In To a Skylark, what does the skylark primarily symbolise?
A
A simple bird of the countryside
B
Pure joy, inspiration, and artistic ideal
C
A messenger of seasonal change only
D
A symbol of human loneliness
উত্তরের বিবরণ
To a Skylark কবিতায় Shelley স্কাইলার্ককে খাঁটি আনন্দ, অনুপ্রেরণা এবং শিল্পের আদর্শ হিসেবে দেখিয়েছেন। পাখির অমৃতস্বরল্য এবং উদ্দীপনা মানুষের কল্পনা ও সৃজনশীলতার প্রতীক।
কবি তার নিজস্ব আবেগ এবং শিল্পী মনকে এই পাখির মুক্ত, উজ্জ্বল এবং সীমাহীন আনন্দের সঙ্গে মিলিয়েছেন। এটি শুধু প্রকৃতির একটি দৃশ্য নয়, বরং আধ্যাত্মিক এবং সৃষ্টিশীল শিক্ষার প্রতীক।

0
Updated: 1 day ago
What does Shelley say about human laughter?
Created: 1 month ago
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 1 month ago
What instrument does Shelley want to become in Canto V?
Created: 1 month ago
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।

1
Updated: 1 month ago
What does Shelley want the West Wind to drive over the universe?
Created: 1 month ago
A
His joy
B
His dead thoughts
C
His tears
D
His love
Shelley বলেন, “Drive my dead thoughts over the universe / Like wither’d leaves।” তিনি চান বাতাস তার মৃত চিন্তাগুলোকে উড়িয়ে নিয়ে যাক, যেমন ঝরা পাতা উড়ে যায়। এখানে কবি নিজের হতাশাকে প্রকাশ করছেন, তবে একইসাথে আশাও দেখাচ্ছেন—যে মৃত চিন্তার ভেতর থেকেই নতুন জীবনের জন্ম হতে পারে।

0
Updated: 1 month ago