How does Keats contrast motion and stillness in Ode on a Grecian Urn?
A
He celebrates chaos over order
B
He ignores motion and focuses only on colour
C
He compares the urn to a flowing river
D
Frozen figures depict timelessness, while human life is fleeting
উত্তরের বিবরণ
কবিতায় Keats মৃৎপাত্রে স্থির এবং অচল চিত্রগুলোর সঙ্গে মানুষের অস্থায়ী জীবনকে তুলনা করেছেন। যেখানেই মানুষ জন্মায়, বয়স হয় এবং মরে যায়, সেখানে মৃৎপাত্রের চিত্র চিরন্তন ও স্থির থাকে।
স্থিরতা শিল্পকে চিরস্থায়ী করে, আর মানুষের জীবনকে ক্ষণস্থায়ীতা এবং মৃত্যুর প্রভাব থেকে আলাদা করে। এটি কবিতার মূল ভাবনা, যেখানে শিল্পের শক্তি এবং মানুষের সীমাবদ্ধতা একসঙ্গে ফুটে ওঠে।
1
Updated: 1 month ago
Hyperion is written by -
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
• Hyperion:
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- এটি টাইটান দেবতাদের পতনের কাহিনি বলে, যারা অলিম্পিয়ানদের হাতে পরাজিত হয়।
- কবিতাটি হাইপেরিয়নের কাহিনিকে কেন্দ্র করে, যেখানে জ্ঞান ও কাব্যকলার দেবতা অ্যাপোলো তাকে পরাজিত করে। এতে মানবজীবনের দুঃখ-কষ্ট এবং তা থেকে অর্জিত জ্ঞানের ধারণা তুলে ধরা হয়েছে।
- Hyperion হচ্ছে সূর্য দেবতা।
- কবিতায় Titans এবং Olympians; দেবতাদের এই দুই দলের বিবাদ দেখানো হয়েছে।
- Hyperion হচ্ছে Titans দের প্রধান আশা ভরসার কেন্দ্রস্থল।
- Hyperion ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকলেও Olympians রা হাজির করে Apollo দেবতাকে।
- Apollo হচ্ছে জ্ঞান, কবিতা আর শিল্পের দেবতা।
John Keats:
- An English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.
John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- Endmiyon,
- Ode on a Grecian Urn,
- La Belle Dame Sans Merci.
Source:
0
Updated: 1 month ago
How does the poem end?
Created: 2 months ago
A
With a hope of rebirth
B
With a celebration of love
C
With doubt between dream and reality
D
With acceptance of death
কবিতার শেষে কিটস বুঝতে পারেন, নাইটিঙ্গেলের গান ও কল্পনার জগৎ বাস্তব নাকি স্বপ্ন—এ নিয়ে তাঁর সন্দেহ থেকে যায়। তিনি প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” অর্থাৎ কবিতা শেষ হয় অনিশ্চয়তার মধ্যে, যা কিটসের রোমান্টিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago
What sounds create the “music of Autumn” in the final stanza?
Created: 2 months ago
A
Swallows twittering, gnats mourning, and lambs bleating
B
Lions roaring and wolves howling
C
Soldiers marching and drums beating
D
Priests chanting and bells ringing
শেষ স্তবকে কিটস শরতের সঙ্গীত তুলে ধরেন—নদীর ধারে পোকামাকড়ের গুঞ্জন, পাহাড়ে ভেড়ার ডাক, ক্রিকেটের সুর, রবিনের গান, আকাশে ওড়া পাখির সঙ্গীত। এগুলো শরতের শান্ত সুরভি তৈরি করে।
0
Updated: 2 months ago