How does Keats contrast motion and stillness in Ode on a Grecian Urn?
A
He celebrates chaos over order
B
He ignores motion and focuses only on colour
C
He compares the urn to a flowing river
D
Frozen figures depict timelessness, while human life is fleeting
উত্তরের বিবরণ
কবিতায় Keats মৃৎপাত্রে স্থির এবং অচল চিত্রগুলোর সঙ্গে মানুষের অস্থায়ী জীবনকে তুলনা করেছেন। যেখানেই মানুষ জন্মায়, বয়স হয় এবং মরে যায়, সেখানে মৃৎপাত্রের চিত্র চিরন্তন ও স্থির থাকে।
স্থিরতা শিল্পকে চিরস্থায়ী করে, আর মানুষের জীবনকে ক্ষণস্থায়ীতা এবং মৃত্যুর প্রভাব থেকে আলাদা করে। এটি কবিতার মূল ভাবনা, যেখানে শিল্পের শক্তি এবং মানুষের সীমাবদ্ধতা একসঙ্গে ফুটে ওঠে।

0
Updated: 1 day ago
Complete the opening line: "No, no, go not to ___..."
Created: 1 day ago
A
sleep
B
war
C
Lethe
D
Proserpine
John Keats এর "Ode on Melancholy" কবিতার opening line হলো “No, no, go not to Lethe…”। এখানে তিনি পাঠককে শুরুতেই একটি সতর্কবার্তা দেন, আর এর পেছনে রয়েছে গ্রিক পুরাণের ধারণা।
-
Lethe হলো Greek mythology তে underworld এর একটি river, যাকে বলা হয় river of forgetfulness, যেখানে আত্মারা সবকিছু ভুলে যায়।
-
কবি শুরুতেই বলেন, “go not to Lethe”, অর্থাৎ দুঃখ ভুলে যেতে বা oblivion খুঁজতে যেও না।
-
Keats বোঝাতে চেয়েছেন, sorrow কে numb করে দেওয়া উচিত নয়, কারণ দুঃখকে উপেক্ষা করলে জীবনের আসল গভীরতা ধরা যায় না।
-
কবিতার central idea হলো এক ধরনের paradox: মানুষকে তার melancholy (sadness) পুরোপুরি অনুভব করতে হবে, কারণ এই দুঃখের ভেতর দিয়েই বোঝা যায় beauty এবং joy এর প্রকৃত মূল্য।

0
Updated: 1 day ago
Which poem concludes with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
Created: 1 week ago
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn ও John Keats
-
Ode on a Grecian Urn হলো John Keats-এর লেখা একটি কবিতা।
-
এটি Romantic Period-এর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে একটি।
-
কবিতাটি 5 স্তরের (stanza) বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের বর্ণনা তুলে ধরা হয়েছে।
-
কবি এর মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক অন্বেষণ করেছেন।
কবিতার বিখ্যাত উক্তি:
-
"Beauty is truth, truth beauty,—that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821):
-
একজন British Romantic Lyric Poet।
-
তার কবিতায় চিত্রনির্ভর (vivid imagery), সংবেদনশীলতা (sensuous appeal) এবং দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে।
-
উপাধি ও পেশা: Poet of Beauty, Poet of Sensuousness; পাশাপাশি Physician ও Surgeon ছিলেন।
প্রসিদ্ধ কবিতাসমূহ:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Ode to a Nightingale।
অন্যান্য তুলনামূলক তথ্য:
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats

0
Updated: 1 week ago
Who is the author of the poem ‘To Autumn’?
Created: 2 days ago
A
P. B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Ernest Hemingway
The author of the poem ‘To Autumn’ is: John Keats
About the Poem ‘To Autumn’:
-
It is one of John Keats’s last major poems.
-
Published in 1820 in the collection Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems.
-
The poem celebrates the beauty and fullness of the autumn season.
-
Autumn is depicted as a peaceful and mature season, not as a precursor to death or decline.
-
Even though summer has ended, autumn carries a sense of calm and temporal stability, where the ephemeral nature of life is not emphasized.
About John Keats (1795–1821):
-
An English Romantic poet known for his vivid imagery and sensuous style.
-
He often drew inspiration from classical mythology to convey philosophical ideas.
Notable Works:
-
Poems: Endymion, Hyperion, Isabella, La Belle Dame sans Merci, Lamia, Ode on a Grecian Urn, Ode to Psyche, Ode to a Nightingale, On First Looking into Chapman’s Homer, On Indolence, On Melancholy, Sleep and Poetry, The Eve of St. Agnes, The Fall of Hyperion, To Autumn, etc.

0
Updated: 1 day ago