In Kubla Khan, what is the significance of the “stately pleasure-dome”?
A
It represents human power and artistic creation
B
It is just a luxurious palace in a foreign land
C
It symbolises the isolation of Kubla Khan
D
It is described to highlight the local culture
উত্তরের বিবরণ
Kubla Khan কবিতায় “stately pleasure-dome” হলো শুধু একটি সুন্দর প্রাসাদের বর্ণনা নয়, বরং এটি মানুষের ক্ষমতা এবং সৃজনশীলতার প্রতীক। Coleridge এখানে দেখিয়েছেন যে, মানুষ কল্পনা ও শিল্পের মাধ্যমে এমন আশ্চর্যজনক সৌন্দর্য তৈরি করতে পারে যা প্রকৃতির সঙ্গে মিলিত।
প্রাসাদটি খানের রাজনৈতিক ক্ষমতা এবং তার কল্পনাশক্তির প্রতীক। কবিতার বাক্যগুলো প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিলিত হয়ে প্রাসাদকে এক আধ্যাত্মিক ও দার্শনিক ভাবমূর্তিতে রূপান্তরিত করে।
1
Updated: 1 month ago
What time of day is described in Section VIII of “Dejection : an Ode”?
Created: 2 months ago
A
Dawn
B
Noon
C
Midnight
D
Evening
শেষ অংশে Coleridge বলেন—“’Tis midnight, but small thoughts have I of sleep।” অর্থাৎ এটি মধ্যরাত্রি, কিন্তু তিনি ঘুমোতে পারছেন না। মধ্যরাত্রি এখানে প্রতীক করে তাঁর মানসিক অন্ধকার, নিঃসঙ্গতা এবং জাগ্রত দুঃখকে। আবার একই সাথে প্রার্থনা ও আশীর্বাদের সময়ও বটে।
2
Updated: 2 months ago
Which dramatist does Coleridge compare the wind’s softer tale to?
Created: 2 months ago
A
Shakespeare
B
Otway
C
Milton
D
Marlowe
Coleridge বাতাসের কম ভয়ঙ্কর সুরকে তুলনা করেন নাট্যকার Thomas Otway–এর কোমল ট্র্যাজিক কবিতার সাথে—“As Otway’s self had framed the tender lay।” অর্থাৎ কখনও বাতাসের সুরে তিনি মমতা ও কোমলতার ছোঁয়া পান। এই তুলনা প্রমাণ করে কোলরিজের সাহিত্যজ্ঞান এবং প্রকৃতিকে নাট্যরূপে কল্পনা করার ক্ষমতা।
2
Updated: 2 months ago
What lesson does the Mariner learn at the end?
Created: 2 months ago
A
Never go to sea
B
Don’t kill birds
C
Love all creatures
D
Travel safely
মেরিনার উপলব্ধি করে—সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সমানভাবে ভালোবাসাই প্রকৃত প্রার্থনা। এটি কবিতার নৈতিক শিক্ষা।
0
Updated: 2 months ago