What is the poet’s emotional desire in Ode to a Nightingale?
A
To escape from mortal pain and merge with the bird’s song
B
To capture the bird and make it silent
C
To study the bird scientifically
D
To express anger at nature
উত্তরের বিবরণ
Ode to a Nightingale কবিতায় Keats তার মানবিক দুঃখ থেকে মুক্তি পেতে চেয়েছেন। পাখির গান তার মানসিক ব্যথা ভুলে যাওয়ার এক উপায়। কবি চেয়েছেন যেন সে পাখির আনন্দের সাথে মিলিত হতে পারে, এবং মৃত্যুর ভয়, দুঃখ ও সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে।
এটি কবিতার কেন্দ্রীয় আবেগ এবং আধ্যাত্মিক বার্তা। Keats প্রকৃতির মাধ্যমে শিল্প এবং কল্পনার সাহায্যে নিজের মানসিক অবস্থাকে সমাধান করতে চান।
0
Updated: 1 month ago
What does Keats forbid the sufferer of melancholy to use?
Created: 2 months ago
A
Poison and deadly wolf’s-bane
B
Music and poetry
C
Flowers and perfumes
D
Dreams and visions
কবি বলেন, দুঃখ পেলে কেউ যেন বিষ (poison), উলফস-বেইন বা কোনো মারাত্মক ওষধি ব্যবহার না করে। এগুলো মৃত্যু ও বিস্মৃতির প্রতীক। কিটস জীবনকে বেছে নিতে বলেন, কারণ সৌন্দর্যের ভেতর দিয়েই সত্যিকারের বিষণ্ণতাকে বোঝা যায়।
0
Updated: 2 months ago
How does the poem end?
Created: 2 months ago
A
With a hope of rebirth
B
With a celebration of love
C
With doubt between dream and reality
D
With acceptance of death
কবিতার শেষে কিটস বুঝতে পারেন, নাইটিঙ্গেলের গান ও কল্পনার জগৎ বাস্তব নাকি স্বপ্ন—এ নিয়ে তাঁর সন্দেহ থেকে যায়। তিনি প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” অর্থাৎ কবিতা শেষ হয় অনিশ্চয়তার মধ্যে, যা কিটসের রোমান্টিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago
Hyperion is written by -
Created: 2 months ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
• Hyperion:
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- এটি টাইটান দেবতাদের পতনের কাহিনি বলে, যারা অলিম্পিয়ানদের হাতে পরাজিত হয়।
- কবিতাটি হাইপেরিয়নের কাহিনিকে কেন্দ্র করে, যেখানে জ্ঞান ও কাব্যকলার দেবতা অ্যাপোলো তাকে পরাজিত করে। এতে মানবজীবনের দুঃখ-কষ্ট এবং তা থেকে অর্জিত জ্ঞানের ধারণা তুলে ধরা হয়েছে।
- Hyperion হচ্ছে সূর্য দেবতা।
- কবিতায় Titans এবং Olympians; দেবতাদের এই দুই দলের বিবাদ দেখানো হয়েছে।
- Hyperion হচ্ছে Titans দের প্রধান আশা ভরসার কেন্দ্রস্থল।
- Hyperion ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকলেও Olympians রা হাজির করে Apollo দেবতাকে।
- Apollo হচ্ছে জ্ঞান, কবিতা আর শিল্পের দেবতা।
John Keats:
- An English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.
John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- Endmiyon,
- Ode on a Grecian Urn,
- La Belle Dame Sans Merci.
Source:
0
Updated: 2 months ago