In The Rime of the Ancient Mariner, why does the Mariner shoot the albatross?
A
Because he believes it brings misfortune to the ship
B
Out of thoughtless cruelty, not understanding its symbolic importance
C
To protect his crew from the approaching storm
D
Because the captain ordered him to do so
উত্তরের বিবরণ
The Rime of the Ancient Mariner কবিতায় মেরিনার আলবাট্রস পাখি মারেন। এটি কোনো যুক্তিসঙ্গত কারণের জন্য নয়, বরং তার অজ্ঞতা ও ভাবহীনতার কারণে। আলবাট্রস পাখি প্রকৃতির একটি প্রতীক, যা শান্তি, সৌন্দর্য এবং যাত্রার সমর্থন প্রকাশ করে। মেরিনারের এই কাজ তার অনভিজ্ঞতা এবং প্রকৃতির প্রতি অশ্রদ্ধার প্রমাণ।
ফলস্বরূপ, তার জীবন শাস্তি ও দুঃখের দিকে ধাবিত হয়। কবি এখানে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, এবং মানুষের অহংকার ও অজ্ঞতার পরিণতি বোঝাতে চেয়েছেন।

0
Updated: 1 day ago
What happens to the sailors after the dice game?
Created: 1 month ago
A
They die
B
They escape
C
They sleep
D
They curse the Mariner
পাশা খেলার পর “Death” নাবিকদের জয় করে। ফলে ২০০ নাবিক একে একে মারা যায় এবং মেরিনার একা বেঁচে থাকে।

0
Updated: 1 month ago
What is the setting of Kubla Khan?
Created: 1 month ago
A
Xanadu
B
Venice
C
London
D
Rome

0
Updated: 1 month ago
Why is the maid from Abyssinia important in the poem?
Created: 1 month ago
A
She represents history
B
She is a goddess figure
C
She symbolizes artistic inspiration
D
She warns Kubla of danger
কবিতার শেষাংশে Abyssinian maid একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora–এর গান গাইছিল। এই চিত্র কাব্যিক অনুপ্রেরণা ও শিল্পের উৎসের প্রতীক। কোলরিজ দেখাতে চেয়েছেন, সংগীত ও শিল্প কল্পনাকে জাগিয়ে তুলতে পারে। যদি কবি সেই সুর নিজের ভেতরে আনতে পারতেন, তবে তিনি বাতাসে প্রাসাদ গড়তে পারতেন। এটি pure imagination–এর শক্তি।

1
Updated: 1 month ago