How does Keats contrast human suffering with the nightingale’s song in Ode to a Nightingale?
A
Human life is joyful, whereas the bird’s song is melancholic
B
Both human life and a bird’s song are equally sorrowful
C
Human life controls the bird’s song
D
Human life is fleeting and painful, while the bird’s song is timeless and joyous
উত্তরের বিবরণ
কবিতায় Keats মানুষের জীবনের অস্থায়ী দুঃখ এবং পাখির চিরকালীন আনন্দের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুভয় ও দুঃখে ভরা। অন্যদিকে নিশাচর পাখির গান নিরবচ্ছিন্ন, আনন্দময় এবং সময়ের বাইরে।
কবি এই বিপরীততা ব্যবহার করে মানুষের দুঃখকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন এবং প্রকৃতির সৌন্দর্য এবং শিল্পের মাধ্যমে আধ্যাত্মিক প্রাপ্তি দেখিয়েছেন।
1
Updated: 1 month ago
What is the central theme of “Ode to Psyche”?
Created: 2 months ago
A
Power of imagination and inner worship
B
Fear of death and loss
C
Nature’s destructive force
D
War and patriotism
কিটসের এই কবিতায় মূলত কল্পনার শক্তি ও অন্তর্গত ভক্তি প্রকাশ পেয়েছে। বাইরের জগতে সাইকি অবহেলিত হলেও, কবি তাঁর মনে একটি সুন্দর রাজ্য গড়ে দেন। এটি রোমান্টিক যুগের সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যে কল্পনা ও সৌন্দর্যের পূজা মানুষের আত্মাকে মুক্তি দেয়।
0
Updated: 2 months ago
"Lamia" by John Keats is a -
Created: 1 month ago
A
Narrative poem
B
Satire
C
Short story
D
Novel
“Lamia” ও John Keats
-
"Lamia" হলো একটি narrative poem, যা ১৮১৯ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতাটি প্রেরণা পেয়েছে Robert Burton-এর Anatomy of Melancholy থেকে।
সংক্ষিপ্ত গল্প:
-
Lamia ছিলেন এক সুন্দরী নারী, যিনি শাস্তির কারণে বিষাক্ত সাপে পরিণত হন।
-
দেবতা Hermes তার সাহায্য করলে Lamia আবার মানুষের রূপ ফিরে পান।
-
Lamia Corinth নগরীতে গিয়ে Lycius নামের এক তরুণের প্রতি প্রেম অনুভব করেন।
-
Lamia তার জাদু দিয়ে Lycius কে মুগ্ধ করেন এবং তারা একসাথে সুখী জীবন শুরু করেন।
-
Lycius তার দার্শনিক শিক্ষক Apollonius এর উপদেশ উপেক্ষা করে Lamia-এর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
-
বিয়ের অনুষ্ঠানে Apollonius Lamia-এর আসল পরিচয় প্রকাশ করেন এবং জানান যে তিনি এক সময় সাপ ছিলেন।
-
সত্য ফাঁস হবার সঙ্গে সঙ্গেই Lamia রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যান এবং Lycius শোকে মারা যান।
John Keats (1795–1821):
-
British Romantic Poet, যিনি ছোট জীবনকালেও কাব্যকলা ও চিত্রভাষায় অনন্য প্রতিভা প্রদর্শন করেন।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet।
বিশিষ্ট রচনা:
-
Poems: Ode to Psyche, Ode to a Nightingale, Ode on a Grecian Urn, To Autumn, Ode on Melancholy, Isabella, Lamia
0
Updated: 1 month ago
Who is the author of "Isabella"?
Created: 1 month ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
Lord Byron
D
William Wordsworth
John Keats ও "Isabella"
-
"Isabella; or, The Pot of Basil" হলো John Keats রচিত একটি narrative poem।
-
লেখা হয় ১৮১৮ সালে এবং প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতাটি Giovanni Boccaccio-এর Decameron থেকে অনুপ্রাণিত।
কবিতার সারসংক্ষেপ:
-
Isabella একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আর Lorenzo হলো সেই পরিবারের একজন কর্মচারী।
-
Isabella ও Lorenzo প্রেমে পড়ে, কিন্তু Isabella-র ভাইরা Lorenzo-কে নিচু শ্রেণির মনে করে এবং সম্পর্ক মেনে নিতে চায় না।
-
তারা ষড়যন্ত্র করে Lorenzo-কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।
-
Isabella স্বপ্নে Lorenzo-র আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে।
-
পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে, তার মাথা কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয় এবং সেই গাছটি যত্ন করে লালন করে।
-
Isabella ধীরে ধীরে দুঃখ ও যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং মারা যায়।
John Keats (1795–1821):
-
একজন British Poet এবং Romantic period-এর কবি।
-
স্বল্পজীবনে কবিতা নিখুঁত করার চেষ্টা করেছেন, vivid imagery, sensuous appeal এবং classical legend-এর মাধ্যমে দর্শন প্রকাশে বিশেষজ্ঞ।
উপাধি:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
বিশেষ উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
0
Updated: 1 month ago