In Ode on Melancholy, how does Keats suggest one should face sorrow?
A
By ignoring it completely
B
By embracing it and appreciating the fleeting nature of joy
C
By trying to escape into solitude only
D
By blaming others for their feelings
উত্তরের বিবরণ
Ode on Melancholy কবিতায় Keats দেখিয়েছেন যে দুঃখ বা বিষণ্ণতার সঙ্গে লড়াই নয়, বরং তা গ্রহণ করা উচিত। কবি বলেন, জীবনেই আনন্দ ক্ষণস্থায়ী এবং দুঃখের সঙ্গে মিলিত। আমরা আনন্দকে তার পূর্ণ মূল্য দিতে চাইলে, দুঃখকেও বুঝতে হবে।
দুঃখ এবং আনন্দ একে অপরের পরিপূরক। Keats আমাদের শেখান যে, দুঃখকে স্বীকার করা মানে জীবনের সৌন্দর্য এবং সময়ের মূল্য বোঝা।

0
Updated: 1 day ago
In Ode on a Grecian Urn, what does the urn primarily symbolise?
Created: 1 day ago
A
Eternal beauty and timeless art
B
A simple object of daily use
C
The passage of seasons
D
The poet’s personal sorrow
Ode on a Grecian Urn কবিতায় Keats গ্রিসের মৃৎপাত্রকে চিরস্থায়ী সৌন্দর্য এবং কালের বাইরে থাকা শিল্পের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। মৃৎপাত্রে খোদাই করা দৃশ্যগুলো সময়ের প্রভাব থেকে মুক্ত, যা মানুষের জীবন এবং পৃথিবীর ক্ষণস্থায়ীতা থেকে আলাদা।
কবি দেখিয়েছেন, শিল্পের এই চিরন্তন প্রকৃতি আমাদের জীবনের অস্থায়ী আনন্দ এবং দুঃখকে অতিক্রম করতে সাহায্য করে। Urn আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃত শিল্প সবসময় অনুপ্রেরণা জোগায়।

0
Updated: 1 day ago
In “Ode to a Nightingale,” the poet wishes to escape from reality through—
Created: 1 month ago
A
Wealth and Fame
B
Love and Marriage
C
Poetry and Imagination
D
War and Victory
কবি জন কিটস জীবনের দুঃখ-কষ্ট ও মৃত্যু থেকে মুক্তি পেতে চান। তিনি নাইটিঙ্গেলের গান শুনে কল্পনার জগতে প্রবেশ করতে চান। কবিতা ও কল্পনার মাধ্যমে তিনি এক অনন্ত, সুখময় জগৎ কল্পনা করেন যেখানে দুঃখ, রোগ, বার্ধক্য নেই। এভাবেই কিটস কবিতার শক্তিকে বাস্তব দুঃখ থেকে মুক্তির উপায় হিসেবে দেখান।

0
Updated: 1 month ago
In Ode to a Nightingale, what does the nightingale symbolize?
Created: 1 day ago
A
Eternal beauty and transcendent joy
B
A bird of ordinary forest life
C
The poet’s personal sorrow only
D
The passage of time
Ode to a Nightingale কবিতায় Keats নিশাচর পাখিকে চিরন্তন সৌন্দর্য এবং অতীতমানবিক আনন্দের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। পাখির গান কেবল প্রকৃতির সুর নয়, বরং এটি মানুষের জীবনের অস্থায়ী দুঃখকে অতিক্রম করে আধ্যাত্মিক আনন্দের পথ দেখায়।
কবি পাখির সঙ্গ শুনে তার দুঃখকে কিছুটা ভুলে যেতে চেয়েছেন। পাখির সঙ্গ Keats-কে বাস্তবতা থেকে দূরে নিয়ে যায় এবং কল্পনা ও শিল্পের মাধ্যমে মুক্তি দেয়।

0
Updated: 1 day ago