Why does the Mariner finally bless the sea snakes in The Rime of the Ancient Mariner?
A
To lift the curse and end his punishment
B
Because he realises all creatures are God’s creation
C
To gain favour from the crew for leadership
D
To continue the voyage without obstacles
উত্তরের বিবরণ
কবিতায় মেরিনার শেষমেশ সমুদ্রের সাপগুলোকে আশীর্বাদ করেন। এটি তার আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। সে বুঝতে পারে যে সব প্রাণী ঈশ্বরের সৃষ্টি, এবং প্রত্যেকটিকে শ্রদ্ধা করা উচিত। তার পূর্বের ভুল ও অপরাধের দায়বোধ ধীরে ধীরে কমতে শুরু করে।
Coleridge এখানে মানবজীবনের নৈতিকতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, এবং আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব দেখিয়েছেন। মেরিনারের এই পরিবর্তন তার মুক্তি ও আত্মার শান্তির দিকে নিয়ে যায়।

0
Updated: 1 day ago
Which genre best describes Kubla Khan?
Created: 1 month ago
A
Epic narrative
B
Dream poem
C
Mock-heroic
D
Pastoral elegy
Kubla Khan একটি “Dream Poem” বা স্বপ্নকবিতা। কবি আফিমের ঘোরে এক স্বপ্ন দেখে তার কাব্য রচনা শুরু করেছিলেন। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পড়ায় এটি মাত্র ৫৪ লাইনে অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “Poetic Fragment” নামেও পরিচিত। কবিতায় বাস্তব ও কল্পনা মিলেমিশে যায়। প্রকৃতি, অতিপ্রাকৃত দৃশ্য, রহস্যময় স্থাপত্য সবকিছু মিলে এক ভিন্ন জগতের সৃষ্টি হয়। রোমান্টিক যুগের কল্পনা, রহস্য ও অনুভূতির শ্রেষ্ঠ উদাহরণ এই কবিতা।

1
Updated: 1 month ago
Who of the following is known as "Lake Poet"?
Created: 1 month ago
A
Samuel Taylor Coleridge
B
P.B. Shelley
C
John Keats
D
Lord Byron
• The required answer is - Samuel Taylor Coleridge
• Lake Poets:
-
A group of English poets living in the Lake District in the early 19th century.
-
Members:
-
William Wordsworth
-
Samuel Taylor Coleridge
-
Robert Southey
-
• Samuel Taylor Coleridge (1772–1834):
-
British poet, critic, and philosopher.
-
Co-authored Lyrical Ballads with Wordsworth, marking the start of the English Romantic movement.
-
His Biographia Literaria (1817) is a key work of literary criticism of the Romantic period.
• Notable Works:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 1 month ago
"The Rime of the Ancient Mariner" is famously inspired by a dream experienced by which of Coleridge's friends?
Created: 3 weeks ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Thomas Cruikshank
D
John Thelwall
Coleridge যখন William Wordsworth-এর সঙ্গে কবিতা নিয়ে কাজ করছিলেন, তখন তাদের প্রতিবেশী ও পরিচিত John Cruikshank (যাকে প্রায়শই Thomas Cruikshank বলা হয়) এর একটি স্বপ্ন তাদেরকে প্রেরণা দিয়েছিল। এই স্বপ্নে দেখা ভূতুড়ে জাহাজ এবং কঙ্কাল নাবিকদের চিত্র কবিতার supernatural elements গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
-
Coleridge এবং Wordsworth-এর সহযোগিতার সময় John Cruikshank-এর স্বপ্ন কবিতার ghostly ship এবং skeleton sailors এর ধারণা দিয়েছিল।
-
এই ভিজন কবিতার atmosphere-কে গভীরভাবে প্রভাবিত করেছে, বিশেষ করে supernatural and eerie mood গঠনে।
-
স্বপ্নটি কবিতার মূল suspenseful এবং haunting elements তৈরি করতে সাহায্য করেছে।

0
Updated: 17 hours ago