Wordsworth describes nature as a “nurse” and a “guide.” What does this signify?
A
Nature gives him physical health only
B
Nature provides moral, spiritual, and intellectual growth
C
Nature protects him from social corruption physically
D
Nature helps him become a famous poet
উত্তরের বিবরণ
ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে শুধু দৃশ্যমান সৌন্দর্যের উৎস বলেননি। তিনি এটিকে “nurse,” “guide,” এবং “guardian of my heart” হিসেবে দেখিয়েছেন। এর মানে প্রকৃতি তাকে জীবনের কঠিন সময়ে মানসিক শক্তি দিয়েছে।
প্রকৃতি তার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করেছে, তাকে আধ্যাত্মিক শান্তি দিয়েছে এবং নৈতিক দিকনির্দেশনা দিয়েছে। সমাজে যেখানে দুর্নীতি, লোভ, ও স্বার্থপরতা প্রচলিত, সেখানে প্রকৃতি মানুষের মনে সত্য, সৌন্দর্য ও শান্তির অনুভূতি জাগায়।
ওয়ার্ডসওয়ার্থ এখানে একটি দর্শন প্রকাশ করেছেন যে, প্রকৃতি মানুষের শিক্ষক ও পথপ্রদর্শক।
1
Updated: 1 month ago
The "six years' Darling of a pigmy size" primarily represents:
Created: 1 month ago
A
The speaker's own childhood self, fondly remembered
B
The inherent tendency of children to imitate adult societal roles
C
A specific, gifted child who retains more of the celestial light
D
The brevity of the intense visionary period before its inevitable fading
সপ্তম স্তবকে Wordsworth বর্ণনা করেন কিভাবে শিশু, খুব ছোট বয়সে হলেও, প্রাপ্তবয়স্কদের আচরণ, উদ্বেগ এবং “fretted” রীতিগুলো শিখতে ও অনুকরণ করতে শুরু করে। “six years' Darling”-কে বিভিন্ন প্রাপ্তবয়স্ক ভূমিকায় দেখানো হয়েছে—“little Actor,” “little Tyrant,” “little Mockery of the adult world”।
-
বক্তার দুঃখ মূলত এই দেখার কারণে যে, শিশুর এই অনুকরণ, যদিও নিষ্পাপ মনে হয়, প্রকৃতপক্ষে পার্থিব জীবনের “prison-house”-এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি প্রক্রিয়া।
-
এর ফলে শিশু তার ঈশ্বরীয় উৎস এবং visionary perception থেকে ক্রমশ দূরে সরে যায়।
-
এখানে বিষয়টি ব্যক্তিগত স্মৃতি বা কোনো বিশেষ প্রতিভাধর শিশুর নয়, বরং শিশুদের সামাজিকীকরণের সার্বজনীন প্রক্রিয়া।
-
কবি দেখাতে চেয়েছেন কিভাবে শৈশবের আধ্যাত্মিক নিষ্পাপতা প্রাপ্তবয়স্ক সমাজের নিয়ম ও আচরণের প্রভাবে ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়।
-
স্তবকটি শিশুদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি ও ঈশ্বরীয় সংযোগের হারানোর সূচক হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago
The famous line "Our birth is but a sleep and a forgetting" introduces what central philosophical idea to the poem?
Created: 1 month ago
A
That life is meaningless and best forgotten
B
The concept of reincarnation
C
The idea that human souls existed in heaven before coming to Earth
D
That sleep is the only escape from the pains of life
এই লাইন কবিতার Platonic দর্শনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। Wordsworth মনে করেন আমাদের আত্মা একটি ঈশ্বরীয়, পূর্বঅস্তিত্বযুক্ত অবস্থান থেকে উদ্ভূত (স্বর্গ বা মহিমান্বিত কোনো জগৎ)।
-
জন্মের সময়, আমাদের সেই মহিমান্বিত পূর্বঅস্তিত্বের স্মৃতি যেন “sleep and a forgetting”-এর মাধ্যমে ক্ষীণ হয়ে যায়।
-
আমরা সম্পূর্ণভাবে আমাদের ঈশ্বরীয় সত্তা হারাই না, তবে সরাসরি, সচেতনভাবে আমাদের স্বর্গীয় গৃহের “visionary gleam” ক্ষীণ হয়ে যায়।
-
এটি বোঝায় যে, পার্থিব জীবনের ব্যস্ততা ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া আমাদের আধ্যাত্মিক দৃষ্টি ও পূর্বজন্মের মহিমান্বিত উপলব্ধি ধীরে ধীরে কমিয়ে দেয়।
-
Wordsworth-এর এই ধারণা Platonic দর্শনের সঙ্গে মিল রয়েছে, যেখানে আত্মা এক উচ্চতর বাস্তবতা থেকে পার্থিব জীবনে আসে এবং তার পূর্ণ জ্ঞানের স্মৃতি অংশত মিলিয়ে যায়।
-
এই লাইনটি কবিতার মূল দর্শনাত্মক থিম—শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারানো এবং প্রাপ্তবয়স্ক জীবনের সীমাবদ্ধতা—কে স্পষ্টভাবে তুলে ধরে।
0
Updated: 1 month ago
Which of the following is an important feature of Romantic literature?
Created: 2 months ago
A
Supernatural Elements
B
Strict Classical Rules
C
Industrial Progress
D
Political Pamphlets
রোমান্টিক যুগের আরেকটি বৈশিষ্ট্য হলো অতিপ্রাকৃত উপাদান বা supernatural elements-এর ব্যবহার। Coleridge-এর The Rime of the Ancient Mariner বা Keats-এর La Belle Dame sans Merci—এ ধরনের কবিতায় রহস্য, স্বপ্ন, ভয়াবহতা এবং অলৌকিকতার ছোঁয়া আছে। এগুলো কল্পনাকে আরও শক্তিশালী করে তোলে এবং পাঠককে ভিন্ন জগতে নিয়ে যায়। তাই অতিপ্রাকৃত উপাদান রোমান্টিক সাহিত্যের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago