In Ode to the West Wind, what does the West Wind primarily symbolise?
A
A force of change and renewal
B
A gentle companion for the poet
C
A destructive power without purpose
D
A reflection of human society
উত্তরের বিবরণ
Ode to the West Wind কবিতায় West Wind মূলত পরিবর্তন এবং নবজীবনের প্রতীক। Shelley দেখিয়েছেন যে, বায়ু যেমন প্রাকৃতিক পরিবেশকে নড়াচড়া করে, তেমনি মানুষের জীবন, চিন্তা এবং সমাজকেও নতুন করে সাজাতে পারে।
বায়ুর শক্তি ধ্বংসের সঙ্গে নতুন সৃষ্টি জুড়ে থাকে। কবি নিজের আবেগ এবং রাজনৈতিক চিন্তাও এই বায়ুর শক্তির সঙ্গে মিলিয়ে দেখেছেন। তাই West Wind শুধু প্রাকৃতিক ঘটনা নয়, বরং পরিবর্তন, পুনর্জাগরণ এবং সৃজনশীলতার শক্তির প্রতীক।

0
Updated: 1 day ago
How does Shelley address the Skylark in the opening line?
Created: 1 month ago
A
Merry Bird
B
Blithe Spirit
C
Joyful Singer
D
Spirit of Music
কবিতার শুরুতেই Shelley Skylark-কে কেবল একটি পাখি হিসেবে নয়, বরং এক “Blithe Spirit” বা আনন্দময় আত্মা হিসেবে সম্বোধন করেছেন। এটি Apostrophe-এর উদাহরণ, যেখানে কবি সরাসরি একটি বিমূর্ত সত্তাকে সম্বোধন করেন।
Shelley-এর চোখে Skylark পাখি নয়, বরং আনন্দ, মুক্তি ও অনুপ্রেরণার প্রতীক। প্রকৃতির মধ্যে যে আনন্দময় শক্তি আছে, Skylark সেই শক্তিকে প্রতিফলিত করে। তাই কবি এটিকে সাধারণ প্রাণী নয়, এক ঐশ্বরিক আত্মা হিসেবে কল্পনা করেছেন।

0
Updated: 1 month ago
Who wrote To a Skylark?
Created: 1 month ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge

0
Updated: 1 month ago
What role does the West Wind play for Shelley’s poetry?
Created: 1 month ago
A
It silences his voice
B
It inspires and spreads his words
C
It destroys his art
D
It hides his songs
West Wind কবির কবিতাকে শক্তি দেয় এবং মানবজাতির মধ্যে ছড়িয়ে দেয়। Shelley চান তার মৃত চিন্তাগুলো বাতাস ছড়িয়ে দিক, যেন তা নতুন জন্ম আনে। West Wind এখানে কবির কণ্ঠকে ভবিষ্যদ্বাণীর তূর্য হিসেবে উপস্থাপন করে।

0
Updated: 1 month ago