In Ode: Intimations of Immortality, what central loss does Wordsworth express in the opening stanzas?
A
The inability to see nature’s beauty with childhood radiance
B
The disappearance of spring flowers from the valley
C
The lack of companionship during his poetic journey
D
The silence of birds and rivers in the landscape
উত্তরের বিবরণ
ওয়ার্ডসওয়ার্থের Ode: Intimations of Immortality কবিতার শুরুতেই তিনি জানান যে, প্রকৃতি আগের মতো তার চোখে জ্বলজ্বল করছে না। বসন্ত এসেছে, ফুল ফুটেছে, পাখির গান শোনা যাচ্ছে, কিন্তু তার মনে সেই শৈশবের মতো আলো আর আনন্দ নেই।
ছোটবেলায় তিনি প্রকৃতিকে যেন ঈশ্বরীয় আলোর মধ্যে দেখতেন। কিন্তু এখন বয়স ও অভিজ্ঞতা তাকে সেই স্বর্গীয় দৃষ্টি থেকে বঞ্চিত করেছে। এখানে কবি মূলত শৈশবের স্বর্গীয় দৃষ্টি ও আনন্দ হারানোর ব্যথা প্রকাশ করছেন।
0
Updated: 1 month ago
Who among the following writers is not a Nobel Laureate?
Created: 3 months ago
A
T. S. Eliot
B
Toni Morrison
C
Graham Greene
D
William Faulkner
(ক)
T.S. Eliot (1888-1965)- 1948
(খ)Toni
Morrison (1931-2019)- 1993
(গ)Grahame Greene (1904-1991)- কখনো নোবেল পুরস্কার পান নি; ১৯৭৪ সালে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি তা প্রত্যাখান করেন।(ঘ)William Faulkner (1897-1962)
3
Updated: 3 months ago
Wordsworth describes nature as a “nurse” and a “guide.” What does this signify?
Created: 1 month ago
A
Nature gives him physical health only
B
Nature provides moral, spiritual, and intellectual growth
C
Nature protects him from social corruption physically
D
Nature helps him become a famous poet
ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে শুধু দৃশ্যমান সৌন্দর্যের উৎস বলেননি। তিনি এটিকে “nurse,” “guide,” এবং “guardian of my heart” হিসেবে দেখিয়েছেন। এর মানে প্রকৃতি তাকে জীবনের কঠিন সময়ে মানসিক শক্তি দিয়েছে।
প্রকৃতি তার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করেছে, তাকে আধ্যাত্মিক শান্তি দিয়েছে এবং নৈতিক দিকনির্দেশনা দিয়েছে। সমাজে যেখানে দুর্নীতি, লোভ, ও স্বার্থপরতা প্রচলিত, সেখানে প্রকৃতি মানুষের মনে সত্য, সৌন্দর্য ও শান্তির অনুভূতি জাগায়।
ওয়ার্ডসওয়ার্থ এখানে একটি দর্শন প্রকাশ করেছেন যে, প্রকৃতি মানুষের শিক্ষক ও পথপ্রদর্শক।
1
Updated: 1 month ago
Which natural image first reminds the poet of lost childhood vision?
Created: 2 months ago
A
Rainbow and rose
B
The moon, the evening star, and sunshine
C
Snow and winter wind
D
Mountain and cave
কবিতার শুরুতে Wordsworth বলেন, সূর্য, চাঁদ আর তারকা—সবকিছুই এখন তাঁর কাছে আগের মতো স্বর্গীয় আলো বহন করে না। এগুলো একসময় তাঁকে শৈশবের আধ্যাত্মিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন তিনি সেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই এই প্রাকৃতিক প্রতীকগুলো তাঁর কাছে শৈশবের হারানো দ্যুতির স্মারক।
1
Updated: 2 months ago