In Ode: Intimations of Immortality, what does the “celestial light” mainly represent?
A
The natural brightness of the sun in spring
B
The divine and spiritual vision of childhood
C
The imagination of poets in their youth
D
The intellectual clarity of human reason
উত্তরের বিবরণ
“Celestial light” হলো Ode: Intimations of Immortality কবিতার অন্যতম মূল প্রতীক। এটি কেবল প্রাকৃতিক আলো নয়, বরং শৈশবের আধ্যাত্মিক দৃষ্টির প্রতীক। শিশু বয়সে মানুষ পৃথিবীকে divine আলোয় ভরা দেখে। প্রকৃতির প্রতিটি দৃশ্য তাদের কাছে স্বর্গীয় হয়ে ওঠে।
কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের চোখে সেই আলো ধীরে ধীরে হারিয়ে যায়। সামাজিক চিন্তা ও অভিজ্ঞতা সেই স্বর্গীয় আলোকে আড়াল করে। তাই “celestial light” হলো শৈশবের নির্দোষতা ও আধ্যাত্মিক আনন্দের প্রতীক।
0
Updated: 1 month ago
In which year was Tintern Abbey composed?
Created: 2 months ago
A
1805
B
1798
C
1815
D
1789
Lines Composed a Few Miles above Tintern Abbey ১৭৯৮ সালে লেখা হয় এবং Lyrical Ballads-এর শেষ কবিতা হিসেবে প্রকাশিত হয়। এটি Wordsworth-এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা, যেখানে তিনি প্রকৃতির প্রতি তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। ১৭৯৩ সালের পর পাঁচ বছর বাদে তিনি আবার টিন্টার্ন অ্যাবে এলাকায় ফিরে আসেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে দেখেন। তাই এই কবিতা রোমান্টিক কবিতার এক গুরুত্বপূর্ণ দলিল।
0
Updated: 2 months ago
Tintern Abbey, the famous poem, was written by -
Created: 1 month ago
A
William Wordsworth
B
P.B. Shelley
C
John Keats
D
Thomas Gray
‘Tintern Abbey’, সম্পূর্ণ নাম ‘Lines Composed a Few Miles Above Tintern Abbey,’ হলো উইলিয়াম ওয়ার্ডসওার্থের লেখা একটি কবিতা, যা তার ‘Lyrical Ballads’ সংকলনের গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে একটি। এই কবিতায় মূলত কবির শৈশবের স্মৃতিবিজড়িত প্রাকৃতিক শান্তির বর্ণনা লিপিবদ্ধ রয়েছে। নদীর ধারে একটি পুরনো ভাঙ্গা চার্চের দৃশ্যের মাধ্যমে প্রকৃতির সঙ্গে কবির আতি স্নেহপূর্ণ সম্পর্ক ফুটে উঠে।
‘Tintern Abbey’ কবিতাটিতে
কবির শিশু-কালের স্মৃতি এবং প্রকৃতির নিপুণ বর্ণনা রয়েছে।
নদীর পাড়ে অবস্থিত এক প্রাচীন চার্চের চিত্রায়ন পাওয়া যায়, যা কবির শৈশবের সেই জায়গার স্মৃতি ধারণ করে।
কবির অনুভূতির সঙ্গে প্রকৃতির গহন সম্পর্ক প্রকাশ পায়, যা তার মনের শান্তি ও সুখের উৎস।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ ছিলেন রোম্যান্টিক যুগের অন্যতম প্রধান কবি।
তিনি এবং স্যামুয়েল টেইলর কোলরিজের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘Lyrical Ballads’ রোম্যান্টিক পর্বের সূচনা ঘটায়।
এই প্রকাশনায় উইলিয়াম ওয়ার্ডসওর্থের অবদান সবচেয়ে বেশি থাকায় তাঁকে রোম্যান্টিক যুগের পিতা বলা হয়।
তার সাহিত্য রচনায় ফরাসি বিপ্লবের প্রভাব স্পষ্ট, যা মুক্তি, সমতা ও ভ্রাতৃত্বের আদর্শ প্রচার করেছিল।
সে বিপ্লবটি তিনি উদ্যম ও উৎসাহের সঙ্গে গ্রহণ করেছিলেন।
ওয়ার্ডসওর্থের কিছু প্রসিদ্ধ কবিতা হলো:
The Solitary Reaper
Peter Bell
The Recluse
Tintern Abbey
Rainbow
To The Cuckoo
Laodamia
Lucy Poems
The Daffodils
Ode on Immortality
The Excursion
Michael
0
Updated: 1 month ago
A plaintive song, 'The Solitary Reaper' was composed by-
Created: 1 month ago
A
John Donne
B
Thomas Gray
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge
A plaintive song, 'The Solitary Reaper' was composed by William Wordsworth. এটি ১৮০৭ সালে তাঁর Poems, in Two Volumes সংকলনে প্রকাশিত হয়। কবিতাটিতে স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা কাজ করতে করতে গেইলিক ভাষায় এক মর্মস্পর্শী গান গাইছে— সেই দৃশ্য অঙ্কিত হয়েছে। কবি তরুণীর গান শুনে গভীরভাবে মোহিত হন। যদিও তিনি ভাষাটি বোঝেন না, তবুও কল্পনা করেন যে গানটি হয়তো কোনো প্রাচীন শোকগাথা অথবা ব্যক্তিগত দুঃখের প্রকাশ।
-
William Wordsworth (১৭৭০–১৮৫০)
-
ইংরেজি সাহিত্যের Romantic Period-এর অন্যতম প্রধান কবি
-
স্যামুয়েল টেইলর কোলরিজ-এর সঙ্গে মিলে Lyrical Ballads (১৭৯৮) প্রকাশ করেন, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা করে
-
Lyrical Ballads (১৮০০)-এর ভূমিকায় তিনি কবিতা সম্পর্কে বিপ্লবাত্মক নীতিমালা ব্যাখ্যা করেন
-
তিনি সাধারণ মানুষের জীবন, অভিজ্ঞতা ও ভাষাকে কবিতার বিষয়বস্তুতে রূপ দেন
-
এর মাধ্যমে ইংরেজি কবিতায় আমূল পরিবর্তন ও নতুন ধারা সূচিত হয়
Notable Works
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Ode: Intimations of Immortality
-
The Solitary Reaper
-
The Excursion
-
The Prelude
-
The Ruined Cottage
-
Peter Bell
-
The World Is Too Much with Us
0
Updated: 1 month ago