In Book 10, how does Adam’s understanding of his responsibility evolve after the judgment?
A
He continues to blame Eve entirely for their sin.
B
He decides to escape Eden alone without Eve.
C
He realizes his own guilt and accepts shared responsibility.
D
He pleads with God to reverse only Eve’s punishment.
উত্তরের বিবরণ
শুরুতে আদম হাওয়াকে দোষারোপ করে, কিন্তু বিচার ঘোষণার পর তার উপলব্ধি পরিবর্তিত হয়। সে বুঝতে পারে, নিজের ইচ্ছায় ফল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে হাওয়া যেমন দোষী, সে-ও সমানভাবে দোষী। এ উপলব্ধি আদমের চরিত্রের পরিণতিকে নির্দেশ করে।
এটি আসলে মানব নৈতিকতার শিক্ষা। প্রথমে মানুষ দোষ চাপিয়ে দিতে চায়, কিন্তু সত্যিকার উপলব্ধি আসে নিজের ভুল স্বীকার করার মাধ্যমে। আদম শেষে বুঝতে পারে, দোষ ভাগাভাগি করলে অনুশোচনা সত্য হয়। তার এই উপলব্ধি তাকে ভবিষ্যতের মুক্তির পথে দাঁড় করায়।
অতএব, মিলটন দেখিয়েছেন, মানুষ পতন ঘটালেও সত্যিকার অনুশোচনার মাধ্যমে ঈশ্বরের করুণার যোগ্য হতে পারে। এভাবেই মানব ইতিহাসে দোষ স্বীকার নৈতিক উন্নতির সূচনা ঘটায়।

0
Updated: 1 day ago
In Book 9, what symbolic meaning does Eve’s decision to eat the fruit first carry?
Created: 1 day ago
A
It represents the assertion of independence against Adam’s authority.
B
It reflects her natural curiosity for beauty and taste.
C
It demonstrates her role as the weaker vessel in Milton’s theology.
D
It symbolizes the universal human tendency to prioritize self-interest.
হাওয়া যখন প্রথম ফল খাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি কেবল তার কৌতূহল বা লোভের প্রতীক নয়। বরং এটি এক ধরনের স্বাধীনতার দাবি। সে চায়, আদমের ছায়া হয়ে না থেকে নিজে আলাদা সিদ্ধান্ত নিতে।
মিলটনের কাব্যে নারীকে অপেক্ষাকৃত দুর্বল বলা হলেও এখানে হাওয়া দেখিয়েছে, সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং নিজের সিদ্ধান্তে কাজ করতে চায়।
এই প্রতীকী দিকটি গভীর। এটি শুধু নারীর স্বাধীনতা নয়, বরং মানবজাতির স্বাধীন ইচ্ছার প্রতিফলন। ঈশ্বর মানুষকে free will দিয়েছেন, আর হাওয়া সেটিকে ব্যবহার করেছে, যদিও ভুল পথে। এ সিদ্ধান্ত দেখায়, যখন মানুষ ঈশ্বরের নিয়ম ছেড়ে নিজস্ব ইচ্ছাকে গুরুত্ব দেয়, তখন পতন অবশ্যম্ভাবী।
অতএব, হাওয়ার ফল খাওয়া মানুষের আত্মগরিমা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। এর মাধ্যমে মিলটন মানুষের প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন, যেখানে স্বাধীনতা শক্তি দিলেও ভুল পথে গেলে ধ্বংস ডেকে আনে।

0
Updated: 1 day ago
The central sin of Book 9, besides disobedience, is:
Created: 1 week ago
A
Lust
B
Greed
C
Pride
D
Sloth
Paradise Lost-এর Book IX-এ পতনের (Fall) মূল কারণ হলো অবাধ্যতা, কিন্তু এই কর্মকাণ্ডের অন্তর্নিহিত প্রেরণা, বিশেষ করে ইভের জন্য, হলো অহংকার (pride)।
-
শয়তানের প্রলোভন: সাপের যুক্তি পুরোপুরি ইভের অহংকারকে টার্গেট করে তৈরি।
-
সে তাকে প্রশংসা করে, “goddess among gods” বলে।
-
পরামর্শ দেয় যে ঈশ্বরের নিয়ম তাকে “low and ignorant” রাখার জন্য, আর ফল খেলে সে উচ্চতর অবস্থায় পৌঁছাতে পারে: “ye shall be as gods, knowing good and evil.”
-
-
ইভের প্রেরণা:
-
ইভ এই প্রলুব্ধিকরণের কাছে মুগ্ধ হয়।
-
“Gods-এর সমান হওয়া”-র আকাঙ্ক্ষা অহংকারের একটি ক্লাসিক উদাহরণ—সৃষ্টি ক্রমে তার নির্ধারিত স্থান অতিক্রম করে নিজেকে ঐশ্বরিক স্তরে উন্নীত করার বাসনা।
-
এটি ঠিক সেই পাপ যা শয়তানকে স্বর্গ থেকে পতিত করেছিল।
-
-
অন্য পাপের সঙ্গে তুলনা:
-
কামনা (lust): পাপের প্রেরণা নয়, বরং এর তাত্ক্ষণিক ফল। ফল খাওয়ার পর তাদের নির্দোষ প্রেমই প্রথমবারের মতো পৃথিবীর কামনায় রূপান্তরিত হয়।
-
লোভ (greed): কম প্রাসঙ্গিক। ইভ যা চেয়েছিল তা বস্তুগত নয়, বরং জ্ঞান ও অবস্থান অর্জনের জন্য, তাই “pride” বা “ambition” সঠিক শব্দ।
-
আলস্য (sloth): ভুল; চরিত্রগুলো সক্রিয় এবং উদ্যমী, অলস নয়।
-
-
উপসংহার: Book IX-এ শারীরিক অবাধ্যতার পেছনে যে আধ্যাত্মিক পাপটি কাজ করে, তা হলো অহংকার (pride)।

0
Updated: 1 week ago
Which epic poem contains the famous line:
"Better to reign in Hell than serve in Heaven"?
Created: 1 month ago
A
Paradise Lost
B
Paradise Regained
C
The Odyssey
D
Aeneid
“Better to reign in Hell than serve in Heaven” — এই বিখ্যাত উক্তিটি পাওয়া যায় Paradise Lost-এ।
-
Paradise Lost
-
রচিত John Milton দ্বারা।
-
এটি ইংরেজি সাহিত্যের সর্বকালের মহানতম এপিক কবিতাগুলোর মধ্যে একটি।
-
মূল বিষয়বস্তু: “To justify the ways of God to man”।
-
কবিতাটি মোট ১২টি বই বা অংশে বিভক্ত।
-
-
প্রধান চরিত্রসমূহ
-
Adam
-
Eve
-
Satan
-
Beelzebub
-
Mammon
-
-
John Milton (1608–1674)
-
একজন ইংরেজ কবি, pamphleteer এবং ইতিহাসবিদ।
-
Shakespeare-এর পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক হিসেবে বিবেচিত।
-
সর্বাধিক পরিচিত Paradise Lost রচনার জন্য।
-
-
প্রধান সাহিত্যকর্মসমূহ
-
Paradise Lost (1667) – সর্বশ্রেষ্ঠ এপিক
-
Paradise Regained (1671) – চারটি বইয়ে বিভক্ত
-
Samson Agonistes (1671) – নাট্যকাব্য
-
Lycidas – elegy
-
On his Blindness – Sonnet
-
-
বিখ্যাত উক্তি
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
-
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
Paradise Regained – John Milton রচিত
-
The Odyssey – Homer রচিত
-
Aeneid – Virgil রচিত
-
সূত্র: An ABC of English Literature (Dr. M Mofizar Rahman), Britannica

0
Updated: 1 month ago