How does Keats contrast human suffering with the nightingale’s song in Ode to a Nightingale?
A
Human life is joyful, whereas the bird’s song is melancholic
B
Both human life and a bird’s song are equally sorrowful
C
Human life controls the bird’s song
D
Human life is fleeting and painful, while the bird’s song is timeless and joyous
উত্তরের বিবরণ
কবিতায় Keats মানুষের জীবনের অস্থায়ী দুঃখ এবং পাখির চিরকালীন আনন্দের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুভয় ও দুঃখে ভরা। অন্যদিকে নিশাচর পাখির গান নিরবচ্ছিন্ন, আনন্দময় এবং সময়ের বাইরে।
কবি এই বিপরীততা ব্যবহার করে মানুষের দুঃখকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন এবং প্রকৃতির সৌন্দর্য এবং শিল্পের মাধ্যমে আধ্যাত্মিক প্রাপ্তি দেখিয়েছেন।

0
Updated: 1 day ago
Which imagery does Keats use to describe the secret love of Cupid and Psyche?
Created: 1 month ago
A
They walk in a forest of gods
B
They lie in a deep secluded glade
C
They fly across the moon together
D
They dance in a palace of gold
কিটস সাইকি ও কিউপিডের প্রেমকে গোপন, নীরব আর অন্তরঙ্গ রূপে উপস্থাপন করেন। তিনি তাঁদের একটি নির্জন বনের ছায়াময় গ্লেডে বিশ্রামরত অবস্থায় কল্পনা করেন। এই দৃশ্য প্রকৃতির নীরবতার সঙ্গে মানবিক প্রেমের মিলন ঘটায়। প্রেম এখানে প্রকাশ্য উৎসব নয়, বরং গোপন অনুভূতি। এই চিত্রকল্প সাইকি দেবীর অবহেলিত অবস্থাকে আরও তীব্রভাবে প্রকাশ করে এবং দেখায় যে সৌন্দর্য ও প্রেম প্রায়ই অন্তর্নিহিত ও আড়ালে লুকিয়ে থাকে।

0
Updated: 1 month ago
The "Bold Lover" who can never kiss his beloved symbolizes:
Created: 1 day ago
A
The failure of love
B
The frustration of unrequited love
C
The eternity of pursuit and anticipation in art, which never fades
D
A shy and timid person
কবিতায় “Bold Lover” চরিত্রটি জীবনের সাধারণ হতাশা বা ব্যর্থতার চিহ্ন নয়, বরং শিল্পের (art) শক্তি এবং চিরন্তনতার ধারণা প্রকাশ করে।
কবি দেখাতে চান কীভাবে শিল্প একটি নিখুঁত মুহূর্তকে ধরে রাখতে পারে, যা বাস্তব জীবনের অমিতব্যয়ী হতাশা থেকে রক্ষা করে।
-
Paradox of the Image: কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো এই বিরোধ—“Bold Lover” তার প্রিয়জনের সাথে চুম্বনের ঠিক আগ মুহূর্তে স্থির, যা বাস্তব জীবনের তুলনায় অসম্ভব।
-
Frustration vs. Ideal: বাস্তব জীবনে এমন মুহূর্ত হতাশাজনক হতে পারে, কিন্তু কবি বলছেন যে প্রেমিককে শোক করতে হবে না ("do not grieve; / She cannot fade, though thou hast not thy bliss")।
-
Eternity in Art: শিল্পের মাধ্যমে এই মুহূর্ত স্থির হওয়ায়, প্রেমিকের অবস্থা নিখুঁত হয়েছে।
-
তার ভালোবাসা চিরস্থায়ী হবে ("For ever wilt thou love")।
-
তার প্রেমিকার সৌন্দর্য কখনো ম্লান হবে না ("and she be fair!")।
-
-
Peak of Anticipation: তাদের আবেগ সবসময় উত্তেজনার শীর্ষে থাকবে ("For ever warm and still to be enjoy'd, / For ever panting, and for ever young"), যা বাস্তব জীবনের “breathing human passion”–এর তুলনায় সম্পূর্ণ ভিন্ন, যেখানে পরিপূর্ণতার পরে হতাশা এবং ক্ষয় আসে ("a burning forehead, and a parching tongue")।
তাই, Bold Lover ব্যর্থতা বা হতাশার প্রতীক নয়, বরং শিল্পের ক্ষমতা দেখায়—কিভাবে একটি নিখুঁত মুহূর্তকে চিরস্থায়ী করে তোলা যায় এবং বাস্তবতার অমোঘ ক্ষয় থেকে রক্ষা করা যায়।

0
Updated: 1 day ago
Endymion is written by -
Created: 3 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 3 weeks ago