What is Adam’s reaction immediately after eating the fruit in Book 9?
A
He experiences immediate fear and guilt that overwhelms him.
B
He loses memory of God’s command and becomes confused.
C
He feels sudden joy and a burst of passion towards Eve.
D
He tries to hide from Eve, sensing shame in her eyes.
উত্তরের বিবরণ
আদম যখন ফল খায়, তখনই তার মধ্যে অপরাধবোধ জাগে না। বরং প্রথমে সে আনন্দ ও উচ্ছ্বাস অনুভব করে। হাওয়ার প্রতি তার ভালোবাসা আরও তীব্র হয়, এবং তারা উগ্র আবেগ ও কামনায় নিমগ্ন হয়। এটি প্রতীকী কারণ, পাপ প্রায়ই শুরুতে আনন্দ দেয়, কিন্তু পরিণতি হয় ধ্বংসাত্মক।
এই মুহূর্তে মিলটন দেখিয়েছেন, মানুষ পাপ করলে প্রথমে এক ধরনের মিথ্যা সুখ অনুভব করে। আদম মনে করে সে হাওয়ার সঙ্গে একাত্ম হয়েছে এবং তার সিদ্ধান্তকে ভাগ করেছে। কিন্তু পরে তারা দ্রুত বুঝতে পারে যে এটি ভুল ছিল। আনন্দের জায়গায় আসে ভয়, লজ্জা এবং অনুশোচনা।
অতএব, আদমের প্রথম প্রতিক্রিয়া আসলে মানব প্রকৃতির বাস্তব দিক। পাপ প্রথমে আনন্দময় মনে হলেও তা স্থায়ী নয়। এই পর্বটি মানুষের আধ্যাত্মিক পতনের সূচনা নির্দেশ করে।

0
Updated: 1 day ago
In which Book does Satan first rally the fallen angels in Hell?
Created: 1 month ago
A
Book 9
B
Book 8
C
Book 1
D
Book 5
Book 1-এই শয়তান পতিত দানবদের সমবেত করে এবং Pandemonium গড়ে তোলে।

0
Updated: 1 month ago
What hope does Adam finally realize after despair?
Created: 1 month ago
A
Eternal punishment only
B
Satan’s final victory
C
Promise of a future redeemer
D
Rebirth as angels
অবশেষে আদম উপলব্ধি করে যে ঈশ্বর মানবকে পুরোপুরি ধ্বংস করবেন না। একদিন একজন “উদ্ধারকর্তা” আসবেন, যিনি পাপ ধ্বংস করবেন। এটি খ্রিস্টের ভবিষ্যৎ আগমনের ইঙ্গিত। তাই যদিও তারা ইডেন হারায়, তবু মুক্তির আশা টিকে থাকে। এটাই খ্রিস্টীয় ধর্মতত্ত্বের মূল ভিত্তি।

0
Updated: 1 month ago
A major stylistic feature of Paradise Lost is its use of:
Created: 1 week ago
A
Blank verse
B
Rhyming couplets
C
Free verse
D
Sonnet form
Paradise Lost লেখা হয়েছে মূলত blank verse-এ, যা হলো unrhymed iambic pentameter। অর্থাৎ প্রতি লাইনে থাকে দশটি syllable এবং সেগুলো চলে unstressed/stressed rhythm অনুযায়ী।
Milton সচেতনভাবে এই ফর্মটি বেছে নিয়েছিলেন, যাতে করে তিনি classical epics যেমন The Iliad এবং The Aeneid-এর unrhymed verse-এর ধারা অনুসরণ করতে পারেন। Verse নিয়ে নিজের নোটে Milton rhyme-কে উল্লেখ করেছিলেন “the invention of a barbarous age” এবং এটিকে তিনি একটি trivial constraint বা তুচ্ছ সীমাবদ্ধতা হিসেবে দেখেছিলেন।
-
Blank verse: Unrhymed iambic pentameter (১০ syllable, unstressed-stressed pattern)।
-
Milton classical epics-এর শৈলী অনুসরণ করতে rhyme ছাড়া এই form ব্যবহার করেন।
-
তাঁর মতে rhyme ছিল অযথা একটি constraint এবং তা সাহিত্যকে দুর্বল করে।
-
তিনি rhyme-কে বলেন barbarous age-এর আবিষ্কার এবং এর গুরুত্বকে খাটো করেন।

0
Updated: 2 days ago