In Gulliver’s Travels, why does Gulliver’s first interaction with the Lilliputians reflect a satirical contrast between power and weakness?
A
Because Gulliver is physically large but politically powerless
B
Because Lilliputians fear him yet control him with laws and customs
C
Because Swift mocks military strength compared to human dignity
D
Because Gulliver voluntarily accepts his chains without resistance
উত্তরের বিবরণ
গালিভারের প্রথম সাক্ষাৎ লিলিপুটিয়ানদের সাথে মূলত একটি ব্যঙ্গাত্মক রূপক। এখানে জনাথন সুইফট দেখান কিভাবে ছোট আকারের দুর্বল মানুষরা আসলে বুদ্ধি, আইন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিশাল এক দৈত্যকে নিয়ন্ত্রণ করতে পারে।
এ বিষয়টি মানুষের রাজনৈতিক বাস্তবতার প্রতীক। শারীরিক শক্তি বা দৈহিক ক্ষমতা সবসময় আসল শক্তি নয়; বরং সামাজিক কাঠামো, নিয়মনীতি এবং রাজনৈতিক জটিলতা অনেক বড় শক্তিকে পরাজিত করতে পারে।
লিলিপুটিয়ানরা গালিভারকে প্রথমে ভীত চোখে দেখে, কিন্তু দ্রুত তাকে বাঁধে, তার সাথে শর্ত আরোপ করে, এবং আইনগতভাবে তাকে নিয়ন্ত্রণ করে। সুইফট এখানে দেখাচ্ছেন যে, রাজনীতি এবং রাষ্ট্রকাঠামো কিভাবে সাধারণ মানুষকেও দাসে পরিণত করতে পারে।
আসলে এই ব্যঙ্গের মাধ্যমে লেখক ইউরোপীয় রাষ্ট্রব্যবস্থা এবং আইনশাসনের কঠোরতাকে ব্যঙ্গ করেছেন।
2
Updated: 1 month ago
How did Gulliver escape from Brobdingnag?
Created: 2 months ago
A
An eagle carried away his box
B
He secretly built a raft
C
The Queen helped him leave
D
He swam to the sea at night
গালিভারকে বহন করার বাক্সটি একদিন সমুদ্রের ধারে রাখা ছিল। হঠাৎ এক বিশাল ঈগল বাক্সটি তুলে নেয় এবং সমুদ্রে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে একটি জাহাজ এসে তাকে উদ্ধার করে। এভাবেই সে ব্রবডিংনাগ থেকে মুক্তি পায়।
0
Updated: 2 months ago
What did the King of Brobdingnag think about English politics?
Created: 2 months ago
A
He admired it greatly
B
He laughed at its corruption
C
He wanted to copy it
D
He ignored it completely
গালিভার ইংল্যান্ডের রাজনীতি ও সামরিক শক্তির গর্ব করে বলেছিল। কিন্তু ব্রবডিংনাগের রাজা এসব শুনে বিস্মিত ও মজা পান। তিনি বলেন, এত ছোট মানুষ এত দুর্নীতি ও লোভে ভরা রাজনীতি চালায়—এটা হাস্যকর। এখানে সুইফট ব্যঙ্গ করেছেন ইউরোপীয় রাজনীতিকে।
0
Updated: 2 months ago
What did Gulliver find in Balnibarbi?
Created: 2 months ago
A
A rich and peaceful country
B
Failed scientific experiments everywhere
C
A land ruled by magicians
D
A place of giants
বালনিবার্বি ছিল লাপুটার শাসনের অধীন একটি দেশ। এখানে গালিভার দেখে যে কৃষি, শিল্প ও সমাজ সব নষ্ট হয়ে গেছে, কারণ সবকিছু অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এতে সুইফট ব্যঙ্গ করেছেন অকার্যকর গবেষণা ও অপপ্রয়োগকে।
1
Updated: 2 months ago