In Ode on a Grecian Urn, what does the urn primarily symbolise?
A
Eternal beauty and timeless art
B
A simple object of daily use
C
The passage of seasons
D
The poet’s personal sorrow
উত্তরের বিবরণ
Ode on a Grecian Urn কবিতায় Keats গ্রিসের মৃৎপাত্রকে চিরস্থায়ী সৌন্দর্য এবং কালের বাইরে থাকা শিল্পের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। মৃৎপাত্রে খোদাই করা দৃশ্যগুলো সময়ের প্রভাব থেকে মুক্ত, যা মানুষের জীবন এবং পৃথিবীর ক্ষণস্থায়ীতা থেকে আলাদা।
কবি দেখিয়েছেন, শিল্পের এই চিরন্তন প্রকৃতি আমাদের জীবনের অস্থায়ী আনন্দ এবং দুঃখকে অতিক্রম করতে সাহায্য করে। Urn আমাদের মনে করিয়ে দেয় যে, প্রকৃত শিল্প সবসময় অনুপ্রেরণা জোগায়।

0
Updated: 1 day ago
Which natural element does Keats wish to drink and escape with in “Ode to a Nightingale”?
Created: 1 month ago
A
A cup of water from Thames
B
Vintage wine cooled in the deep earth
C
Fresh milk from a shepherd’s goat
D
Nectar from Mount Olympus
কিটস বলেন তিনি এমন এক প্রাচীন মদ চান, যা মাটির নিচে ঠান্ডা হয়েছে এবং যার স্বাদে ফুল, সবুজ প্রকৃতি ও গ্রামীণ জীবনের সৌন্দর্য আছে। এই মদ তাঁকে বাস্তব দুঃখ থেকে দূরে নিয়ে যাবে।

0
Updated: 4 weeks ago
In the final stanza, the poem states that Melancholy "dwells with" whom?
Created: 1 day ago
A
Death and Despair
B
Beauty—Beauty that must die
C
Night and Oblivion
D
The Fates in the underworld
Keats এর "Ode on Melancholy" কবিতার শেষ স্তবক মূলত তার যুক্তির কেন্দ্রবিন্দু প্রকাশ করে। এখানে তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন কিভাবে melancholy (বিষণ্ণতা) সৌন্দর্য, আনন্দ এবং সুখের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
-
কবিতার এই অংশ শুরু হয় লাইন দিয়ে:
"She dwells with Beauty—Beauty that must die;
And Joy, whose hand is ever at his lips
Bidding adieu; and aching Pleasure nigh,
Turning to poison while the bee-mouth sips:" -
এখানে বোঝানো হয়েছে যে সত্যিকারের melancholy কেবল death বা despair এর মতো অন্ধকার বিষয় থেকে আসে না। বরং এটি সবচেয়ে intense human experiences—Beauty, Joy, এবং Pleasure—এর সঙ্গেই জড়িয়ে আছে।
-
এর কারণ হলো, এই perfect moments গুলো fleeting (ক্ষণস্থায়ী)।
-
Beauty অবশ্যম্ভাবীভাবে fade হয়ে যায়।
-
Joy সবসময় চলে যাওয়ার মুহূর্তে থাকে।
-
Pleasure উপভোগ করার মাঝেই poison এ রূপ নিতে পারে।
-
-
তাই Melancholy dwells within Beauty itself, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী এই উপলব্ধিই মানুষের মধ্যে গভীর বিষণ্ণতার জন্ম দেয়।

0
Updated: 1 day ago
In “To Autumn,” what activity is described in the first stanza?
Created: 1 month ago
A
Harvesting and ripening of fruits
B
Singing of birds at dawn
C
Children playing in fields
D
Priests offering sacrifice
প্রথম স্তবকে কিটস দেখান কিভাবে শরৎ সূর্যের সঙ্গে মিলে ফল পাকায়, লাউ বড় করে তোলে, ফুলে মৌমাছির গুঞ্জন ভরে ওঠে। এটি ঋতুর প্রাচুর্য ও পূর্ণতার প্রতীক।

0
Updated: 1 month ago