রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধন করায় সংবিধানের কোন সংশোধনীকে 'First distortion of Constitution' বলা হয়?
A
৪র্থ সংশোধনী
B
৫ম সংশোধনী
C
৬ষ্ঠ সংশোধনী
D
৭ম সংশোধনী
উত্তরের বিবরণ
পঞ্চম সংশোধনী, যা সংবিধানের মূল নীতিতে পরিবর্তন আনার কারণে ‘First distortion of Constitution’ হিসেবে পরিচিত, ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় এবং পূর্ববর্তী সামরিক বিধি, সংবিধান সংশোধন ও বিভিন্ন অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়। এর ফলে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় এবং সংবিধানের সূচনায় বিসমিল্লাহির রাহমানির রাহিম সন্নিবেশিত হয়।
-
১৯৭৯ সালে জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী অনুমোদিত হয়।
-
সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয়।
-
১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি হওয়া সকল সামরিক বিধি, সংবিধান সংশোধন ও অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়।
-
বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয়।
-
সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্ত করা হয়।
0
Updated: 1 month ago
১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতি
B
সুপ্রিম কোর্ট
C
প্রধানমন্ত্রী
D
বর্ণিত সবাই
বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ব্যবস্থা নির্ধারণ করে।
-
সংবিধানের প্রাথমিক ১৯৭২ সালের সংস্করণে, এই দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল।
-
১৯৭৪ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়।
-
পরবর্তীতে সংবিধানের পঞ্চম সংশোধনী যোগ করে বলা হয়, এই দায়িত্ব রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পালন করবেন।
-
পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম সংশোধনী আইন অসাংবিধানিক ঘোষণা করলে, পঞ্চদশ সংশোধন আইন, ২০১১ এর মাধ্যমে ১১৬ অনুচ্ছেদের বর্তমান বিধান প্রতিস্থাপিত হয়।
-
বর্তমানে ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান করেন সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে।
উল্লেখ্য, ২৫ আগস্ট ২০২৪ তারিখে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী।
উৎস:
0
Updated: 1 month ago
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে, প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করায়?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
স্পীকার
C
রাষ্ট্রপতি
D
প্রধান নির্বাচন কমিশনার
বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিল [১৪৮ অনুচ্ছেদ] শপথ ও ঘোষণাপত্র সম্পর্কিত বিধান নির্ধারণ করে। তফসিলে নির্বাচিত বা নিযুক্ত ৯টি পদে শপথগ্রহণের প্রক্রিয়া উল্লেখ রয়েছে।
-
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে শপথগ্রহণের নিয়ম:
১. রাষ্ট্রপতি: শপথ বাক্য পাঠ করান স্পীকারের মাধ্যমে।
২. প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতি-মন্ত্রী ও উপমন্ত্রী: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৩. স্পীকার: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৪. ডেপুটি স্পীকার: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৫. সংসদ সদস্য: শপথ বাক্য পাঠ করান স্পীকারের মাধ্যমে।
৬. প্রধান বিচারপতি বা বিচারক: শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতির মাধ্যমে।
৭. প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার: শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির মাধ্যমে।
৮. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক: শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির মাধ্যমে।
৯. সরকারী কর্ম কমিশনের সদস্য: শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতির মাধ্যমে।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইবুনাল বিষয়টি কত নং অনুচ্ছেদে সন্নিবেশ করা হয়েছে?
Created: 1 month ago
A
১১১ নং
B
১১৩ নং
C
১১৭ নং
D
১১৯ নং
প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ ১১৭)
-
বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগের তৃতীয় পরিচ্ছেদে ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিষয়বস্তু উল্লেখ রয়েছে।
১১৭ (১) অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের উদ্দেশ্য:
সংসদ আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে নিম্নলিখিত ক্ষেত্রে:
-
সরকারি চাকরির শর্ত ও শাস্তি: সংবিধানের নবম ভাগে বর্ণিত বিষয় এবং সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের চাকরির শর্ত, যেমন জরিমানা বা অন্যান্য শাস্তি।
-
রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সরকারি কর্তৃপক্ষ: এ ধরনের উদ্যোগ বা কর্তৃপক্ষের পরিচালনা ও ব্যবস্থাপনা, চাকরি বিষয়ক বিষয় এবং সরকারের মালিকানাধীন বা পরিচালিত সম্পত্তির ক্রয়, প্রশাসন, ব্যবস্থাপনা ও বণ্টন।
-
আইনের বিষয়: সংবিধানের ১০২(৩) অনুচ্ছেদে উল্লেখিত কোনো আইনের বিষয়।
১১৭ (২) অনুযায়ী ট্রাইব্যুনালের ক্ষমতা:
-
যদি কোনো প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়, তবে তার এখতিয়ারের আওতাভুক্ত বিষয়ে অন্য কোনো আদালত মামলা গ্রহণ বা আদেশ দিতে পারবে না।
-
তবে সংসদ আইনের মাধ্যমে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা আপিলের ব্যবস্থা করতে পারে।
উল্লেখযোগ্য:
-
ষষ্ঠ ভাগে মোট ৩টি পরিচ্ছদ রয়েছে:
-
১ম পরিচ্ছদ: সুপ্রীম কোর্ট (অনুচ্ছেদ ৯৪–১১৩)
-
২য় পরিচ্ছদ: অধস্তন আদালত (অনুচ্ছেদ ১১৪–১১৬)
-
৩য় পরিচ্ছদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ ১১৭)
-
উৎস:
0
Updated: 1 month ago