খসড়া সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য ছিল -
A
২৭ জন
B
৩০ জন
C
৩৪ জন
D
৩৭ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশের স্বাধীনতার পর একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের জন্য একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও আইন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
-
এই কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
-
আওয়ামী লীগ ছাড়া একমাত্র সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত।
-
কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
-
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।

0
Updated: 1 day ago
সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
দ্বিতীয় ভাগ
B
তৃতীয় ভাগ
C
চতুর্থ ভাগ
D
পঞ্চম ভাগ
সংবিধানে মৌলিক অধিকার:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে ‘মৌলিক অধিকার’ উল্লেখ করা হয়েছে।
-
সংবিধানের তৃতীয় ভাগে ২৬ নং থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারসমূহ সংযোজিত আছে।
-
-
সংবিধানের ভাগসমূহ:
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
-
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল -
Created: 1 week ago
A
৩৩ জন
B
৩৪ জন
C
৩৫ জন
D
৩৬ জন
সংবিধান প্রণয়ন সংক্রান্ত তথ্য:
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা: ৩৪ জন
-
কমিটির সভাপতি: ড. কামাল হোসেন
-
প্রথম অধিবেশন: ১৯৭২ সালের ১৭ এপ্রিল
-
গৃহীত সংবিধান: ৪ নভেম্বর, ১৯৭২ (গণপরিষদ কর্তৃক)
-
কার্যকর হওয়ার তারিখ: ১৬ ডিসেম্বর, ১৯৭২

0
Updated: 1 week ago
সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল?
Created: 1 week ago
A
জরুরি অবস্থা ঘোষণার বিধান
B
যুদ্ধাপরাধীদের বিচারের বিধান সন্নিবেশন
C
রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তন
D
কোনটি নয়
সংবিধানের প্রথম সংশোধনী:
-
বিল উত্থাপন: ১২ জুলাই, ১৯৭৩
-
গৃহীত: ১৫ জুলাই, ১৯৭৩
-
উত্থাপনকারী: তৎকালীন আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর
-
বিষয়বস্তু: যুদ্ধাপরাধীসহ গণবিরোধীদের বিচারের বিধান সংযোজন
-
সংবিধানে যুক্ত: নতুন অনুচ্ছেদ ৪৭-ক এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে নতুন দফা

0
Updated: 1 week ago