In To a Skylark, what does the skylark primarily symbolise?
A
A simple bird of the countryside
B
Pure joy, inspiration, and artistic ideal
C
A messenger of seasonal change only
D
A symbol of human loneliness
উত্তরের বিবরণ
To a Skylark কবিতায় Shelley স্কাইলার্ককে খাঁটি আনন্দ, অনুপ্রেরণা এবং শিল্পের আদর্শ হিসেবে দেখিয়েছেন। পাখির অমৃতস্বরল্য এবং উদ্দীপনা মানুষের কল্পনা ও সৃজনশীলতার প্রতীক।
কবি তার নিজস্ব আবেগ এবং শিল্পী মনকে এই পাখির মুক্ত, উজ্জ্বল এবং সীমাহীন আনন্দের সঙ্গে মিলিয়েছেন। এটি শুধু প্রকৃতির একটি দৃশ্য নয়, বরং আধ্যাত্মিক এবং সৃষ্টিশীল শিক্ষার প্রতীক।
0
Updated: 1 month ago
What effect does the rose’s fragrance have?
Created: 2 months ago
A
It frightens birds
B
It makes bees faint with sweetness
C
It destroys the forest
D
It disappears quickly
Shelley লিখেছেন, “Till the scent it gives makes faint with too much sweet those heavy-winged thieves।” মৌমাছিরা গোলাপের অতিরিক্ত মিষ্টি সুবাসে মূর্ছিত হয়ে যায়। এর দ্বারা কবি দেখিয়েছেন, Skylark-এর গান এতটাই শক্তিশালী যে তা মনকে মোহিত করে ফেলে।
0
Updated: 2 months ago
Who wrote the famous poem Queen Mab?
Created: 2 months ago
A
John Keats
B
P.B. Shelley
C
William Shakespeare
D
William Blake
Queen Mab
-
সম্পূর্ণ নাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"
-
এটি Romantic poet P.B. Shelley রচিত একটি কবিতা।
-
রাজনৈতিক বিষয়বস্তুর কারণে ১৮১৩ সালে বেনামে প্রাথমিকভাবে প্রকাশিত হয়।
-
এটি কবির প্রথম প্রধান কবিতা (First major poem)।
-
পরে ১৮১৬ সালে Shelley এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ লেখা।
-
Queen Mab, যিনি fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে (Shelley-এর প্রথম সন্তানের নাম) সময় ও স্থান ভ্রমণে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন দোষ ও ভুল প্রদর্শন করে।
-
কবিতায় Ianthe-এর আত্মা মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের দর্শন দেখার সুযোগ পায়।
বিখ্যাত উক্তি
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁর কবিতা ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য উত্তেজনাপূর্ণ খোঁজকে প্রকাশ করে।
-
তিনি English literature-এর সর্বশ্রেষ্ঠ কবিতার মধ্যে স্থান পান।
Best Works
-
Poems: Queen Mab, Alastor; or The Spirit of Solitude, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
Source: Britannica; Live MCQ Lecture
0
Updated: 2 months ago
What role does the West Wind play for Shelley’s poetry?
Created: 2 months ago
A
It silences his voice
B
It inspires and spreads his words
C
It destroys his art
D
It hides his songs
West Wind কবির কবিতাকে শক্তি দেয় এবং মানবজাতির মধ্যে ছড়িয়ে দেয়। Shelley চান তার মৃত চিন্তাগুলো বাতাস ছড়িয়ে দিক, যেন তা নতুন জন্ম আনে। West Wind এখানে কবির কণ্ঠকে ভবিষ্যদ্বাণীর তূর্য হিসেবে উপস্থাপন করে।
0
Updated: 2 months ago