In Book 9, what symbolic meaning does Eve’s decision to eat the fruit first carry?
A
It represents the assertion of independence against Adam’s authority.
B
It reflects her natural curiosity for beauty and taste.
C
It demonstrates her role as the weaker vessel in Milton’s theology.
D
It symbolizes the universal human tendency to prioritize self-interest.
উত্তরের বিবরণ
হাওয়া যখন প্রথম ফল খাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি কেবল তার কৌতূহল বা লোভের প্রতীক নয়। বরং এটি এক ধরনের স্বাধীনতার দাবি। সে চায়, আদমের ছায়া হয়ে না থেকে নিজে আলাদা সিদ্ধান্ত নিতে।
মিলটনের কাব্যে নারীকে অপেক্ষাকৃত দুর্বল বলা হলেও এখানে হাওয়া দেখিয়েছে, সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং নিজের সিদ্ধান্তে কাজ করতে চায়।
এই প্রতীকী দিকটি গভীর। এটি শুধু নারীর স্বাধীনতা নয়, বরং মানবজাতির স্বাধীন ইচ্ছার প্রতিফলন। ঈশ্বর মানুষকে free will দিয়েছেন, আর হাওয়া সেটিকে ব্যবহার করেছে, যদিও ভুল পথে। এ সিদ্ধান্ত দেখায়, যখন মানুষ ঈশ্বরের নিয়ম ছেড়ে নিজস্ব ইচ্ছাকে গুরুত্ব দেয়, তখন পতন অবশ্যম্ভাবী।
অতএব, হাওয়ার ফল খাওয়া মানুষের আত্মগরিমা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। এর মাধ্যমে মিলটন মানুষের প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন, যেখানে স্বাধীনতা শক্তি দিলেও ভুল পথে গেলে ধ্বংস ডেকে আনে।

0
Updated: 1 day ago
What do Adam and Eve do immediately after eating the fruit?
Created: 1 month ago
A
They sing a hymn
B
They quarrel and accuse each other
C
They run to God
D
They hide in the forest
ফল খাওয়ার পর আদম-ইভ আনন্দ নয়, বরং লজ্জা ও দোষারোপ শুরু করে। তারা একে অপরকে দোষ দেয়। এই কলহ দেখায় যে পাপ তাদের সম্পর্ককে ভেঙে দিয়েছে। ভালোবাসার জায়গায় সন্দেহ ও দোষারোপ এসেছে। এটাই পতনের প্রথম সামাজিক প্রভাব।

0
Updated: 1 month ago
How does Satan deceive his fellow fallen angels after the temptation?
Created: 1 month ago
A
He admits his failure
B
He tells them they are still in danger
C
He boasts of victory over humankind
D
He asks for forgiveness
শয়তান তার সঙ্গীদের সামনে অহংকার করে বলে যে, সে মানবকে পতিত করতে পেরেছে। তার চোখে এটা এক বিরাট জয়। কিন্তু পরে দেখা যায়, তাদের উল্লাস বৃথা। কারণ এই পাপ তাদের নিজের ভাগ্যও চিরকালের জন্য বন্ধ করে দেয়।

0
Updated: 1 month ago
What do Adam and Eve use to cover their nakedness?
Created: 1 month ago
A
Animal skins
B
Fig leaves
C
Flowers
D
Grass
আদম ও ইভ তাদের নগ্নতা ঢাকতে ডুমুরপাতা ব্যবহার করে। এটি প্রতীক যে, পাপ মানুষকে আত্মসচেতন ও লজ্জিত করে তোলে। আগে তারা নির্দোষভাবে মুক্ত ছিল, কিন্তু পাপের পর তারা নিজেদের অস্বস্তিকর অবস্থায় দেখতে পায়। এভাবেই পাপ মানুষের স্বাভাবিক জীবনে পরিবর্তন আনে।

1
Updated: 1 month ago