What role do natural images like “flowers” and “morning” play in Ode on Melancholy?
A
They symbolise transient beauty and ephemeral joy
B
They describe the poet’s favourite garden only
C
They show the dominance of nature over humans
D
They indicate the passing of seasons literally
উত্তরের বিবরণ
কবিতায় ফুল, সকাল এবং অন্যান্য প্রকৃতির চিত্রের মাধ্যমে Keats জীবনের অস্থায়ী আনন্দ এবং সৌন্দর্য প্রকাশ করেছেন। ফুল যেমন দ্রুত মরে যায়, তেমনি সুখও অল্প সময়ের জন্য থাকে।
এই উপমার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, দুঃখ এবং আনন্দ একসঙ্গে থাকা জীবনের স্বাভাবিক চক্র। প্রকৃতির এই চিত্র আমাদের শেখায় যে সুখকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ তা স্থায়ী নয়।

0
Updated: 1 day ago
John Keats wrote _____
Created: 2 months ago
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-

0
Updated: 2 months ago
What does Keats forbid the sufferer of melancholy to use?
Created: 1 month ago
A
Poison and deadly wolf’s-bane
B
Music and poetry
C
Flowers and perfumes
D
Dreams and visions
কবি বলেন, দুঃখ পেলে কেউ যেন বিষ (poison), উলফস-বেইন বা কোনো মারাত্মক ওষধি ব্যবহার না করে। এগুলো মৃত্যু ও বিস্মৃতির প্রতীক। কিটস জীবনকে বেছে নিতে বলেন, কারণ সৌন্দর্যের ভেতর দিয়েই সত্যিকারের বিষণ্ণতাকে বোঝা যায়।

0
Updated: 1 month ago
How does the poem end?
Created: 1 month ago
A
With a hope of rebirth
B
With a celebration of love
C
With doubt between dream and reality
D
With acceptance of death
কবিতার শেষে কিটস বুঝতে পারেন, নাইটিঙ্গেলের গান ও কল্পনার জগৎ বাস্তব নাকি স্বপ্ন—এ নিয়ে তাঁর সন্দেহ থেকে যায়। তিনি প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” অর্থাৎ কবিতা শেষ হয় অনিশ্চয়তার মধ্যে, যা কিটসের রোমান্টিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago