In Book 9, what symbolic meaning does Eve’s decision to eat the fruit first carry?
A
It represents the assertion of independence against Adam’s authority.
B
It reflects her natural curiosity for beauty and taste.
C
It demonstrates her role as the weaker vessel in Milton’s theology.
D
It symbolizes the universal human tendency to prioritize self-interest.
উত্তরের বিবরণ
হাওয়া যখন প্রথম ফল খাওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি কেবল তার কৌতূহল বা লোভের প্রতীক নয়। বরং এটি এক ধরনের স্বাধীনতার দাবি। সে চায়, আদমের ছায়া হয়ে না থেকে নিজে আলাদা সিদ্ধান্ত নিতে।
মিলটনের কাব্যে নারীকে অপেক্ষাকৃত দুর্বল বলা হলেও এখানে হাওয়া দেখিয়েছে, সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং নিজের সিদ্ধান্তে কাজ করতে চায়।
এই প্রতীকী দিকটি গভীর। এটি শুধু নারীর স্বাধীনতা নয়, বরং মানবজাতির স্বাধীন ইচ্ছার প্রতিফলন। ঈশ্বর মানুষকে free will দিয়েছেন, আর হাওয়া সেটিকে ব্যবহার করেছে, যদিও ভুল পথে। এ সিদ্ধান্ত দেখায়, যখন মানুষ ঈশ্বরের নিয়ম ছেড়ে নিজস্ব ইচ্ছাকে গুরুত্ব দেয়, তখন পতন অবশ্যম্ভাবী।
অতএব, হাওয়ার ফল খাওয়া মানুষের আত্মগরিমা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। এর মাধ্যমে মিলটন মানুষের প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন, যেখানে স্বাধীনতা শক্তি দিলেও ভুল পথে গেলে ধ্বংস ডেকে আনে।
2
Updated: 1 month ago
Who composed 'Paradise Lost'?
Created: 3 months ago
A
John Donne
B
John Keats
C
John Dryden
D
John Milton
Paradise Lost
-
এটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত মহাকাব্য, যেটি লিখেছেন জন মিল্টন, যিনি নিও-ক্লাসিক্যাল যুগের একজন প্রসিদ্ধ সাহিত্যিক।
-
১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারোটি অংশে বিভক্ত।
-
বইটি লেখা হয়েছে Blank Verse অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে।
-
মূল গল্পটি খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে, যেখানে আদম ও ইভের স্বর্গ থেকে পৃথিবীতে পতনের কথা বর্ণিত হয়েছে।
গল্পের মূল বিষয়
-
শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করায় তাকে এবং তার অনুসারীদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।
-
শয়তান পরাজয় মানতে না পেরে মানুষের মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ছড়াতে চায়।
-
ইডেন গার্ডেনে এসে সে আদম ও ইভকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচনা দেয়।
-
ইভ ও আদম উভয়ই সেই ফল খেয়ে ফেলেন এবং পরে তাদের অপরাধ বুঝে তারা স্বর্গ থেকে নির্বাসিত হন।
জন মিল্টন
-
জন মিল্টন ১৬০৮ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।
-
তিনি একজন ইংরেজি কবি, প্রবন্ধকার এবং ইতিহাসবিদ ছিলেন।
-
শেক্সপিয়ারের পর ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান লেখক হিসেবে তাকে গোনা হয়।
-
কবি হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেও, তিনি রাজনৈতিক প্রবন্ধও লিখেছেন।
-
তাকে “Epic Poet” এবং “Blank Verse-এর মহান শিক্ষক” বলা হয়।
জন মিল্টনের উল্লেখযোগ্য কাজ
-
Paradise Lost (মহাকাব্য)
-
Paradise Regained (মহাকাব্য)
-
Of Education (গদ্য)
-
Lycidas (শোককাব্য)
সূত্র: Live MCQ Lecture ও Britannica।
0
Updated: 3 months ago
Riders to the Sea, written by John Millington Synge, is -
Created: 2 months ago
A
one-act play
B
three-act play
C
four-act play
D
five-act play
সঠিক উত্তর: One-act play
Riders to the Sea
-
প্রকাশিত: ১৯০৩
-
এটি John Millington Synge রচিত একটি one-act play।
-
প্লে-টির প্রেক্ষাপট: Aran Islands, পশ্চিম আইরিশ উপকূল।
-
গল্পটি Synge-কে আরণ দ্বীপপুঞ্জে শোনা একটি গল্প থেকে অনুপ্রাণিত।
-
এটি সমালোচকদের দ্বারা dramatic literature-এর অন্যতম শ্রেষ্ঠ one-act play হিসেবে স্বীকৃত।
Plot Summary
-
মূল চরিত্র: Maurya, একজন বৃদ্ধ মহিলা।
-
Maurya জীবনের কঠিন দুঃখ, দুর্দশা এবং বেদনার মধ্যে তার সব পুরুষ সন্তানদের হারান, একমাত্র ছোট ছেলে Bartley বাকি থাকে।
-
শেষে দেখা যায়, তার ছোট ছেলেও সাগরে ডুবে মারা যায়।
-
Maurya-কে সাহিত্য জগতে most ill-fated character হিসেবে বিবেচনা করা হয়।
John Millington Synge
-
তিনি একজন Irish সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তি, মহান কাব্যিক নাট্যকার।
-
আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ জীবনকে চিত্রিত করেছেন।
-
প্রথমে তিনি musician হতে চেয়েছিলেন, তবে 1894 সালে সঙ্গীত ত্যাগ করে English Literature-এ মনোনিবেশ করেন।
Notable Works
-
In the Shadow of the Glen
-
Riders to the Sea
-
The Well of the Saints
-
The Tinker's Wedding
-
The Playboy of the Western World
-
Deirdre of the Sorrows
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman; Britannica
0
Updated: 2 months ago
The opening of Paradise Lost features Milton asking a "Heav'nly Muse" to inspire his work. This is an example of the epic feature known as a(n):
Created: 1 month ago
A
Invocation
B
Dedication
C
Soliloquy
D
Apostrophe
একটি invocation হলো কোনো দেবতা বা অতিপ্রাকৃত শক্তির কাছে সরাসরি সাহায্যের আবেদন, যা কবি তার কাব্য রচনার জন্য প্রার্থনা করে করে।
-
প্রাচীন মহাকাব্যে, কবিরা সাধারণত গ্রিক পুরাণের নয়টি মিউজের (Muses) একজনকে আহ্বান করতেন।
-
মিল্টন এই প্রথা খ্রিস্টীয় রূপে রূপান্তরিত করেন।
-
তিনি Holy Spirit-কে তার “Heav’nly Muse” হিসেবে আহ্বান করেন।
-
এই আত্মিক প্রেরণা, যাকে তিনি বর্ণনা করেন, শাস্ত্রকে অনুপ্রাণিত করেছে এবং তার মনকে আলোকিত করে, যাতে তিনি এই পবিত্র কাহিনী বলতে পারেন।
-
0
Updated: 1 month ago