What is the significance of the line “Beauty is truth, truth beauty” in Ode on a Grecian Urn?
A
It expresses the unity of aesthetic and moral understanding
B
It indicates the poet’s despair at fleeting life
C
It praises nature’s unpredictable power
D
It questions the value of human art
উত্তরের বিবরণ
Ode on a Grecian Urn কবিতার বিখ্যাত লাইন “Beauty is truth, truth beauty” শিল্প এবং নৈতিকতা বা সত্যের মিল প্রকাশ করে। Keats এখানে বলছেন যে, সত্য এবং সৌন্দর্য একে অপরকে পরিপূরক করে এবং চিরস্থায়ী প্রভাব ফেলে।
গ্রিসের মৃৎপাত্রের স্থির চিত্র এবং তার চিরন্তন সৌন্দর্য মানুষকে আধ্যাত্মিক এবং নৈতিকভাবে অনুপ্রাণিত করে। এটি কবিতার কেন্দ্রীয় বার্তা, যেখানে শিল্পের চিরস্থায়ীত্ব মানব জীবনের ক্ষণস্থায়ীতা অতিক্রম করে।
1
Updated: 1 month ago
How does Keats imagine flying to the bird’s world?
Created: 2 months ago
A
On the wings of love
B
On the chariot of Apollo
C
On the wings of angels
D
On the viewless wings of Poesy
কিটস প্রথমে মদের সাহায্যে পালাতে চান, কিন্তু পরে বলেন কবিতা (Poesy)-র অদৃশ্য ডানায় তিনি নাইটিঙ্গেলের জগতে যাবেন। এভাবে কল্পনা ও কবিতা হয়ে ওঠে তাঁর মুক্তির পথ।
0
Updated: 2 months ago
How does the poem end?
Created: 2 months ago
A
With a hope of rebirth
B
With a celebration of love
C
With doubt between dream and reality
D
With acceptance of death
কবিতার শেষে কিটস বুঝতে পারেন, নাইটিঙ্গেলের গান ও কল্পনার জগৎ বাস্তব নাকি স্বপ্ন—এ নিয়ে তাঁর সন্দেহ থেকে যায়। তিনি প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” অর্থাৎ কবিতা শেষ হয় অনিশ্চয়তার মধ্যে, যা কিটসের রোমান্টিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago
The goddess Melancholy dwells closely with—
Created: 2 months ago
A
Hatred and Despair
B
Beauty and Joy
C
War and Bloodshed
D
Death and Silence
কিটসের মতে, দুঃখ (Melancholy) সবসময় সৌন্দর্য ও আনন্দের সঙ্গে থাকে। আনন্দের গভীরতাতেই দুঃখ লুকিয়ে থাকে। সুন্দর ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়—এসবেই বিষণ্ণতার আবাস। এভাবেই তিনি সৌন্দর্য ও দুঃখকে একসঙ্গে যুক্ত করেছেন।
0
Updated: 2 months ago