বর্তমানে আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
দিনাজপুর
B
কুমিল্লা
C
ময়মনসিংহ
D
বরিশাল
উত্তরের বিবরণ
বাংলাদেশে ধান চাষ দেশের কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মোট কৃষি জমির প্রায় ৮০-৮৫ শতাংশে চাষ করা হয়। ধান উৎপাদন বিভিন্ন প্রকারভেদে জেলা ও বিভাগভিত্তিকভাবে পরিবর্তিত হয় এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী এর সর্বশেষ তথ্য নিম্নরূপ:
-
ময়মনসিংহ জেলা ধান উৎপাদনে সর্বাধিক।
-
বিভাগ অনুযায়ী, রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
-
আউশ ধান উৎপাদনে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা।
-
আমন ধান উৎপাদনে শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা।
-
বোরো ধান উৎপাদনে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪ অনুযায়ী, দেশের মোট আবাদী জমির পরিমাণ কত?
Created: 2 months ago
A
৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর
B
৮৩ লক্ষ ৫৮ হাজার একর
C
১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর
D
১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী --
-
মোট আবাদযোগ্য জমি - ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
-
মোট আবাদী জমি - ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
-
আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ - ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
-
বনাঞ্চল - ৬৩ লক্ষ ৬৩ হাজার একর।
তার মধ্যে---
-
এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
-
দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
-
তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
-
চার ফসলি জমি - ৪৭ হাজার একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ (বিবিএস)
0
Updated: 2 months ago
চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৬৮টি
B
১৬৯টি
C
১৭০টি
D
১৭১টি
বাংলাদেশে চা বাগান
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সবচেয়ে বেশি চা বাগান: মৌলভীবাজার জেলা (৯০টি)
-
চা নিলাম কেন্দ্র: ৩টি (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৮০০ শতকের প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু
-
১৮২৮: চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদে জমি বরাদ্দ
-
১৮৪০: চট্টগ্রাম শহরে কুন্ডদের বাগান নামে পরিচিত প্রথম চা বাগান প্রতিষ্ঠা
-
১৮৫৪: সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু
-
স্বাধীনতার পূর্ব পর্যন্ত বাংলাদেশে চা আবাদ হত দুটি জেলায়:
-
সিলেট জেলা – সুরমা ভ্যালি
-
চট্টগ্রাম জেলা – হালদা ভ্যালি
-
0
Updated: 1 month ago
’বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’ কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
পাবনা
B
দিনাজপুর
C
বগুড়া
D
রংপুর
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)
-
সংক্ষিপ্ত পরিচিতি: বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) দেশের একটি অগ্রজ গবেষণা প্রতিষ্ঠান।
-
অবস্থান: ঈশ্বরদী
-
গবেষণা ক্ষেত্র: ইক্ষু, তাল, খেজুর, গোলপাতা ও সুগারবীট ফসলের উপর।
-
অন্যান্য গবেষণা: চিনি, গুড় ও চিবিয়ে খাওয়াসহ ইক্ষুর বহুমুখী ব্যবহারের উপর।
-
অর্থনৈতিক গুরুত্ব: বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এলাকায় ইক্ষু একমাত্র নির্ভরযোগ্য অর্থকরী ফসল।
-
শিল্প গঠন: ইক্ষুর উপর ভিত্তি করে দেশে চিনি ও গুড় তৈরির শিল্প গড়ে উঠেছে।
উৎস: বিএসআরআই ওয়েবসাইট
0
Updated: 2 months ago