What is the central philosophical theme of Tintern Abbey?
A
The destructive power of time on human emotions
B
The tension between city life and rural life
C
The permanence of natural beauty despite human change
D
The rejection of religious faith in favor of reason
উত্তরের বিবরণ
কবিতার মূল দর্শন হলো—প্রকৃতি অপরিবর্তনীয়, কিন্তু মানুষ ও তার আবেগ সময়ের সাথে পাল্টে যায়। ওয়ার্ডসওয়ার্থ বলেন, পাঁচ বছর আগের মানুষ আর এখনকার মানুষ এক নয়, কিন্তু প্রকৃতি একইভাবে দাঁড়িয়ে আছে।
প্রকৃতি তাই মানুষের কাছে এক চিরন্তন সত্য। মানুষ ক্লান্ত হয়, বয়স বাড়ে, অনুভূতি পরিবর্তিত হয়, কিন্তু প্রকৃতি তার শান্তি, সৌন্দর্য এবং শক্তি দিয়ে সবসময় মানুষকে সাহায্য করে। এই চিরন্তন সম্পর্কই কবিতার কেন্দ্রীয় থিম।
0
Updated: 1 month ago
Which Romantic quality is most strongly reflected in the Ode?
Created: 2 months ago
A
Imagination and recollection shaping spiritual truth
B
Harsh satire against society
C
Rigid classical imitation
D
Scientific exploration of nature
এই কবিতায় Wordsworth দেখিয়েছেন কিভাবে কল্পনা (imagination) ও স্মৃতি (recollection) মিলেই আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। যদিও শৈশবের সরাসরি স্বর্গীয় দৃষ্টি বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়, তবু কবি বিশ্বাস করেন স্মৃতি ও কল্পনার মাধ্যমে মানুষ সেই হারানো সৌন্দর্যকে আংশিকভাবে পুনরুদ্ধার করতে পারে। এই দৃষ্টিভঙ্গি রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য—কল্পনার শক্তি ও আবেগের গভীরতা।
0
Updated: 2 months ago
In which poetry collection was the Ode, Ode: Intimations of Immortality, published?
Created: 2 months ago
A
The Prelude
B
The Excursion
C
Lyrical Ballads
D
Poems in Two Volumes
Ode: Intimations of Immortality প্রকাশিত হয়েছিল Poems in Two Volumes (1807) সংকলনে। এই গ্রন্থ Wordsworth-এর অন্যতম বড় সাফল্য। এখানে অনেক বিখ্যাত কবিতা যেমন “Ode to Duty” এবং “Resolution and Independence” অন্তর্ভুক্ত ছিল। এই সংকলন Wordsworth-এর রোমান্টিক কাব্যধারাকে আরও প্রতিষ্ঠিত করে এবং তাঁকে প্রকৃতির কবি হিসেবে খ্যাতি এনে দেয়।
0
Updated: 2 months ago
Which of the following is an important feature of Romantic literature?
Created: 2 months ago
A
Supernatural Elements
B
Strict Classical Rules
C
Industrial Progress
D
Political Pamphlets
রোমান্টিক যুগের আরেকটি বৈশিষ্ট্য হলো অতিপ্রাকৃত উপাদান বা supernatural elements-এর ব্যবহার। Coleridge-এর The Rime of the Ancient Mariner বা Keats-এর La Belle Dame sans Merci—এ ধরনের কবিতায় রহস্য, স্বপ্ন, ভয়াবহতা এবং অলৌকিকতার ছোঁয়া আছে। এগুলো কল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়। তাই অতিপ্রাকৃত উপাদান রোমান্টিক সাহিত্যের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago