What role do natural images like “flowers” and “morning” play in Ode on Melancholy?
A
They symbolise transient beauty and ephemeral joy
B
They describe the poet’s favourite garden only
C
They show the dominance of nature over humans
D
They indicate the passing of seasons literally
উত্তরের বিবরণ
কবিতায় ফুল, সকাল এবং অন্যান্য প্রকৃতির চিত্রের মাধ্যমে Keats জীবনের অস্থায়ী আনন্দ এবং সৌন্দর্য প্রকাশ করেছেন। ফুল যেমন দ্রুত মরে যায়, তেমনি সুখও অল্প সময়ের জন্য থাকে।
এই উপমার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, দুঃখ এবং আনন্দ একসঙ্গে থাকা জীবনের স্বাভাবিক চক্র। প্রকৃতির এই চিত্র আমাদের শেখায় যে সুখকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ তা স্থায়ী নয়।
0
Updated: 1 month ago
What is the significance of the line “Beauty is truth, truth beauty” in Ode on a Grecian Urn?
Created: 1 month ago
A
It expresses the unity of aesthetic and moral understanding
B
It indicates the poet’s despair at fleeting life
C
It praises nature’s unpredictable power
D
It questions the value of human art
Ode on a Grecian Urn কবিতার বিখ্যাত লাইন “Beauty is truth, truth beauty” শিল্প এবং নৈতিকতা বা সত্যের মিল প্রকাশ করে। Keats এখানে বলছেন যে, সত্য এবং সৌন্দর্য একে অপরকে পরিপূরক করে এবং চিরস্থায়ী প্রভাব ফেলে।
গ্রিসের মৃৎপাত্রের স্থির চিত্র এবং তার চিরন্তন সৌন্দর্য মানুষকে আধ্যাত্মিক এবং নৈতিকভাবে অনুপ্রাণিত করে। এটি কবিতার কেন্দ্রীয় বার্তা, যেখানে শিল্পের চিরস্থায়ীত্ব মানব জীবনের ক্ষণস্থায়ীতা অতিক্রম করে।
1
Updated: 1 month ago
“Yes, I will be thy priest, and build a fane / In some untrodden region of my mind”—here “fane” means—
Created: 2 months ago
A
A battlefield
B
A crown
C
A temple
D
A song
“Fane” শব্দটি প্রাচীন ইংরেজি, যার অর্থ হলো মন্দির। এখানে কিটস বলেন তিনি নিজের মনের ভেতরে একটি অদেখা মন্দির তৈরি করবেন যেখানে সাইকি দেবী পূজিত হবেন। এটি তাঁর কল্পনার ভক্তি ও সৌন্দর্যের প্রতীক।
0
Updated: 2 months ago
Autumn is personified in the second stanza as—
Created: 2 months ago
A
A warrior with a sword
B
A farmer or harvester resting
C
A priest offering prayers
D
A child running in fields
দ্বিতীয় স্তবকে শরৎকে কল্পনা করা হয়েছে এক কৃষক বা সংগ্রাহকের মতো। কখনও ফসল গুছিয়ে, কখনও গুদামে হেলে বসে, কখনও কাস্তে হাতে—এই মানবীয় রূপক ঋতুকে জীবন্ত করে তোলে।
0
Updated: 2 months ago