২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
A
শিক্ষা ও প্রযুক্তি
B
জনপ্রশাসন
C
পরিবহন ও যোগাযোগ
D
চিকিৎসা
উত্তরের বিবরণ
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ প্রতিফলন। বাজেটে মোট আকার, ঘাটতির পরিমাণ, খাতভিত্তিক বরাদ্দ এবং উন্নয়ন কর্মসূচীর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
-
বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
-
অনুদান ব্যতীত বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
-
অনুদানসহ বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২১ হাজার কোটি টাকা।
-
দেশের মাথাপিছু আয় নির্ধারণ করা হয়েছে ২,৮২০ মার্কিন ডলার।
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) এর আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%।
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ ধরা হয়েছে ২,৪৫,৬০৯ কোটি টাকা।
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার রাখা হয়েছে ৬.৫%।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দের অবস্থান:
-
প্রথম অবস্থানে রয়েছে জনপ্রশাসন খাত – ২৩.৫%।
-
দ্বিতীয় অবস্থানে রয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত – ১৪.০%।
-
তৃতীয় অবস্থানে রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত – ৯.০%।
এছাড়াও, উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত হলো পরিবহন ও যোগাযোগ, আর অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত হলো সুদ।

0
Updated: 1 day ago
২০২৫–২৬ অর্থবছরে, মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়সীমা কত নির্ধারণ করা হয়েছে?
Created: 3 weeks ago
A
৩ লক্ষ ৫০ হাজার টাকা
B
৪ লক্ষ টাকা
C
৪ লক্ষ ৫০ হাজার টাকা
D
৫ লক্ষ টাকা
২০২৫-২০২৬ অর্থবছরের করমুক্ত আয়সীমা
করদাতার ধরন | করমুক্ত আয়সীমা (টাকা) |
---|---|
সাধারণ করদাতা | ৩,৫০,০০০ |
মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা | ৪,০০,০০০ |
প্রতিবন্ধী ব্যক্তি করদাতা | ৪,৭৫,০০০ |
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা | ৫,০০,০০০ |
তৃতীয় লিঙ্গ করদাতা | ৪,৭৫,০০০ |
উৎস: বাজেট ২০২৫-২৬

0
Updated: 3 weeks ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
Created: 2 weeks ago
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

0
Updated: 2 weeks ago
২০২৫–২৬ অর্থবছরে, বাজেটের মোট পরিমাণ কত?
Created: 3 weeks ago
A
৬ লাখ ৫০ হাজার কোটি টাকা
B
৮ লাখ ১০ হাজার কোটি টাকা
C
৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা
D
৭ লাখ ৫০ হাজার কোটি টাকা
বাজেট ২০২৫-২৬
-
বাজেট ঘোষণা: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
-
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
বাজেটের মোট পরিমাণ: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: জিডিপির ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস: বাজেট ২০২৫-২০২৬

0
Updated: 3 weeks ago