প্র, পরা, অপ-
A
বাংলা উপসর্গ
B
সংস্কৃত উপসর্গ
C
বিদেশী উপসর্গ
D
উপসর্গ স্থানীয় অব্যয়
উত্তরের বিবরণ
প্র,পরা, অপ ইত্যাদি সংস্কৃত উপসর্গ।
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
'আশৈশব' শব্দটি কীভাবে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
বিভক্তি দ্বারা
B
উপসর্গ দ্বারা
C
সন্ধি দ্বারা
D
বলক দ্বারা
শব্দ: আশৈশব
গঠন: উপসর্গ + মূল শব্দ
বিশ্লেষণ:
-
আশৈশব = আ + শৈশব
-
এখানে “আ-” একটি উপসর্গ, যা “থেকে / আরম্ভকাল” অর্থে ব্যবহৃত হয়েছে।
-
অর্থাৎ আশৈশব = শৈশবকাল থেকেই।
সংক্ষিপ্ত রূপ:
আ + শৈশব = আশৈশব
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণ
0
Updated: 1 month ago
তৎসম বা সংস্কৃত উপসর্গ-
Created: 2 months ago
A
কদ
B
দুর
C
ইতি
D
আন
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়:
-
খাঁটি বাংলা উপসর্গ
-
বাংলা ভাষার নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
-
সংখ্যা: ২১টি
-
উপসর্গসমূহ:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা -
টিপ: এই চারটি উপসর্গ (আ, সু, বি, নি) তৎসম শব্দেও পাওয়া যায়।
-
-
সংস্কৃত বা তৎসম উপসর্গ
-
বাংলা ভাষায় ব্যবহার হওয়া সংস্কৃত উপসর্গকে তৎসম উপসর্গ বলা হয়।
-
সংখ্যা: ২০টি
-
উপসর্গসমূহ:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ
-
-
বিদেশি উপসর্গ
-
তথ্য এখানে দেওয়া হয়নি।
-
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
’অপসংস্কৃতি’ শব্দে ’অপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
বিপরীত
B
স্থানান্তর
C
বিশেষ
D
নিকৃষ্ট
’অপ’ উপসর্গ এবং তার ব্যবহার
’অপ’ একটি তৎসম (সংস্কৃত) উপসর্গ। 'অপসংস্কৃতি' শব্দটিতে 'অপ' উপসর্গটি ’নিকৃষ্ট’ অর্থে ব্যবহৃত হয়েছে।
উপসর্গ হিসেবে 'অপ' বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
বিপরীত অর্থে:
অপমান (সম্মানের বিপরীত)
অপকার (উপকারের বিপরীত)
অপচয় (সঠিক ব্যবহারের বিপরীত)
অপবাদ (প্রশংসার বিপরীত)
নিকৃষ্ট অর্থে:
অপসংস্কৃতি (ভালো সংস্কৃতির বিপরীত বা নিকৃষ্ট রূপ)
অপকর্ম (ভালো কাজের বিপরীত বা নিকৃষ্ট কাজ)
অপসৃষ্টি (সৃজনের বিপরীত বা নিকৃষ্ট সৃষ্টি)
অপযশ (যশ বা খ্যাতির বিপরীত)
স্থানান্তর অর্থে:
অপসারণ (স্থান থেকে সরানো)
অপহরণ (স্থান থেকে হরণ বা চুরি করা)
অপনোদন (দূর করা বা দূরীকরণ)
বিকৃত অর্থে:
অপমৃত্যু (স্বাভাবিক বা স্বাভাবিক নয় এমন মৃত্যু)
0
Updated: 1 month ago