In Book 10, how does Satan react after returning to Hell, expecting glory for his success?
A
He receives immediate praise and worship from his followers.
B
He is transformed along with his followers into serpents as punishment.
C
He builds a throne and claims victory over Heaven.
D
He is abandoned by all the fallen angels out of fear.
উত্তরের বিবরণ
দশম খণ্ডে শয়তান পতনের পর বিজয়ের আনন্দ নিয়ে নরকে ফিরে আসে। সে ভাবে, অন্য দানবেরা তাকে প্রশংসা করবে এবং তার কৃতিত্বে গৌরবান্বিত হবে। কিন্তু ঈশ্বরের শাস্তি সেখানে প্রকাশিত হয়। শয়তান এবং তার অনুসারীরা সাপের রূপে পরিবর্তিত হয়।
এ শাস্তি প্রতীকী। তারা যেভাবে সাপের মাধ্যমে প্রতারণা করেছে, ঈশ্বর তাদেরও সাপ বানিয়ে দেন। ফলে তারা প্রতিদিন ভুগতে থাকে এক ভয়াবহ শাস্তিতে—মায়ার মতো ফল খেতে গিয়ে সেটি বালিতে মিলিয়ে যায়। এই প্রতীক দেখায়, মন্দ যতই বিজয়ী মনে হোক, শেষ পর্যন্ত তা ধ্বংসের দিকেই যায়।
অতএব, শয়তানের অহংকার তাকে মুহূর্তের জন্য আনন্দ দিলেও ঈশ্বরের বিচার তাকে অপমানিত ও শাস্তিপ্রাপ্ত করে তোলে। এটি নৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।
1
Updated: 1 month ago
In Book 10, how does Adam’s understanding of his responsibility evolve after the judgment?
Created: 1 month ago
A
He continues to blame Eve entirely for their sin.
B
He decides to escape Eden alone without Eve.
C
He realizes his own guilt and accepts shared responsibility.
D
He pleads with God to reverse only Eve’s punishment.
শুরুতে আদম হাওয়াকে দোষারোপ করে, কিন্তু বিচার ঘোষণার পর তার উপলব্ধি পরিবর্তিত হয়। সে বুঝতে পারে, নিজের ইচ্ছায় ফল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে হাওয়া যেমন দোষী, সে-ও সমানভাবে দোষী। এ উপলব্ধি আদমের চরিত্রের পরিণতিকে নির্দেশ করে।
এটি আসলে মানব নৈতিকতার শিক্ষা। প্রথমে মানুষ দোষ চাপিয়ে দিতে চায়, কিন্তু সত্যিকার উপলব্ধি আসে নিজের ভুল স্বীকার করার মাধ্যমে। আদম শেষে বুঝতে পারে, দোষ ভাগাভাগি করলে অনুশোচনা সত্য হয়। তার এই উপলব্ধি তাকে ভবিষ্যতের মুক্তির পথে দাঁড় করায়।
অতএব, মিলটন দেখিয়েছেন, মানুষ পতন ঘটালেও সত্যিকার অনুশোচনার মাধ্যমে ঈশ্বরের করুণার যোগ্য হতে পারে। এভাবেই মানব ইতিহাসে দোষ স্বীকার নৈতিক উন্নতির সূচনা ঘটায়।
1
Updated: 1 month ago
Satan's argument "I, a beast, became like man; you, a man, will become like God" is a form of:
Created: 1 month ago
A
Sound logic
B
A threat
C
Faulty reasoning
D
A prophecy
জন মিল্টনের Paradise Lost-এ শয়তানের যুক্তি এক ক্লাসিক sophistry—অর্থাৎ চতুর কিন্তু ভ্রান্ত ও প্রতারণামূলক যুক্তি, যা মানুষকে প্রলুব্ধ করার উদ্দেশ্যে তৈরি। এই যুক্তি আসলে বৈধ বা সঠিক যুক্তি নয়, কারণ এটি মিথ্যা ও ভ্রান্ত তুলনার ওপর ভিত্তি করে গড়া।
-
এটি দাঁড়িয়েছে একটি ভুল পূর্বধারণার (false premise) ওপর: সাপ আসলে ফল খেয়ে কথা বলা ও যুক্তি করার ক্ষমতা পায়নি। বরং শয়তান নিজেই সাপকে অধিকার করে তার মাধ্যমে কথা বলছিল। অর্থাৎ পুরো কারণ-ফলাফলের গল্পটি ছিল শয়তানের তৈরি একটি কল্পনা।
-
এটি ব্যবহার করে একটি ভ্রান্ত উপমা (flawed analogy): শয়তান বোঝাতে চায়, যদি একটি পশু ফল খেয়ে মানুষের মতো হয়ে উঠতে পারে, তবে মানুষও ফল খেয়ে ঈশ্বরের মতো হয়ে উঠতে পারে। এই যুক্তি beast → man → God-এর মতো একটি আকর্ষণীয় ক্রম তৈরি করে, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই।
-
তাই এই যুক্তি প্রতারণামূলক: এটি যুক্তির কাঠামো ব্যবহার করে সত্যকে আড়াল করেছে।
-
এর উদ্দেশ্য ছিল ইভকে তার উচ্চাকাঙ্ক্ষা ও যুক্তিবোধের মাধ্যমে প্রলুব্ধ করা, অথচ এর ভিত ছিল সম্পূর্ণ মিথ্যা।
0
Updated: 1 month ago
In which Book does God pronounce punishment on Adam, Eve, and the Serpent?
Created: 2 months ago
A
Book 10
B
Book 5
C
Book 9
D
Book 1
Book 10-এ ঈশ্বর সাপ, ইভ ও আদমের জন্য অভিশাপ ঘোষণা করেন।
1
Updated: 2 months ago