too late."
-
-
Notable Works:
-
An Elegy Written in a Country Churchyard
-
Ode on a Distant Prospect of Eton College
-
The Bard
-
The Progress of Poesy
-

0
Updated: 1 day ago
Which of the following words can replace 'Tardy'?
Created: 2 days ago
A
Off hand
B
Precocious
C
Dilatory
D
Weak
Correct answer: গ) Dilatory
Tardy (adjective)
-
English Meaning: moving slowly; sluggish; delayed beyond the expected or proper time; late
-
Bangla Meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন
Given options:
-
ক) Off hand – পূর্বচিন্তা বা প্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; আচরণে ভাবলেশহীন; অমনোযোগী; সংক্ষিপ্ত ও কাটখোট্টা
-
খ) Precocious – স্বাভাবিক সময়ের পূর্বে কোনো চিত্তবৃত্তি বিকশিত; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি
-
গ) Dilatory – দীর্ঘসূত্রী; ধীরগতি বা দেরিতে কাজ করা
-
ঘ) Weak – দুর্বল; ভঙ্গুর
ব্যাখ্যা:
উল্লেখিত অপশনগুলোর মধ্যে, tardy শব্দটি সর্বোত্তমভাবে Dilatory দ্বারা প্রতিস্থাপন করা যায়।
উৎস:

0
Updated: 2 days ago