What is the symbolic meaning of the albatross hung around the Mariner’s neck?
A
It represents the Mariner’s guilt and burden for killing the bird
B
It shows his loyalty to the captain
C
It symbolises the courage to face the storm
D
It signifies the crew’s trust in him
উত্তরের বিবরণ
কবিতায় আলবাট্রসকে মেরিনারের ঘাড়ে ঝুলানো হয়। এটি তার অপরাধ ও দোষবোধের প্রতীক। পাখি হত্যা করার পর তার ওপর মানসিক ও আত্মিক শাস্তি এসে পড়ে। মেরিনার প্রতিনিয়ত তার ভুলের স্মরণে কষ্ট পায়।
Coleridge এখানে দেখিয়েছেন যে, প্রকৃতির প্রতি অবজ্ঞা এবং অহংকার মানুষের জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারে। আলবাট্রস প্রতীকী হয়ে দাঁড়ায়—প্রকৃতির প্রতি শ্রদ্ধার অভাবের ফলস্বরূপ নৈতিক ও আধ্যাত্মিক বোঝা।

0
Updated: 1 day ago
How does the Wedding Guest feel after hearing the story?
Created: 1 month ago
A
Angry
B
Sleepy
C
Sadder and wiser
D
Confused
গল্প শেষ হওয়ার পর Wedding Guest তার বিয়েতে আর যোগ দেয় না। সে গভীরভাবে প্রভাবিত হয়ে যায়, এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে হয়ে ওঠে “wiser and sadder man”—অর্থাৎ জ্ঞানী ও গম্ভীর। এটি কোলরিজের নৈতিক শিক্ষার প্রতিফলন।

0
Updated: 1 month ago
How does the sea appear after the Albatross is killed?
Created: 1 month ago
A
Calm and blue
B
Rotting, full of slimy creatures
C
Green and fertile
D
Covered with ice
আলবাট্রস হত্যার পর সমুদ্র পচা অবস্থায় রূপ নেয়। সাপ-বিচ্ছুর মতো ভয়ংকর প্রাণী দেখা যায়। এটি দেখায় যে প্রকৃতিকে অপমান করলে সে ভয়ংকর রূপ ধারণ করে এবং শাস্তি আনে।

0
Updated: 1 month ago
What figure of speech is used in “woman wailing for her demon-lover”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Alliteration
D
Personification
এখানে প্রকৃতির এক অংশকে এক নারীর রূপে কল্পনা করা হয়েছে, যে তার দৈত্য–প্রেমিকের জন্য ক্রন্দন করছে। এটি Personification—অমানবিক জিনিসকে মানবিক রূপ দেওয়া। Coleridge এর মাধ্যমে প্রকৃতির রহস্যময় ও ভীতিপ্রদ চরিত্রকে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। এতে প্রকৃতিকে এক জীবন্ত, আবেগময় চরিত্র হিসেবে দেখা যায়।

5
Updated: 1 month ago