What final consolation does Wordsworth accept in Ode: Intimations of Immortality despite the loss of childhood vision?
A
He can still access divine truth through memory and imagination
B
He can regain childhood joy by living close to nature again
C
He can replace lost joy with intellectual growth and rational thought
D
He finds peace only in social duties and religion
উত্তরের বিবরণ
Ode: Intimations of Immortality কবিতায় ওয়ার্ডসওয়ার্থ স্বীকার করেন যে শৈশবের স্বর্গীয় দৃষ্টি আর নেই। কিন্তু তিনি পুরোপুরি হতাশ হন না। তার কাছে সান্ত্বনা হলো স্মৃতি ও কল্পনা। এগুলো তাকে সেই divine truth-এর আভাস দেয়। অতীতের স্মৃতি এবং কল্পনার শক্তি মানুষকে হারানো আনন্দ আবার নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে।
যদিও স্বর্গীয় আলো সরাসরি আর চোখে দেখা যায় না, তবুও কবি বিশ্বাস করেন যে, কল্পনার মাধ্যমে মানুষ প্রকৃতির ভেতর আধ্যাত্মিক শক্তি খুঁজে পেতে পারে।
0
Updated: 1 month ago
Which of the following is a well-known “Lucy Poem” by Wordsworth?
Created: 2 months ago
A
Tintern Abbey
B
Kubla Khan
C
She Dwelt among the Untrodden Ways
D
Ode: Intimations of Immortality
Wordsworth-এর “Lucy Poems” হলো কয়েকটি সংক্ষিপ্ত ও আবেগপূর্ণ কবিতা, যেখানে Lucy নামের এক তরুণীর জীবন ও মৃত্যু চিত্রিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো She Dwelt among the Untrodden Ways। এখানে তিনি এক অজানা তরুণীর প্রতি প্রেম, তাঁর অকাল মৃত্যু এবং সেই হারানোর বেদনা প্রকাশ করেছেন। এ কবিতা Wordsworth-এর আবেগময়তা, সরলতা এবং প্রকৃতিপ্রেমকে সুন্দরভাবে প্রতিফলিত করে।
0
Updated: 2 months ago
In Ode: Intimations of Immortality, what does the “celestial light” mainly represent?
Created: 1 month ago
A
The natural brightness of the sun in spring
B
The divine and spiritual vision of childhood
C
The imagination of poets in their youth
D
The intellectual clarity of human reason
“Celestial light” হলো Ode: Intimations of Immortality কবিতার অন্যতম মূল প্রতীক। এটি কেবল প্রাকৃতিক আলো নয়, বরং শৈশবের আধ্যাত্মিক দৃষ্টির প্রতীক। শিশু বয়সে মানুষ পৃথিবীকে divine আলোয় ভরা দেখে। প্রকৃতির প্রতিটি দৃশ্য তাদের কাছে স্বর্গীয় হয়ে ওঠে।
কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের চোখে সেই আলো ধীরে ধীরে হারিয়ে যায়। সামাজিক চিন্তা ও অভিজ্ঞতা সেই স্বর্গীয় আলোকে আড়াল করে। তাই “celestial light” হলো শৈশবের নির্দোষতা ও আধ্যাত্মিক আনন্দের প্রতীক।
0
Updated: 1 month ago
The Romantic Age in English literature began with the publication of which work?
Created: 2 months ago
A
Paradise Lost
B
Lyrical Ballads
C
The Faerie Queene
D
Rape of the Lock
ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ধরা হয় Lyrical Ballads (1798) প্রকাশের মাধ্যমে। এর আগে সাহিত্যে নব্য-শাস্ত্রীয় (Neo-classical) ধারা প্রাধান্য পেত, যেখানে যুক্তি, শৃঙ্খলা ও প্রাচীন রীতি অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে কল্পনা, আবেগ, প্রকৃতি ও ব্যক্তিস্বাধীনতা গুরুত্ব পায়। Wordsworth ও Coleridge এই কাব্যগ্রন্থের মাধ্যমে নতুন ধারার কবিতা উপস্থাপন করেন। তাই সাহিত্য সমালোচকরা একে রোমান্টিক যুগের সূচনাবিন্দু মনে করেন।
0
Updated: 2 months ago