In The Rime of the Ancient Mariner, why does the Mariner shoot the albatross?
A
Because he believes it brings misfortune to the ship
B
Out of thoughtless cruelty, not understanding its symbolic importance
C
To protect his crew from the approaching storm
D
Because the captain ordered him to do so
উত্তরের বিবরণ
The Rime of the Ancient Mariner কবিতায় মেরিনার আলবাট্রস পাখি মারেন। এটি কোনো যুক্তিসঙ্গত কারণের জন্য নয়, বরং তার অজ্ঞতা ও ভাবহীনতার কারণে। আলবাট্রস পাখি প্রকৃতির একটি প্রতীক, যা শান্তি, সৌন্দর্য এবং যাত্রার সমর্থন প্রকাশ করে। মেরিনারের এই কাজ তার অনভিজ্ঞতা এবং প্রকৃতির প্রতি অশ্রদ্ধার প্রমাণ।
ফলস্বরূপ, তার জীবন শাস্তি ও দুঃখের দিকে ধাবিত হয়। কবি এখানে মানুষ ও প্রকৃতির সম্পর্ক, এবং মানুষের অহংকার ও অজ্ঞতার পরিণতি বোঝাতে চেয়েছেন।
0
Updated: 1 month ago
In Coleridge's poem "Christabel", Geraldine symbolizes -
Created: 1 month ago
A
Sin
B
Religiosity
C
Love
D
Friendship
Christabel ও Geraldine
-
"Christabel" একটি long narrative ballad।
-
কবিতায় Christabel একজন তরুণী যিনি মধ্যরাতে একাকী গাছপালা ঘেরা জায়গায় যান এবং প্রার্থনা করেন।
-
কবিতার মূল থিম: sin versus religiosity, evil versus devoutness, এবং sexuality versus purity।
-
প্রতীক:
-
Christabel → Religiosity
-
Geraldine → Sin
-
Samuel Taylor Coleridge (1772–1834):
-
British poet, English lyrical poet, critic, এবং philosopher।
-
Lyrical Ballads-এর মাধ্যমে Romantic movement শুরু হয়, William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে।
-
বিখ্যাত কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-
1
Updated: 1 month ago
The poem Kubla Khan comes from the pen of—
Created: 1 month ago
A
S. T. Coleridge
B
Emily Bronte
C
Lord Byron
D
William Wordsworth
“Kubla Khan” হলো ইংরেজি রোমান্টিক কবি Samuel Taylor Coleridge-এর বিখ্যাত কাব্যকর্ম। এটি ১৭৯৭ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮১৬ সালে। Coleridge এই কবিতাটিকে “A Vision in a Dream” বলে উল্লেখ করেছিলেন, কারণ তিনি দাবি করেছিলেন যে এটি তাঁর স্বপ্ন-অভিজ্ঞতার ফল, যা তিনি Opium-এর প্রভাবে দেখেছিলেন। এটি মাত্র ৫৪ লাইনের একটি অসমাপ্ত কবিতা, তবে ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবিতার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কবিতায় Coleridge তাঁর কল্পনাশক্তিকে প্রকৃতি, রহস্য, অতিপ্রাকৃততা এবং শিল্পসৌন্দর্যের মাধ্যমে প্রকাশ করেছেন।
-
Kubla Khan (1816):
-
কবিতার মূল প্রেক্ষাপট হলো প্রাচীন চীনা সম্রাট Kubla Khan-এর স্বপ্নিল প্রাসাদ Xanadu।
-
এখানে প্রবাহিত হচ্ছে রহস্যময় নদী Alph, যা গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে “sunless sea”-তে মিশেছে।
-
কবি প্রকৃতির সৌন্দর্য, রহস্যময় শব্দ, বরফে ঢাকা পাহাড়, অদ্ভুত গুহা এবং প্রাসাদের এক স্বপ্নময় চিত্র তুলে ধরেছেন।
-
দ্বিতীয় অংশে, কবি “Abyssinian maid” নামে এক সঙ্গীতশিল্পীর কণ্ঠ থেকে অনুপ্রাণিত হয়ে কবিসত্তার ঐশ্বরিক শক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
-
কবিতাটি একাধারে বাস্তব ও স্বপ্নের মিশ্রণ, যা রোমান্টিক কল্পনাশক্তির অসীম সম্ভাবনাকে ফুটিয়ে তোলে।
-
-
Samuel Taylor Coleridge (1772–1834):
-
তিনি ছিলেন একজন ইংরেজ lyrical poet, critic এবং philosopher।
-
তাঁকে বলা হয় Poet of Supernaturalism, কারণ তাঁর কাব্যে রহস্যময় ও অতিপ্রাকৃত উপাদান প্রকট।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে তিনি ১৭৯৮ সালে “Lyrical Ballads” প্রকাশ করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
-
Coleridge-এর উল্লেখযোগ্য রচনা:
-
The Rime of the Ancient Mariner
-
Kubla Khan
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Biographia Literaria
-
On the Constitution of the Church and State
-
0
Updated: 1 month ago
The phrase “Xanadu” in the poem refers to—
Created: 2 months ago
A
A city in Italy
B
The summer palace of Kubla Khan
C
A Greek temple
D
A mythical island
“Xanadu” আসলে Shangdu, মঙ্গোল সম্রাট কুবলাই খানের গ্রীষ্মকালীন রাজধানী। কোলরিজ এ নামকে কল্পনার জগতে নিয়ে গিয়ে রহস্যময় রাজ্য হিসেবে উপস্থাপন করেন। বাস্তব ইতিহাসে এই নগরটি ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র, কিন্তু কবিতায় এটি হয়ে ওঠে স্বপ্নময় শিল্পের প্রতীক। কোলরিজের বর্ণনায় Xanadu একদিকে বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে মানব কল্পনার অসীম ক্ষমতার প্রতীক। এটি কবিতার কল্পজগৎ ও রহস্যময় আবহ তৈরি করে।
1
Updated: 2 months ago