Why does Wordsworth directly address his sister Dorothy in the poem?
A
To make the poem more personal and emotional
B
To present her as a contrast to his own age
C
To warn her about the dangers of forgetting nature
D
To suggest that she should live in solitude
উত্তরের বিবরণ
কবির বোন ডরোথি কবিতায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি সরাসরি তাকে সম্বোধন করে বলেন যে, ডরোথি এখন সেই অবস্থায় আছে যেটা কবি তার যৌবনে অনুভব করেছিলেন।
এর মাধ্যমে কবিতা একটি পারিবারিক, আবেগপূর্ণ রূপ পায়। ওয়ার্ডসওয়ার্থ চান ডরোথি যেন তার অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয় এবং প্রকৃতিকে একইভাবে গভীরভাবে অনুভব করে।
ডরোথিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে কবি দেখিয়েছেন যে, প্রকৃতির অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হতে পারে।

0
Updated: 1 day ago
What is the significance of the “Preface to Lyrical Ballads”?
Created: 1 month ago
A
It introduced strict classical rules
B
It became the manifesto of Romantic poetry
C
It discussed Shakespeare’s plays
D
It promoted industrial progress
Preface to Lyrical Ballads (1800, revised 1802) ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের ঘোষণা পত্র হিসেবে বিবেচিত হয়। এখানে Wordsworth কবিতার প্রকৃতি, উদ্দেশ্য ও ভাষা নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন কবিতা হবে “the spontaneous overflow of powerful feelings” এবং সাধারণ মানুষের ভাষায় লেখা উচিত। এই প্রিফেস কবিতার নতুন ধারণা প্রচার করে, যেখানে মানবিক আবেগ, প্রকৃতি ও কল্পনার প্রাধান্য ছিল। ফলে এটি রোমান্টিক কাব্যের মূল ভিত্তি হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
Which ideals of the French Revolution attracted Wordsworth most?
Created: 1 month ago
A
Wealth and luxury
B
Liberty, Equality, Fraternity
C
Power of monarchy
D
Industrial growth
ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। Wordsworth মনে করেছিলেন, এই আদর্শ মানবজাতিকে নতুন মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। একজন রোমান্টিক কবি হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনে সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাই এই তিনটি নীতি তাঁকে গভীরভাবে আকর্ষণ করে। তাঁর অনেক কবিতায় মানবিক সমতা ও ভ্রাতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। বিপ্লবের রক্তপাত তাঁকে হতাশ করলেও এর মূল আদর্শ তাঁর কাব্যে জীবন্ত থেকেছে।

0
Updated: 1 month ago
What is the central theme of Wordsworth’s Ode: Intimations of Immortality?
Created: 1 month ago
A
Loss of childhood vision and spiritual glory
B
Political struggle of the French Revolution
C
Celebration of industrial progress
D
Criticism of monarchy
এই ওডে Wordsworth মূলত শৈশবের স্বর্গীয় আভা হারানোর কথা বলেছেন। ছোটবেলায় মানুষ প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি ও মহিমায় ভরা দেখে। বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। কবি মনে করেন, মানুষ জন্মের সময় স্বর্গ থেকে আসে—তখন তার ভেতরে ঈশ্বরীয় স্মৃতি থাকে। বড় হতে হতে এই স্মৃতি ফিকে হয়ে যায়, আর মানুষ প্রকৃতিকে আর আগের মতো মহিমান্বিতভাবে দেখতে পারে না।

0
Updated: 1 month ago